আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা
গাইবান্ধা শহরের পুলবন্দি পূর্বপাড়া এলাকার আবু সাঈদ একটি বেসরকারি নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত না হওয়ায় তিনি সরকারি বেতন-ভাতা পান না। স্কুল থেকে যে টাকা আয় হয়, তা স্কুলের কাজেই ব্যয় হয়ে যায়। ফলে ছোট্ট গাইবান্ধা শহরে তাঁকে প্রাইভেট পড়িয়ে সংসার চালানোর মতো কঠিন কাজে নামতে হয়। তাঁর স্ত্রী শাহনাজ বেগম গৃহিণী। আবু সাঈদ ও শাহনাজ দম্পতির দুই ছেলে। মোট চার সদস্যের সংসার তাঁদের। এ পরিবারটিরই বড় ছেলে মো. শাহরিয়ার হোসাইন।
পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করতে শাহরিয়ার ২০১৬ সালে স্থানীয় পত্রিকায় কম্পোজারের চাকরি নেন। মাস শেষে যা আয় হতো, তা দিয়ে নিজের খরচ চলত কেবল। পরিবার চলত মূলত বাবার টিউশনির টাকায়। কিন্তু করোনাকালে বাবার সে টিউশনিও বন্ধ হয়ে যায়। শাহরিয়ার পত্রিকায় কাজের পাশাপাশি ওয়েব ডেভেলপমেন্টের কাজ শিখেছিলেন, শখ করে। বাবার আয়-রোজগার বন্ধ হয়ে যাওয়ার পর সেই শখের বিদ্যাকে কাজে লাগিয়ে ফ্রিল্যান্সার হিসেবে কাজ শুরু করেন শাহরিয়ার। ২০১৯ সালে স্কাই হোস্ট বিডি নামের একটি প্রতিষ্ঠান চালু করেন তিনি। বর্তমানে স্কাই হোস্ট বিডি নামের এই প্রতিষ্ঠান উত্তরাঞ্চলে ফ্রিল্যান্সারদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। এ প্রতিষ্ঠানের মাধ্যমে স্বল্প মূল্যে আইটি সেবা নিশ্চিত করছেন তিনি।
এখন শাহরিয়ার হোসাইন ঘরে বসে আয় করছেন ডলার! এ টাকায় চলছে ছোট ভাইয়ের লেখাপড়ার খরচ, পরিবার এবং নিজের লেখাপড়া। ছোট ভাই আবু সালেহ স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
তথ্যপ্রযুক্তির প্রতি ছোটবেলা থেকেই আলাদা একটা ভালোবাসা ছিল শাহরিয়ারের। সব সময় গুগল ও ইউটিউবে নতুন নতুন জিনিস দেখে শেখার চেষ্টা করতেন তিনি। সেই চেষ্টাই শাহরিয়ারকে সফল করে তুলেছে। প্রযুক্তি শুধু তাঁর নেশা নয়, এখন পেশাও হয়ে গেছে। স্কাই হোস্ট বিডি নামের নিজের প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি বাংলাদেশে ডোমেইন হোস্টিং সেবা, ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপ তৈরি, বাল্ক এসএমএস সার্ভিস দিয়ে আসছেন। স্বল্প মূল্যে এসব সেবার পাশাপাশি যেকোনো প্রতিষ্ঠানের আইটি-বিষয়ক সমস্যা সমাধানের কাজ করে যাচ্ছে তাঁর প্রতিষ্ঠান।
শাহরিয়ার ইতিমধ্যে সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, সুইডেন, কাতার, পর্তুগাল, লন্ডন, সৌদি আরব, জার্মানি, ভারতসহ বিভিন্ন দেশ থেকে ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্টের কাজ পেয়েছেন। এসব কাজের বিনিময়ে ঘরে বসে উপার্জন করছেন ডলার। তাঁর অধীনে স্থানীয় বেশ কয়েকজন যুবক কাজ করছেন। তাঁরাও এখন স্বাবলম্বী।
শাহরিয়ার জানিয়েছেন, দেশকে এগিয়ে নিতে আইটি সেক্টর বড় ভূমিকা রাখতে পারে। অনেক তরুণ চাকরি না পেয়ে হতাশায় ভুগছেন। অথচ যে কেউ চাইলে আইটিতে ক্যারিয়ার গড়তে পারেন। শাহরিয়ার হোসাইন এখন রংপুরে একটি বেসরকারি পলিটেকনিক্যাল কলেজে কম্পিউটার টেকনোলজি বিষয়ে পড়াশোনা করছেন। পড়াশোনার পাশাপাশি তিনি নিজেকে সফল ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তুলেছেন।
গাইবান্ধা সরকারি বালক উচ্চবিদ্যালয়ের শিক্ষক মাইদুল ইসলাম বলেন, ‘শাহরিয়ার আমার স্কুলের ছাত্র। পড়াশোনায় ভালো ছিল। ছোটবেলা থেকেই শাহরিয়ারের কম্পিউটারে কাজ করার প্রতি বেশ মনোযোগ ছিল। সে সফলও হয়েছে।’
গাইবান্ধা শহরের পুলবন্দি পূর্বপাড়া এলাকার আবু সাঈদ একটি বেসরকারি নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত না হওয়ায় তিনি সরকারি বেতন-ভাতা পান না। স্কুল থেকে যে টাকা আয় হয়, তা স্কুলের কাজেই ব্যয় হয়ে যায়। ফলে ছোট্ট গাইবান্ধা শহরে তাঁকে প্রাইভেট পড়িয়ে সংসার চালানোর মতো কঠিন কাজে নামতে হয়। তাঁর স্ত্রী শাহনাজ বেগম গৃহিণী। আবু সাঈদ ও শাহনাজ দম্পতির দুই ছেলে। মোট চার সদস্যের সংসার তাঁদের। এ পরিবারটিরই বড় ছেলে মো. শাহরিয়ার হোসাইন।
পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করতে শাহরিয়ার ২০১৬ সালে স্থানীয় পত্রিকায় কম্পোজারের চাকরি নেন। মাস শেষে যা আয় হতো, তা দিয়ে নিজের খরচ চলত কেবল। পরিবার চলত মূলত বাবার টিউশনির টাকায়। কিন্তু করোনাকালে বাবার সে টিউশনিও বন্ধ হয়ে যায়। শাহরিয়ার পত্রিকায় কাজের পাশাপাশি ওয়েব ডেভেলপমেন্টের কাজ শিখেছিলেন, শখ করে। বাবার আয়-রোজগার বন্ধ হয়ে যাওয়ার পর সেই শখের বিদ্যাকে কাজে লাগিয়ে ফ্রিল্যান্সার হিসেবে কাজ শুরু করেন শাহরিয়ার। ২০১৯ সালে স্কাই হোস্ট বিডি নামের একটি প্রতিষ্ঠান চালু করেন তিনি। বর্তমানে স্কাই হোস্ট বিডি নামের এই প্রতিষ্ঠান উত্তরাঞ্চলে ফ্রিল্যান্সারদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। এ প্রতিষ্ঠানের মাধ্যমে স্বল্প মূল্যে আইটি সেবা নিশ্চিত করছেন তিনি।
এখন শাহরিয়ার হোসাইন ঘরে বসে আয় করছেন ডলার! এ টাকায় চলছে ছোট ভাইয়ের লেখাপড়ার খরচ, পরিবার এবং নিজের লেখাপড়া। ছোট ভাই আবু সালেহ স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
তথ্যপ্রযুক্তির প্রতি ছোটবেলা থেকেই আলাদা একটা ভালোবাসা ছিল শাহরিয়ারের। সব সময় গুগল ও ইউটিউবে নতুন নতুন জিনিস দেখে শেখার চেষ্টা করতেন তিনি। সেই চেষ্টাই শাহরিয়ারকে সফল করে তুলেছে। প্রযুক্তি শুধু তাঁর নেশা নয়, এখন পেশাও হয়ে গেছে। স্কাই হোস্ট বিডি নামের নিজের প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি বাংলাদেশে ডোমেইন হোস্টিং সেবা, ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপ তৈরি, বাল্ক এসএমএস সার্ভিস দিয়ে আসছেন। স্বল্প মূল্যে এসব সেবার পাশাপাশি যেকোনো প্রতিষ্ঠানের আইটি-বিষয়ক সমস্যা সমাধানের কাজ করে যাচ্ছে তাঁর প্রতিষ্ঠান।
শাহরিয়ার ইতিমধ্যে সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, সুইডেন, কাতার, পর্তুগাল, লন্ডন, সৌদি আরব, জার্মানি, ভারতসহ বিভিন্ন দেশ থেকে ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্টের কাজ পেয়েছেন। এসব কাজের বিনিময়ে ঘরে বসে উপার্জন করছেন ডলার। তাঁর অধীনে স্থানীয় বেশ কয়েকজন যুবক কাজ করছেন। তাঁরাও এখন স্বাবলম্বী।
শাহরিয়ার জানিয়েছেন, দেশকে এগিয়ে নিতে আইটি সেক্টর বড় ভূমিকা রাখতে পারে। অনেক তরুণ চাকরি না পেয়ে হতাশায় ভুগছেন। অথচ যে কেউ চাইলে আইটিতে ক্যারিয়ার গড়তে পারেন। শাহরিয়ার হোসাইন এখন রংপুরে একটি বেসরকারি পলিটেকনিক্যাল কলেজে কম্পিউটার টেকনোলজি বিষয়ে পড়াশোনা করছেন। পড়াশোনার পাশাপাশি তিনি নিজেকে সফল ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তুলেছেন।
গাইবান্ধা সরকারি বালক উচ্চবিদ্যালয়ের শিক্ষক মাইদুল ইসলাম বলেন, ‘শাহরিয়ার আমার স্কুলের ছাত্র। পড়াশোনায় ভালো ছিল। ছোটবেলা থেকেই শাহরিয়ারের কম্পিউটারে কাজ করার প্রতি বেশ মনোযোগ ছিল। সে সফলও হয়েছে।’
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
১৪ দিন আগে‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫