Ajker Patrika

পাল্টাপাল্টি মামলা, ইউপি চেয়ারম্যানসহ আসামি ২২০

ঘাটাইল প্রতিনিধি
আপডেট : ২০ মার্চ ২০২২, ১৬: ৫৫
পাল্টাপাল্টি মামলা, ইউপি চেয়ারম্যানসহ আসামি ২২০

ঘাটাইলে আওয়ামী লীগের দুই পক্ষে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পাল্টাপাল্টি দুটি মামলা হয়েছে। একটি মামলা করেছেন দিঘলকান্দি ইউপির চেয়ারম্যান মো. রেজাউল করিম। অপর মামলাটি করেছেন দিঘলকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন খান। গত শুক্রবার ঘাটাইল থানায় এসব মামলা করা হয়।

জানা গেছে, দিঘলকান্দি ইউপির চেয়ারম্যান রেজাউল করিম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ইকবাল হোসেনকে প্রধান আসামি করে ৯ জনের বিরুদ্ধে মামলা করেন। এ ছাড়া আরও ১০-১২ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। অপরদিকে ইকবাল হোসেন চেয়ারম্যান রেজাউল করিমকে প্রধান আসামি করে ৫০ জনের বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে অন্তত ১৫০ জনকে। ঘাটাইল থানায় উভয় পক্ষই এ মামলা করে বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম সরকার নিশ্চিত করেন।

এর আগে বৃহস্পতিবার দুপুরে উপজেলার দিঘলকান্দি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচিত বর্তমান চেয়ারম্যান রেজাউল করিম ও পরাজিত চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন খানের সমর্থকদের মধ্যে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় ইউনিয়ন পরিষদের একটি কক্ষ ও আসবাব ভাঙচুর এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির বাড়িসহ তিনটি বাড়ি ভাঙচুর করা হয়। এ ছাড়া আহত হন ৫ জন।

এদিকে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ৫ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফরহাদ (২৮), কলিম উদ্দিন (৫৫), ফরহাদ হোসেন (৩৫), সানোয়ার হোসেন (৩৫), রোকন উদ্দিন (৪৫)। তাঁরা সবাই চেয়ারম্যান রেজাউল করিমের পক্ষের লোক বলে জানা গেছে।

মামলার তদন্ত কর্মকর্তা ঘাটাইল থানার উপপরিদর্শক মতিউর রহমান জানান, ইকবাল হোসেন তাঁর মামলায় আসামিদের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে বাড়িঘর ভাঙচুর, চুরি, লুটপাট ও মারপিট করে জখম করার অভিযোগ এনেছেন। চেয়ারম্যানের নির্দেশে এসব ঘটনা ঘটানো হয়েছে বলেও মামলায় অভিযোগ করা হয়েছে।

অপর মামলায় বাদী দিঘলকান্দি ইউপির চেয়ারম্যান রেজাউল করিম তাঁর মামলায় ইউনিয়ন পরিষদের কক্ষ ও আসবাব ভাঙচুর, লুটপাট ও চুরির অভিযোগ আনা হয়েছে।

এ বিষয়ে তদন্ত কর্মকর্তা মতিউর রহমান বলেন, মামলার তদন্তকাজ ও আসামি গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত