কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চলমান ও ঘোষিত রুটিনের পরীক্ষা সশরীরে অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন। এ ছাড়া আবাসিক হলও খোলা থাকবে।
এর আগে দেশে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল-কলেজ বন্ধের ঘোষণার পর শুক্রবার রাতে জরুরি ভিত্তিতে কুবির একাডেমিক কাউন্সিলের ৬৯তম সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে করোনাভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতি রোধে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণার কথা জানান রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের।
এই সিদ্ধান্তের বিরোধিতা করেন শিক্ষার্থীরা। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে সশরীরে পরীক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য আন্দোলনে নামেন। তাঁরা প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করেন।
মানববন্ধনে শিক্ষার্থীদের প্ল্যাকার্ডে ‘শিক্ষা জাতির মেরুদণ্ড, এখন তা গুরুদণ্ড’, ‘এক সেমিস্টারে দুই বছর, চাকরি করব কোন বছর?’, ‘বাণিজ্য মেলা চলে, পরীক্ষা কেন বন্ধ?’, ‘হাটবাজারে মানুষের ঢল, বন্ধ কেন পরীক্ষার হল’—সহ বিভিন্ন স্লোগান লেখা ছিল।
মানববন্ধন চলাকালেই উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির ও রেজিস্ট্রারের সঙ্গে মোবাইল ফোনে আন্দোলনকারীদের কথা হয়। এ সময় প্রশাসনের পক্ষ থেকে সশরীরে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত জানালে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন শিক্ষার্থীরা।
পরবর্তীতে রেজিস্ট্রার স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে বলা হয়, একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী সশরীরে পরীক্ষা হবে। পাশাপাশি অনলাইনে ক্লাস, সীমিত পরিসরে ৯টা থেকে ২টা পর্যন্ত অফিস, স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম অব্যাহত রাখা, শিক্ষার্থীদের নিজ হলে স্বাস্থ্যবিধি মেনে অবস্থানের নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তির ব্যাপারে সন্তোষ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চলমান ও ঘোষিত রুটিনের পরীক্ষা সশরীরে অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন। এ ছাড়া আবাসিক হলও খোলা থাকবে।
এর আগে দেশে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল-কলেজ বন্ধের ঘোষণার পর শুক্রবার রাতে জরুরি ভিত্তিতে কুবির একাডেমিক কাউন্সিলের ৬৯তম সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে করোনাভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতি রোধে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণার কথা জানান রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের।
এই সিদ্ধান্তের বিরোধিতা করেন শিক্ষার্থীরা। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে সশরীরে পরীক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য আন্দোলনে নামেন। তাঁরা প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করেন।
মানববন্ধনে শিক্ষার্থীদের প্ল্যাকার্ডে ‘শিক্ষা জাতির মেরুদণ্ড, এখন তা গুরুদণ্ড’, ‘এক সেমিস্টারে দুই বছর, চাকরি করব কোন বছর?’, ‘বাণিজ্য মেলা চলে, পরীক্ষা কেন বন্ধ?’, ‘হাটবাজারে মানুষের ঢল, বন্ধ কেন পরীক্ষার হল’—সহ বিভিন্ন স্লোগান লেখা ছিল।
মানববন্ধন চলাকালেই উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির ও রেজিস্ট্রারের সঙ্গে মোবাইল ফোনে আন্দোলনকারীদের কথা হয়। এ সময় প্রশাসনের পক্ষ থেকে সশরীরে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত জানালে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন শিক্ষার্থীরা।
পরবর্তীতে রেজিস্ট্রার স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে বলা হয়, একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী সশরীরে পরীক্ষা হবে। পাশাপাশি অনলাইনে ক্লাস, সীমিত পরিসরে ৯টা থেকে ২টা পর্যন্ত অফিস, স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম অব্যাহত রাখা, শিক্ষার্থীদের নিজ হলে স্বাস্থ্যবিধি মেনে অবস্থানের নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তির ব্যাপারে সন্তোষ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫