Ajker Patrika

আমতলীতে আউশের চারা রোপণে ব্যস্ত কৃষকেরা

আমতলী (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ২৬ মে ২০২২, ১৫: ৩২
আমতলীতে আউশের চারা রোপণে ব্যস্ত কৃষকেরা

বোরো ধান কাটা শেষ হতেই আমতলী উপজেলার কৃষকেরা আউশ ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন। বাজারে ধানের দাম ভালো থাকায় কৃষকেরা আউশ ধান চাষে অধিক আগ্রহী হয়েছেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর আমতলীতে ৯ হাজার হেক্টর জমিতে আউশ ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বাজারে ধানের দাম ভালো থাকায় কৃষকেরা আউশ চাষে বেশি ঝুঁকছেন। গত বছরের তুলনায় এ বছর আউশ ধান বেশি চাষ হবে বলে আশা করছেন উপজেলা কৃষি কর্মকর্তা সিএম রেজাউল করিম।

কৃষকেরা জানান, গত বছরের তুলনায় এ বছর আউশ ধানের চাষ বেশি করা হবে। আউশ ধান চাষের উপযুক্ত সময় বৈশাখ থেকে শুরু করে ভাদ্র মাসের মাঝামাঝি সময়। পাঁচ মাসের আয়ুষ্কালে কৃষকেরা ধানের ফলন পেয়ে থাকেন। বর্তমানে আমতলী উপজেলার আউশ ধান চাষে কৃষকেরা ব্যস্ত সময় পার করছেন।

গতকাল মঙ্গলবার দেখা গেছে, উপজেলার গুলিশাখালী, আঠারোগাছিয়া, কুকুয়া, হলদিয়া, চাওড়া, আমতলী সদর, আড়পাঙ্গাশিয়া ও আমতলী পৌরসভার কৃষকেরা আউশ ধান আবাদে ব্যস্ত সময় পার করছেন। জমি প্রস্তুত ও বীজ রোপণে ব্যস্ত কৃষকেরা।

পশ্চিম সোনাখালী গ্রামের কৃষক সোহেল রানা, বাহাউদ্দিন ও শাহীন মৃধা বলেন, আউশ ধানের চারা রোপণ করতে জমি প্রস্তুত শেষ করেছি। দ্রুত রোপণ শুরু করব।

মানিকঝুড়ি গ্রামের আদর্শ কৃষক আব্দুল মান্নান হাওলাদার বলেন, ৫ একর জমিতে আউশ ধানের চারা রোপণ করেছি। উপজেলা কৃষি অফিস থেকে আউশ ধান চাষ করতে সার ও বীজ পেয়েছি।

চাওড়া কাউনিয়া গ্রামের কৃষক নজরুল ইসলাম বলেন, এক একর জমিতে আউশ ধানের চারা রোপণ করেছি।

আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা সিএম রেজাউল করিম বলেন, ৯ হাজার হেক্টর জমিতে আউশ ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আশা করি ওই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। তিনি আরও বলেন, কৃষকদের আউশ ধান চাষে উৎসাহ দিতে ৩ হাজার ৫০০ কৃষককে সার ও বীজ দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত