Ajker Patrika

নারীকে বিবস্ত্র করে নির্যাতন মামলার রায় আজ

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৬: ৪৩
নারীকে বিবস্ত্র করে নির্যাতন মামলার রায় আজ

নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের চাঞ্চল্যকর ঘটনায় করা মামলার রায় ঘোষণার ধার্য দিন আজ মঙ্গলবার।

নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক জয়নাল আবেদীনের এ রায় ঘোষণা করার কথা রয়েছে।

আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মামুনুর রশীদ লাভলু আজকের পত্রিকাকে জানান, এ মামলায় মোট ১৩ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পিবিআই। অভিযুক্তদের মধ্যে নয়জন আসামি জেলহাজতে রয়েছেন। অপর চারজন পলাতক। গত এক বছরে আদালত বাদীসহ ৪০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেছেন। মামলার সকল কার্যক্রম শেষে বিচারক আজ রায়ের দিন ধার্য করেছেন।

উল্লেখ্য, ২০২০ সালের ২ সেপ্টেম্বর ওই নারীকে তাঁর ঘরে ঢুকে সংঘবদ্ধভাবে বিবস্ত্র করে নির্যাতন করে দেলোয়ার ও তাঁর লোকজন। নির্যাতনকারীরা ওই ঘটনা মোবাইল ফোনে ধারণ করে একই বছরের ৪ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।

এ নিয়ে সারা নিন্দা-সমালোচনার ঝড় ওঠে। পরে ওই নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি আইনে দুটি মামলা করেন। এর মধ্যে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার রায় আজ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, চিকেনস নেকের কাছে নতুন তিন গ্যারিসন

‘এখন যুবলীগের কার্যক্রম নেই, তাই এনসিপিতে এসেছি’

নুর না মামুন—বিতর্কে আবারও সংঘর্ষে বিএনপি–গণঅধিকার, আহত ৩১

১০-২০ কোটি টাকা না থাকলে নির্বাচন করা কঠিন: আসিফ মাহমুদ

ডাকসু নির্বাচনে পরাজয়ের ভয় থেকেই গণভোটের বিরোধিতা: জামায়াত নেতা তাহের

এলাকার খবর
Loading...