Ajker Patrika

সমঝোতার মাধ্যমে কাজ করা সহজ

নারায়ণগঞ্জ সংবাদদাতা
আপডেট : ০৩ মার্চ ২০২২, ১৩: ২৪
সমঝোতার মাধ্যমে কাজ করা সহজ

নারীদের উদ্দেশে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘আপনারা একটু সাহসী হোন, নিজের প্রতি আত্মবিশ্বাস রাখুন। তাহলে দেখবেন কোনো বাধাই বাধা না। আপনার অভিধান থেকে ‘‘না’’ শব্দটা উঠিয়ে দিন। যত কঠিন কাজই হোক না কেন, আমরা যেন সেই কাজটা করতে পারি।’

গতকাল বুধবার দুপুরে শহরের আলী আহাম্মদ চুনকা পাঠাগার মিলনায়তনে ‘টেকসই উন্নয়নে নারী’ শীর্ষক আলোচনা সভায় এক বক্তব্যে তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এ সভার আয়োজন করে ইউনিলিভার।

আইভী আরও বলেন, ‘নারী জাগরণ, নারীর ক্ষমতায় এবং নারীর উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে অনন্য ভূমিকা রেখেছেন। আমাদের সেনাবাহিনী থেকে শুরু করে এমন কোনো খাত নেই, যেখানে তিনি নারীদের কাজ করার সুযোগ করে দেন নাই। মনে রাখতে হবে সমঝোতার মাধ্যমে কাজ করা অনেক বেশি সহজ। মানুষের চাওয়াকে প্রাধান্য দিতে হবে। সেই চাওয়া যদি যৌক্তিক হয় তাহলে সেটি মেনে নিতে হবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইউনিলিভার বাংলাদেশের হিউম্যান রিসোর্স ডিরেক্টর সাকসি হান্ডা, ইউএনডিপির বাংলাদেশের প্রকল্প পরিচালক ইউগেস প্রাদানাম, ইউনিলিভারের হেড অব করপোরেট অ্যাফেয়ার্স শামীমা আক্তার, নাসিকের সংরক্ষিত ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাওন অঙ্কন এবং টাউন ফেডারেশনের নেত্রী সালমা সুলতানা। অনুষ্ঠানে মেয়র আইভীকে ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়। এ ছাড়া দলিত সম্প্রদায়ের ৫ নারীকে উপহারসামগ্রী দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত