Ajker Patrika

ভোটের আগে পুলিশে সুপার নিউমারারি আরও ৭৫ পদ

উবায়দুল্লাহ বাদল, ঢাকা
আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ১২: ১৫
ভোটের আগে পুলিশে সুপার নিউমারারি আরও ৭৫ পদ

দ্বাদশ জাতীয় নির্বাচনের আগেই বিসিএস (পুলিশ) ক্যাডারের জন্য জনবল কাঠামোর অতিরিক্ত ৭৫টি সুপারনিউমারারি পদের অনুমোদন দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গতকাল পুলিশের ৮টি অতিরিক্ত মহাপরিদর্শক এবং ১৫টি উপমহাপরিদর্শক পদের অনুমোদন দিয়ে জননিরাপত্তা বিভাগে চিঠি পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। একই দিনে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অর্থ বিভাগে চিঠি দেওয়া হয়েছে।

এর আগে প্রথম দফায় গত ১৪ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় পুলিশের দুটি অতিরিক্ত মহাপরিদর্শক এবং ৫০ উপমহাপরিদর্শকের পদের অনুমোদন দিয়েছিল। এ নিয়ে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য দুই দফায় ৭৫টি সুপারনিউমারারি পদের অনুমোদন দেওয়া হলো।

জননিরাপত্তা বিভাগ হতে অর্থ বিভাগে পাঠানো চিঠিতে বলা হয়, বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামোতে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) ৮টি, উপপুলিশ মহাপরিদর্শক (গ্রেড-৩) ১৫টিসহ মোট ২৩টি সুপারনিউমারারি পদের ব্যাপারে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্মতি দিয়েছে। এতে অর্থ বিভাগের সম্মতি নেওয়ার শর্ত আছে। উল্লেখ্য, এই ২৩টি পদ গত ১৪ সেপ্টেম্বরের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের (গ্রেড-২) ২টি, উপপুলিশ মহাপরিদর্শকের ৫০টিসহ মোট ৫২টি সুপারনিউমারারি পদের অতিরিক্ত হিসেবে গণ্য হবে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদ তৈরির তারিখ থেকে সুপারনিউমারারি পদের মেয়াদ হবে এক বছর।

সুপারনিউমারারি বা সংখ্যাতিরিক্ত পদোন্নতি হলে কর্মকর্তারা সাধারণত একই পদে (পদোন্নতির পরও সুবিধামতো জায়গায় থাকতে নিচের পদে চাকরির ব্যবস্থা) দায়িত্ব পালন করে থাকেন। অর্থাৎ পদোন্নতি পেলেও তাঁরা আগের পদেই থাকবেন।

এর আগে গত ২০ জুলাই পুলিশের ৫২৯টি সুপারনিউমারারি পদ সৃষ্টির সিদ্ধান্ত হয়। এতে ছিল অতিরিক্ত আইজি গ্রেড-১ পদমর্যাদার ১৫টি এবং একই পদের গ্রেড-২ মর্যাদার ৩৪টি, ডিআইজি ১৪০টি, অতিরিক্ত ডিআইজি ১৫০টি এবং পুলিশ সুপার (এসপি) ১৯০টি পদ।

এভাবে পদ সৃষ্টির ব্যাপারে জানতে চাইলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজকের পত্রিকাকে বলেছিলেন, ‘পুলিশ ক্যাডারে বিভিন্ন সময় লোকবল নেওয়া হলেও ক্যাডার পুনর্বিন্যাস করা হয়নি। এতে করে ওপরের দিকে পদ কম থাকায় অনেক যোগ্য কর্মকর্তা সময়মতো পদোন্নতি পান না। এ নিয়ে তাঁদের মনঃকষ্ট আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত