Ajker Patrika

মাজহারুল ইসলাম

সম্পাদকীয়
মাজহারুল ইসলাম

মাজহারুল ইসলাম ছিলেন বাংলাদেশে আধুনিক স্থাপত্যের জনক ও স্থাপত্যগুরু। তাঁকে বলা হয় বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি স্থপতি।
মাজহারুল ইসলামের জন্ম ১৯২৩ সালের ২৫ ডিসেম্বর মুর্শিদাবাদের কৃষ্ণনগরের সুন্দরপুর গ্রামে, নানাবাড়িতে।

বাবার চাকরি সূত্রে রাজশাহী কলেজিয়েট স্কুল ও রাজশাহী কলেজ থেকে যথাক্রমে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাস করার পর ওই কলেজ থেকেই পদার্থবিজ্ঞানে অনার্সসহ স্নাতক পাস করেন। এরপর তিনি কলকাতার শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে প্রকৌশলবিদ্যা পড়া শেষ করেন। এখানে পড়ার সময় তিনি বামপন্থী ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত হন।

দেশভাগের পর ঢাকায় এসে যোগাযোগ, বিল্ডিং ও সেচ মন্ত্রণালয়ে সহকারী প্রকৌশলী হিসেবে যোগ দেন। ১৯৫০ সালে ‘পোস্টওয়ার ডেভেলপমেন্ট’ স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রের অরেগন বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্যবিদ্যায় ডিগ্রি অর্জন করে ১৯৫৩ সালে তিনি দেশে ফিরে আসেন।

১৯৬৩ সালে সরকারি চাকরিতে ইস্তফা দিয়ে প্রকৌশলী শেখ মুহম্মদ শহীদুল্লাহকে নিয়ে ‘বাস্তুকলাবিদ’ প্রতিষ্ঠা করেন। ১৯৭১ সাল পর্যন্ত এটি ছিল পূর্ব পাকিস্তানের সর্ববৃহৎ স্থাপত্য উপদেষ্টা প্রতিষ্ঠান। মুক্তিযুদ্ধে তিনি প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেন।

ঢাকার সায়েন্স ল্যাবরেটরি ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীপা ভবন ও চারুকলা অনুষদ, মতিঝিলে এডিসি ভবন ও জীবনবীমা ভবন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং পাঁচটি পলিটেকনিক ইনস্টিটিউটসহ আরও গুরুত্বপূর্ণ ভবনের নকশা হয়েছে তাঁর হাতে। বিশ্বখ্যাত স্থপতি লুই কানকে দিয়ে গোটা শেরেবাংলা নগর এলাকার নকশা, পল রুডলফকে দিয়ে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কাজ করিয়েছিলেন তিনি।

সারা বিশ্বের বিশিষ্ট স্থপতি ও ইতিহাসবিদদের মূল্যায়নে বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ স্থাপত্যকীর্তি নিয়ে যে বই প্রকাশিত হয়েছে, তাতে বাংলাদেশ থেকে একমাত্র মাজহারুল ইসলামের চারটি কাজ স্থান পেয়েছে। বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেওয়ার উদ্দেশ্যে তাঁর ১০টি স্থাপত্যকর্ম গত বছর প্রাথমিকভাবে নির্বাচন করেছে ইউনেসকো।

বাংলাদেশের কিংবদন্তি এই স্থপতি ২০১২ সালের ১৪ জুলাই মৃত্যুবরণ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত