Ajker Patrika

চিকিৎসাধীন অবস্থায় সেই অভির মৃত্যু

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ১৩: ০৭
চিকিৎসাধীন অবস্থায় সেই অভির মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে স্ত্রীর মৃত্যুর ৭ দিনের মাথায় স্বামী অভি ধর (২৭) মারা গেছেন। গত মঙ্গলবার রাত ১১টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বিষয়টির সত্যতা নিশ্চিত করেন সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত)।

অভি বাঁশখালী উপজেলার কালীপুর বণিকপাড়া এলাকার বাসিন্দা।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, গত ২৭ অক্টোবর পারিবারিক কলহের জেরে স্ত্রী জ্যোতিকা সূত্রধরকে (২৩) ছুরিকাঘাত করেন তাঁর স্বামী অভি ধর। পরে নিজের পেটে ছুরিকাঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। ঘটনার পর জ্যোতিকার পরিবার ও প্রতিবেশীরা দুজনকেই উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জ্যোতিকাকে মৃত ঘোষণা করেন। এদিকে অভির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে চমেক হাসপাতালে পাঠান। হাসপাতালে পুলিশ হেফাজতে টানা ৭ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার রাতে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সুমন বণিক আর বলেন, জ্যোতিকা ও অভি দুই বছর আগে প্রেম করে পালিয়ে বিয়ে করেন। বিয়েটি তাঁদের পরিবার মেনে নেয়নি। তাই তাঁরা চট্টগ্রামের একটি ভাড়া বাড়িতে থাকতেন। তাঁদের মধ্যে কলহ শুরু হয়। পরে জ্যোতিকা অভিমান করে বাবার বাড়ি চলে যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

রিটার্ন না দিলে গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

উত্তরায় বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত