Ajker Patrika

জলকেলি উৎসবে মেতেছেন তালতলীর রাখাইনেরা

তালতলী (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ০৯: ১৩
জলকেলি উৎসবে মেতেছেন তালতলীর রাখাইনেরা

নতুন বছরকে বরণ করে নিতে বরগুনার তালতলীতে চলছে রাখাইনদের ঐতিহ্যবাহী ‘সাংগ্রেং পোয়ে’ বা জলকেলি উৎসব। করোনা মহামারির কারণে দুই বছর বন্ধ থাকার পর এবার নানা আয়োজনের মধ্য দিয়ে চলছে রাখাইনদের তিন দিনব্যাপী এ উৎসব।

গতকাল সোমবার বেলা ৩টার দিকে শহরের ছাতনপাড়া প্যান্ডেলে জলকেলি উৎসবের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান রেজবি উল কবির জোমাদ্দার। উদ্বোধন হওয়ার পরেই আনন্দ উদ্‌যাপনে ব্যস্ত হয়ে পড়ে রাখাইন পল্লিগুলো।

জানা গেছে, উৎসবকে ঘিরে নানা আনুষ্ঠানিকতা শুরু হয় হয় গত ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তির দিন। ওই দিন থেকে রাখাইনরা বৌদ্ধ বিহারগুলোতে পালন করা শুরু করেন নানান ধর্মীয় আচার–অনুষ্ঠান। এসব অনুষ্ঠান পালন শেষে নতুন বছরের প্রথম দিন থেকে শুরু হয় জলকেলি বা সাংগ্রেং। উৎসব চলবে ২০ এপ্রিল পর্যন্ত। রাখাইনদের নতুন বর্ষ ১৩৮৪ মগি বা রাখাইন সাল। রাখাইনদের ভাষায় বর্ষবরণের এ উৎসবকে বলা হয় ‘সাংগ্রেং পোয়ে’। সাংগ্রেং পোয়ে বা জলকেলি আবার কারও কারও ভাষায় মৈত্রী পানি বর্ষণ। গত শনিবার রাখাইন বর্ষ ১৩৮৩ কে বিদায় জানিয়ে নতুন বছর ১৩৮৪ কে বরণ করতে রাখাইন মানুষ মেতেছেন প্রাণের উৎসবে। রাখাইন পল্লির প্রতিটি ঘরে এখন উৎসবের আমেজ।

রাখাইন তরুণ মং লু বলেন, ‘আমরা চাই এ উৎসবের মঙ্গল জল ছিটানোর মধ্য দিয়ে সব অশুভ শক্তি পৃথিবী থেকে দূরীভূত হবে। পুরোনো এবং অশুভকে পেছনে ফেলে আসবে মঙ্গলের বারতা। আদিকাল থেকে রাখাইন নববর্ষ উপলক্ষে সামাজিকভাবে সাংগ্রে পোয়ে উৎসব পালিত হয়ে আসছে।’

রাখাইন নেতা মংচিন থান জানান, জলের শুভ্রতা নিয়ে স্নিগ্ধ হওয়ার অন্যরকম একটি প্রয়াস এটি। এ উৎসব কোনো ধর্মীয় রীতির ভিত্তিতে নয়। সামাজিক রীতি অনুযায়ী রাখাইন নববর্ষ বরণের অনুষ্ঠানের অংশ হিসেবে এখানকার একে-অপরকে পানি ছোড়ার খেলা হয় এখানে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ‘রাখাইনদের জলকেলি উৎসব উপলক্ষে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে কঠোর পর্যবেক্ষণ জারি রাখা আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত