Ajker Patrika

বছরের আলোচিত ঘটনা

বিনোদন ডেস্ক
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, ০৯: ৫০
Thumbnail image

জনি-অ্যাম্বারের মামলা  
২০১৮ সালে ওয়াশিংটন পোস্টের একটি নিবন্ধে নিজেকে গৃহনির্যাতনের শিকার বলে দাবি করেন জনি ডেপের সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ড। সেই সূত্র ধরেই তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করেন জনি। এই ঘটনাকে কেন্দ্র করে জনি-অ্যাম্বার বছরজুড়েই খবরের শিরোনাম হয়েছেন।

অস্কারের সেরা ‘কোডা’ 
অস্কারের ৯৪তম আসরে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে সিয়ান হেডারের ‘কোডা’। প্রথমবার একটি স্ট্রিমিং প্ল্যাটফর্মের চলচ্চিত্র অস্কার জিতে ইতিহাস গড়েছে। ‘কোডা’র গল্প একটি মেয়েকে নিয়ে, যার পুরো পরিবার বধির এবং পরিবারের একমাত্র সদস্য ওই মেয়েটিরই শুধু শ্রবণক্ষমতা রয়েছে।

অস্কারে চড়কাণ্ড 
স্ত্রীকে নিয়ে কৌতুক করায় উইল স্মিথ অস্কারের ৯৪তম আসরে মঞ্চে উঠে কমেডিয়ান ক্রিস রককে চড় মারেন। এই ঘটনার জের ধরে উইল স্মিথকে অস্কার থেকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করা হয়। পরে অবশ্য চড়কাণ্ডের জন্য অ্যাকাডেমি ও ক্রিস রকের কাছে ক্ষমা চেয়েছেন স্মিথ। এই আসরে সেরা অভিনেতার পুরস্কারও জেতেন উইল স্মিথ।

‘ট্রায়াঙ্গেল অব স্যাডনেস’
কান চলচ্চিত্র উৎসবের ৭৫তম আসরের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপাম (পাম দ’র) জিতেছে রুবেন অস্টলান্ড পরিচালিত ‘ট্রায়াঙ্গেল অব স্যাডনেস’। ২০১৭ সালেও রুবেন স্বর্ণপাম জিতেছেন ‘দ্য স্কয়ার’ সিনেমার জন্য। পরপর দুই সিনেমার জন্য এমন অর্জন বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে আগে ঘটেনি। 

কানে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ
৭৫তম কান চলচ্চিত্র উৎসবের শুরু থেকেই আলোচনায় ছিল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। উদ্বোধনী দিনে কান উৎসবের ৭৫তম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। উৎসবে নিষিদ্ধ ছিল রাশিয়া।
বিনোদন ডেস্ক

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত