Ajker Patrika

অনুমোদন মিলেছে বঙ্গবন্ধু পার্ক স্থাপনের

চাঁদপুর প্রতিনিধি
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১৪: ০৮
অনুমোদন মিলেছে বঙ্গবন্ধু পার্ক স্থাপনের

পদ্মা-মেঘনা-ডাকাতিয়া নদীর মোহনায় অবস্থিত চাঁদপুরের বড় স্টেশন মোলহেড এলাকায় বঙ্গবন্ধু পার্ক স্থাপনের অনুমোদন মিলেছে। জেলা প্রশাসনের আবেদনের প্রেক্ষিতে ‘বঙ্গবন্ধু পার্ক’ নামকরণের অনুমোদন দিয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট।

গতকাল বৃহস্পতিবার চাঁদপুরের জেলা প্রশাসন এ সংক্রান্ত চিঠি পেয়েছেন। জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ গতকাল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ট্রাস্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মাশুরা হোসেন স্বাক্ষরিত এক পত্রে নামকরণ অনুমোদনের বিষয়টি জানানো হয়েছে।

এর আগে গত ৯ জুন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ পর্যটন স্পট মোলহেড এলাকায় ‘বঙ্গবন্ধু পার্ক’ নামকরণের আবেদন করে। সে আবেদনের প্রেক্ষিতে ২৭ অক্টোবর ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টির বোর্ড সভায় এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে পর্যটন স্পটটি ‘বঙ্গবন্ধু পার্ক’ নামকরণের অনুমতি দেওয়া হয়।

এ বিষয়ে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে এ স্থানটি ‘বঙ্গবন্ধু পার্ক’ নামকরণের জন্য প্রস্তাব করা হয়। যেহেতু বঙ্গবন্ধু বা তাঁর পরিবারের কোনো সদস্যের নামে স্থাপনা তৈরির ক্ষেত্রে ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের অনুমোদন প্রয়োজন হয়। তাই এত দিন নামটি প্রস্তাবনায় ছিল। এখন তা কার্যকর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

গোপনে ১৯০ মিলিয়ন ডলারের নজরদারি সরঞ্জাম কিনেছিল আওয়ামী লীগ সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত