Ajker Patrika

অনলাইনে সৃজনশীল শিক্ষা

ইসরাত জাহান মৌটুসী
Thumbnail image

বর্তমান সময়ে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ক্র্যাফটিং। ঘরে বসেই এর মাধ্যমে কেউ কেউ আয় করছেন। একে ঘিরে তৈরি হয়েছে ক্ষুদ্র উদ্যোক্তাদের নানা রকম ব্যবসা। সামাজিক যোগাযোগমাধ্যম আর ভিডিও সাইটগুলো ঘুরে এলেই জানা যায় কত ধরনের পেজ এবং গ্রুপ তৈরি হয়েছে ক্র্যাফটিং ঘিরে। অনলাইন মাধ্যমেই শিক্ষার্থী ও ক্রেতাগোষ্ঠী তৈরি হয়েছে সেখানে।

একসময় টেলিভিশনের বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ধরনের চারুশিল্প এবং হাতের কাজের প্রশিক্ষণধর্মী অনুষ্ঠান সম্প্রচার হতো। সাম্প্রতিক সময়ে সেই প্রশিক্ষণগুলো যুক্ত হয়েছে অনলাইন মাধ্যমে। ফলে সহজে দেশের যেকোনো প্রান্ত থেকে যে কেউ ক্র্যাফটিং শেখার সঙ্গে সংযুক্ত হতে পারে এবং নিজেকে সমৃদ্ধ করতে পারে। অনলাইন প্রশিক্ষণ ছাড়াও ক্র্যাফটিংয়ের বিভিন্ন সোশ্যাল মিডিয়া পেজ ও গ্রুপ ভিডিও টিউটোরিয়াল প্রকাশ করে, যেখানে কোনো একটি ক্র্যাফট তৈরির বিস্তারিত বর্ণনা থাকে। এ ছাড়া এখন বিভিন্ন অনলাইন কোর্সের মাধ্যমেও ক্র্যাফটিংয়ের বিভিন্ন পদ্ধতি হাতে-কলমে শেখানো হয়।

হরেক রকম পণ্য ‘ক্র্যাফট’ হিসেবে বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এর মধ্যে হাতে বানানো কার্ড, ফটোফ্রেম, কুইলিং, বুকমার্ক, ঘর সাজানোর হরেক রকম জিনিস, অরিগামি, বিভিন্ন ধরনের ল্যান্টার্ন, কলমদানি, জার্নাল, ট্রাভেল ডায়েরি, বিয়ের অ্যালবাম, বিয়ের কার্ড ইত্যাদি জনপ্রিয়।

ক্র্যাফটিং বিষয়ে বিভিন্ন পেজ: ক্র্যাফটিং নিয়ে কাজ করে এমন অসংখ্য পেজ গড়ে উঠেছে ফেসবুকজুড়ে। অনলাইনে শেখানোর জন্য যেমন পেজ রয়েছে, তেমনি চাহিদা ও পছন্দমতো জিনিসপত্র বানিয়ে দেওয়ার পেজও আছে। অর্ডার করলে প্রয়োজনমাফিক সব উপকরণ পাওয়া যায় সামাজিক মাধ্যমের কল্যাণে। এমন পেজ ও গ্রুপগুলোর মধ্যে জনপ্রিয় কয়েকটি হলো শখেরা, রূপ’স ক্র্যাফট কর্নার, বাহারিয়ান, ঊষাত্র, ক্র্যাফট স্টোর বিডি ইত্যাদি। 

কোর্স: ফেসবুকে ক্র্যাফটিংয়ের বিভিন্ন পেজ ও গ্রুপ ক্র্যাফটিং শেখার জন্য বিভিন্ন কোর্স করায়। সাধারণত ৫ থেকে ১৫ দিনের কোর্সের ব্যবস্থা থাকে। ১ থেকে ২ হাজার টাকার মধ্যে কোর্স ফি। কোথাও আবার ফ্রি একটি বা দুটি ক্লাসেরও সুযোগ থাকে। এ ধরনের পেজের মধ্যে আছে অল অ্যাবাউট ক্র্যাফটস বিডি, মিনি’স ক্র্যাফট, আর্ট ক্র্যাফট টিউটোরিয়াল, আর্ট অ্যান্ড ক্র্যাফট, ১০ মিনিট স্কুল ইত্যাদি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত