Ajker Patrika

‘নির্বাচনে বিশৃঙ্খলা হলে কঠোর ব্যবস্থা’

ফুলতলা প্রতিনিধি
আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১৯: ০৬
‘নির্বাচনে বিশৃঙ্খলা হলে কঠোর ব্যবস্থা’

খুলনা জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার বলেছেন, ভোট জনগণের অধিকার। জনগণ তার ইচ্ছা অনুযায়ী পছন্দের প্রার্থীদের ভোট দেবে। এখানে কেউ বিশৃঙ্খলা করলেই তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গতকাল রোববার দুপুরে ফুলতলা এম এম কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে আইন শৃঙ্খলা এবং আচরণবিধি প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ভোটের মাঠে কোন প্রকার ভয়ভীতি বা হুমকি দেখানোর সুযোগ নেই। নির্বাচনে প্রার্থীরা একে অপরের প্রতিদ্বন্দ্বী হলেও শত্রু নয়। ইতিমধ্যে বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা পরিপন্থী কিছু কাজ হলেও এগুলো পরিহার করতে হবে। ফুলতলায় একটি শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে আমরা বদ্ধপরিকর। নির্বাচনে কোন প্রকার আচরণবিধি লঙ্ঘন ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাচন অফিস আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা পুলিশ সুপার মো. মাহাবুর হাসান। স্বাগত বক্তৃতা করেন জেলা নির্বাচন কর্মকর্তা এম মাজহারুল ইসলাম। সভায় আরও বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার মো. ইনসাদ ইবনে আমিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আফরুজ্জামান, উপজেলা নির্বাচন অফিসার শেখ জাহিদুর রহমান, রির্টানিং অফিসার মুহা. আবুল কাশেম, ফুলতলা থানার ওসি মো. ইলিয়াস তালুকদার, খান জাহান আলী থানার ওসি প্রবীর বিশ্বাস, ফুলতলা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শেখ আবুল বাশার ও আলী আজম মোহন, দামোদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সেলিম সরদার প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত