Ajker Patrika

অষ্টগ্রামের চার ইউপিতে নৌকা চান ১১ জন

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৬: ৪২
অষ্টগ্রামের চার ইউপিতে নৌকা চান ১১ জন

কিশোরগঞ্জের অষ্টগ্রামে ৮ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারি ভোটগ্রহণ হবে। উপজেলার চার ইউপি পূর্ব অষ্টগ্রাম, কলমা, আদমপুর ও খয়েরপুর-আব্দুল্লাপুরে চেয়ারম্যান পদে ১৫ জন প্রার্থী রয়েছে। এর মধ্যে নৌকা চান ১১ জন।

চার ইউপিতে আওয়ামী লীগ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীরা ইতিমধ্যে সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে ঘুরেছেন। গত শনিবার তফসিল ঘোষণার পর নৌকা প্রত্যাশীরা জোর তদবির শুরু করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, কলমা ইউপিতে বর্তমান চেয়ারম্যান রাধাকৃষ্ণ দাস, সাবেক চেয়ারম্যান সাধন চন্দ্র দাস ও নজরুল ইসলাম নৌকা পেতে চান। আদমপুরে বর্তমান চেয়ারম্যান ফজলুল করীম ও সাবেক চেয়ারম্যান আবদুল মন্নাফ ও আওয়ামী নেতা মো. বাছেদ মুয়া আওয়ামী লীগের মনোনয়ন পেতে কাজ করছেন। খয়েরপুর-আব্দুল্লাপুরে বর্তমান চেয়ারম্যান মুক্তার খান, সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ, আনোয়ার খাঁন চান নৌকা, মো. মহিদুল হোসেন উরফে মহিদ চৌধুরী ও ফরহাদ আহমেদ স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ছেন। পূর্ব অষ্টগ্রামে বর্তমান চেয়ারম্যান মো. কাছেদ মিয়া, সাবেক চেয়ারম্যান মো. কায়ছারুল আলম, কেএম রাশেদুন্নবী তানভীর তালুকদার নৌকা চান।

স্থানীয় বাসিন্দারা বলছেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হোক। নির্বাচন নিয়ে কোনো রকমের হানাহানি ও সহিংসতা না হোক।

আদমপুর ইউনিয়নের মো. বেদন মিয়া (৪২) বলেন, ‘দলীয় প্রতীক বা স্বতন্ত্র যেভাবেই নির্বাচন হোক, আমরা চাই নিরাপদে ভোট দিতে।’

পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের আমির হোসেন বলেন, ‘শান্তিপূর্ণ ভোট হোক, যোগ্য ব্যক্তিরা নির্বাচিত হলে এলাকার উন্নয়ন হবে। আমার চাই সুন্দর এলাকা ও উন্নয়ন।’

নাম প্রকাশে অনিচ্ছুক এক উপজেলা আওয়ামী লীগের এক নেতা বলেন, দলের চূড়ান্ত প্রার্থী তালিকা নির্ধারণ করবে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত