অনন্যা দাস
সানগ্লাস পরলে একদিকে যেমন বেশ স্টাইলিশ ও চটকদার দেখায়, অন্যদিকে সানগ্লাসের স্বাস্থ্যসুবিধাও পাওয়া যায়। বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন উপাদানে তৈরি দামি সানগ্লাস আছে বাজারে। কোনোটির চেয়ে কোনোটি কম যায় না স্টাইল ও দামে। চলুন দেখে নেওয়া যাক।
৫. লাক্সারিয়েটর ক্যানারি
ডায়মন্ড গ্লাস
লস অ্যাঞ্জেলেসভিত্তিক গয়না ও চশমার ডিজাইনার ফ্রাঙ্কো ইনকরপোরেটেড ২০০৪ সালে লাক্সারিয়েটর কালেকশন তৈরি করেছিলেন। বিলাসবহুল হীরাখচিত এই সানগ্লাসগুলো সোনালি, গোলাপি, হলুদ ও সাদা মোট চারটি রঙের ফ্রেমে পাওয়া যায়। এর দাম ৬৫ হাজার ডলার বা ৫৬ লাখ ৪ হাজার টাকা প্রায়।
৪.কার্তিয়ারের প্যান্থার সানগ্লাস
কার্তিয়ার একটি বিখ্যাত ফরাসি ফ্যাশন ব্র্যান্ড। ইংল্যান্ডের রাজপরিবারের অনেক সদস্যসহ বিভিন্ন সেলিব্রিটির পছন্দের তালিকায় শীর্ষে আছে এ ফ্যাশন ব্র্যান্ডের পণ্য। শুনে যেমনটা মনে হয়, কার্তিয়ার প্যান্থার সানগ্লাসে আসলেই ডাঁটির জায়গায় বসানো আছে ১৮-ক্যারেট সাদা সোনায় তৈরি দুটো সুদৃশ্য প্যান্থার। তার ওপর, এই চশমাটিতে ৫৬১টি হীরা ও ৬৪৫টি নীল নীলকান্তমণি বসানো রয়েছে। এর দাম ১ লাখ ৫৯ হাজার ডলার বা ১ কোটি ৩৭ লাখ টাকা প্রায়।
৩.শিলসের পান্না সানগ্লাস
রোমান সম্রাট নিরো সবুজ রত্নপাথরের মধ্য দিয়ে গ্ল্যাডিয়েটরদের লড়াই দেখতেন বলে জানা যায় ইতিহাসের বই থেকে। এ ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের বিখ্যাত শিলস জুয়েলার্স পান্না সানগ্লাস তৈরি করেছে। তাদের তৈরি এই পান্না সানগ্লাসটির লেন্স জোগাড় করতে পাঁচ বছর এবং সেগুলো পালিশ করতে ও কাটতে তিন মাস সময় লেগেছে বলে জানিয়েছেন শিলসের ব্যবস্থাপনা পরিচালক অ্যালবার্ট বেনসিমন। এর দাম ২ লাখ ডলার বা ১ কোটি ৭২ লাখ টাকা।
২. ডলচে অ্যান্ড গাবানা
ডিজি২০২৭বি সানগ্লাস
ডলচে অ্যান্ড গাবানা একটি ইতালীয় বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড। ম্যাডোনা, কিম কার্দাশিয়ান, অ্যাঞ্জেলিনা জোলিসহ আরও অসংখ্য সেলিব্রিটির পছন্দের ব্র্যান্ড এটি। এই জনপ্রিয় ব্রান্ডের ডিজি২০২৭বি মডেলের বিলাসবহুল সানগ্লাসটি খাঁটি সোনার ফ্রেমে তৈরি। বাদামি লেন্সের এই সানগ্লাসটির দাম ৩ লাখ ৮৩ হাজার ডলার বা ৩ কোটি ৩০ লাখ টাকা প্রায়।
১. শপার্ড সানগ্লাস
তালিকার শীর্ষে রয়েছে ৪ লাখ ডলার বা ৩ কোটি ৪৪ লাখ ৯০ হাজার টাকা মূল্যের শপার্ড সানগ্লাস। বিখ্যাত সানগ্লাস নির্মাতা ডি রিগো ভিশন বিখ্যাত সুইস জুয়েলারি হাউস শপার্ডের জন্য এই মাস্টারপিসটি তৈরি করেছিলেন। বিশেষ কৌশল ব্যবহার করে তৈরি ডি রিগো এই সানগ্লাসের জায়গায় জায়গায় হীরাগুলো এমন ঘনিষ্ঠভাবে বিছিয়ে দেওয়া হয়েছে যে সেগুলো থেকে অসাধারণ আলো নির্গত হয়। এলটন জন, টম জোন্স ও গিনেথ প্যালট্রোর মতো বড় তারকারা চোখে দিয়েছেন এই সানগ্লাস।
সূত্র: ফিন্যান্স অনলাইন
সানগ্লাস পরলে একদিকে যেমন বেশ স্টাইলিশ ও চটকদার দেখায়, অন্যদিকে সানগ্লাসের স্বাস্থ্যসুবিধাও পাওয়া যায়। বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন উপাদানে তৈরি দামি সানগ্লাস আছে বাজারে। কোনোটির চেয়ে কোনোটি কম যায় না স্টাইল ও দামে। চলুন দেখে নেওয়া যাক।
৫. লাক্সারিয়েটর ক্যানারি
ডায়মন্ড গ্লাস
লস অ্যাঞ্জেলেসভিত্তিক গয়না ও চশমার ডিজাইনার ফ্রাঙ্কো ইনকরপোরেটেড ২০০৪ সালে লাক্সারিয়েটর কালেকশন তৈরি করেছিলেন। বিলাসবহুল হীরাখচিত এই সানগ্লাসগুলো সোনালি, গোলাপি, হলুদ ও সাদা মোট চারটি রঙের ফ্রেমে পাওয়া যায়। এর দাম ৬৫ হাজার ডলার বা ৫৬ লাখ ৪ হাজার টাকা প্রায়।
৪.কার্তিয়ারের প্যান্থার সানগ্লাস
কার্তিয়ার একটি বিখ্যাত ফরাসি ফ্যাশন ব্র্যান্ড। ইংল্যান্ডের রাজপরিবারের অনেক সদস্যসহ বিভিন্ন সেলিব্রিটির পছন্দের তালিকায় শীর্ষে আছে এ ফ্যাশন ব্র্যান্ডের পণ্য। শুনে যেমনটা মনে হয়, কার্তিয়ার প্যান্থার সানগ্লাসে আসলেই ডাঁটির জায়গায় বসানো আছে ১৮-ক্যারেট সাদা সোনায় তৈরি দুটো সুদৃশ্য প্যান্থার। তার ওপর, এই চশমাটিতে ৫৬১টি হীরা ও ৬৪৫টি নীল নীলকান্তমণি বসানো রয়েছে। এর দাম ১ লাখ ৫৯ হাজার ডলার বা ১ কোটি ৩৭ লাখ টাকা প্রায়।
৩.শিলসের পান্না সানগ্লাস
রোমান সম্রাট নিরো সবুজ রত্নপাথরের মধ্য দিয়ে গ্ল্যাডিয়েটরদের লড়াই দেখতেন বলে জানা যায় ইতিহাসের বই থেকে। এ ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের বিখ্যাত শিলস জুয়েলার্স পান্না সানগ্লাস তৈরি করেছে। তাদের তৈরি এই পান্না সানগ্লাসটির লেন্স জোগাড় করতে পাঁচ বছর এবং সেগুলো পালিশ করতে ও কাটতে তিন মাস সময় লেগেছে বলে জানিয়েছেন শিলসের ব্যবস্থাপনা পরিচালক অ্যালবার্ট বেনসিমন। এর দাম ২ লাখ ডলার বা ১ কোটি ৭২ লাখ টাকা।
২. ডলচে অ্যান্ড গাবানা
ডিজি২০২৭বি সানগ্লাস
ডলচে অ্যান্ড গাবানা একটি ইতালীয় বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড। ম্যাডোনা, কিম কার্দাশিয়ান, অ্যাঞ্জেলিনা জোলিসহ আরও অসংখ্য সেলিব্রিটির পছন্দের ব্র্যান্ড এটি। এই জনপ্রিয় ব্রান্ডের ডিজি২০২৭বি মডেলের বিলাসবহুল সানগ্লাসটি খাঁটি সোনার ফ্রেমে তৈরি। বাদামি লেন্সের এই সানগ্লাসটির দাম ৩ লাখ ৮৩ হাজার ডলার বা ৩ কোটি ৩০ লাখ টাকা প্রায়।
১. শপার্ড সানগ্লাস
তালিকার শীর্ষে রয়েছে ৪ লাখ ডলার বা ৩ কোটি ৪৪ লাখ ৯০ হাজার টাকা মূল্যের শপার্ড সানগ্লাস। বিখ্যাত সানগ্লাস নির্মাতা ডি রিগো ভিশন বিখ্যাত সুইস জুয়েলারি হাউস শপার্ডের জন্য এই মাস্টারপিসটি তৈরি করেছিলেন। বিশেষ কৌশল ব্যবহার করে তৈরি ডি রিগো এই সানগ্লাসের জায়গায় জায়গায় হীরাগুলো এমন ঘনিষ্ঠভাবে বিছিয়ে দেওয়া হয়েছে যে সেগুলো থেকে অসাধারণ আলো নির্গত হয়। এলটন জন, টম জোন্স ও গিনেথ প্যালট্রোর মতো বড় তারকারা চোখে দিয়েছেন এই সানগ্লাস।
সূত্র: ফিন্যান্স অনলাইন
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৭ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪