মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের সবজির যায় সারা দেশে। অথচ সেখানকার স্থানীয় বাজারে সবজির দাম চড়া। এতে কৃষক উপকৃত হলেও সবজি বাজারে গিয়ে মধ্যবিত্ত ও উচ্চবিত্তের নাকাল অবস্থা। ক্রেতাদের অভিযোগ, মেহেরপুরে সবজির দাম রাজধানীর সমান। অন্যদিকে বিক্রেতারা বলছেন, দাম বেশি হওয়ায় ক্রেতারা সবজি কেনা কমিয়ে দিয়েছেন। ফলে দাম বেশি হলেও সারা দিন সবজি বিক্রি করে তাঁদের লাভ হয় কম।
মেহেরপুর শহরের কয়েকটি কাঁচা বাজার, সবজি মার্কেট ও হাট ঘুরে জানা গেছে, বাজারে প্রচুর সবজির আমদানি রয়েছে। নিয়মিত আসছে আগাম লাগানো শীতকালীন শাকসবজি। তবুও সবজির দাম চড়া। তবে আলু, পেঁপে ও কচুর দাম আগের মতোই আছে। বাজারে কাঁচা মরিচ ১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহ ছিল যা ১০০ টাকার নিচে। পেঁয়াজের দাম ৮০ টাকা কেজি। গত সপ্তাহে ৫৫ টাকা কেজি ছিল পেঁয়াজ। লালশাক, পুঁইশাক, সবুজ ডাঁটাশাক পাইকারি ২০-২৫ টাকা, করলা ২৫-৩০ টাকা, বাঁধাকপি ৪৫-৫০ টাকা, বেগুন ৪০-৪৫ টাকা, ৮০-৮৫ টাকা, ফুলকপি ৭০-৭৫ টাকা, রসুন ৪০-৪৫ টাকা, পালংশাক ৫৫-৬০ টাকা, আদা ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বড় বাজার সবজি ব্যবসায়ী জুলহাস হোসেন জানান, স্থানীয়ভাবে উৎপাদিত সবজির দাম হঠাৎ করে ফড়িয়া আড়তদাররা বাড়িয়ে দিয়েছেন। তাই বাজারে সবজি বিক্রি কমে গেছে।
সাহারবাটি গ্রামের বড় সবজি চাষি আলফাজ হোসেন জানান, এবার ১০ বিঘা জমিতে কাঁচা মরিচ চাষ করেছেন। ব্যবসায়ীরা ৫০ থেকে ৫৫ টাকা কেজি দরে জমি থেকে তা পাইকারি কিনে নিয়ে যাচ্ছেন। এবার কাঁচা মরিচ উৎপাদন করে লাভ হয়েছে। কিন্তু বাজারে এর দাম আকাশচুম্বী হওয়ায় কৃষকের চেয়ে কয়েকগুণ বেশি লাভবান হচ্ছেন মধ্যস্বত্বভোগী ফড়িয়া আড়তদারেরা।
মেহেরপুর বড় বাজারের আড়তদার হাফিজুর রহমান বলেন, ‘মাঠ থেকে কাঁচা মরিচ কিনে বাজারে আনতে শ্রমিক ও পরিবহন খরচ বেড়ে গেছে। তাই মাঠের ঝাল বাজারে এসে আরও ঝাঁজালো হচ্ছে। সবজির চাহিদা থাকায় এবার কৃষক ও ব্যবসায়ী উভয়ই লাভবান হচ্ছেন।’
মেহেরপুর তহবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু হানিফ জানান, বর্ষার কারণে এবার অনেক ফসল পরে হয়েছে। দেশের বিভিন্ন স্থানে অতিবৃষ্টি ও বন্যার কারণে ফসল নষ্ট হয়েছে। এই কারণে মেহেরপুরের সবজির ওপর বাইরের চাপ বেড়েছে। বর্তমান বাজারে বাইরের ক্রেতাদের সংখ্যাও অনেক বেশি। তারা সরাসরি মাঠ থেকে সবজি কিনে ট্রাকে করে রাজধানীসহ বিভিন্ন স্থানে নিয়ে যাচ্ছেন। প্রতিদিন ৩৫-৪৫ ট্রাক সবজি সারা দেশে বিক্রির উদ্দেশ্যে চলে যায়।
মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক স্বপন কুমার খাঁ জানান, কৃষি বিভাগের কাজ হচ্ছে কৃষকের উৎপাদন বৃদ্ধি করা। উৎপাদনে আমরা সফল হয়েছি। চাষিরা উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পাচ্ছেন। দেশের বিভিন্ন স্থানে বর্ষায় প্লাবিত হয়ে সবজি খেত নষ্ট হয়ে যাওয়ায় মেহেরপুরের সবজির দাম ঢাকার সমান হয়ে গেছে। এবার সাড়ে ৪ হাজার হেক্টর জমিতে সবজির চাষ হয়েছে এবং ফলনও খুব ভালো হয়েছে। তবে বাজার ব্যবস্থাপনার সুষ্ঠু বণ্টন করতে পারলে সবজিসহ সব পণ্যের দাম নিয়ন্ত্রণে থাকবে।
শহরের ক্রেতা লোকমান আলী জানান, ৫ জনের সংসার। আগে বেতন কম থাকলেও সবকিছু ঠিকঠাক ছিল। এখন বেতন বেড়েছে। সঙ্গে কয়েকগুণ বেড়েছে ব্যয়। ফলে মাছ-মাংস কেনা অনেক আগেই ছেড়ে দিয়েছি। এখন সবজি কিনতে গিয়েও হিমশিম খাচ্ছি।
মেহেরপুরের সবজির যায় সারা দেশে। অথচ সেখানকার স্থানীয় বাজারে সবজির দাম চড়া। এতে কৃষক উপকৃত হলেও সবজি বাজারে গিয়ে মধ্যবিত্ত ও উচ্চবিত্তের নাকাল অবস্থা। ক্রেতাদের অভিযোগ, মেহেরপুরে সবজির দাম রাজধানীর সমান। অন্যদিকে বিক্রেতারা বলছেন, দাম বেশি হওয়ায় ক্রেতারা সবজি কেনা কমিয়ে দিয়েছেন। ফলে দাম বেশি হলেও সারা দিন সবজি বিক্রি করে তাঁদের লাভ হয় কম।
মেহেরপুর শহরের কয়েকটি কাঁচা বাজার, সবজি মার্কেট ও হাট ঘুরে জানা গেছে, বাজারে প্রচুর সবজির আমদানি রয়েছে। নিয়মিত আসছে আগাম লাগানো শীতকালীন শাকসবজি। তবুও সবজির দাম চড়া। তবে আলু, পেঁপে ও কচুর দাম আগের মতোই আছে। বাজারে কাঁচা মরিচ ১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহ ছিল যা ১০০ টাকার নিচে। পেঁয়াজের দাম ৮০ টাকা কেজি। গত সপ্তাহে ৫৫ টাকা কেজি ছিল পেঁয়াজ। লালশাক, পুঁইশাক, সবুজ ডাঁটাশাক পাইকারি ২০-২৫ টাকা, করলা ২৫-৩০ টাকা, বাঁধাকপি ৪৫-৫০ টাকা, বেগুন ৪০-৪৫ টাকা, ৮০-৮৫ টাকা, ফুলকপি ৭০-৭৫ টাকা, রসুন ৪০-৪৫ টাকা, পালংশাক ৫৫-৬০ টাকা, আদা ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বড় বাজার সবজি ব্যবসায়ী জুলহাস হোসেন জানান, স্থানীয়ভাবে উৎপাদিত সবজির দাম হঠাৎ করে ফড়িয়া আড়তদাররা বাড়িয়ে দিয়েছেন। তাই বাজারে সবজি বিক্রি কমে গেছে।
সাহারবাটি গ্রামের বড় সবজি চাষি আলফাজ হোসেন জানান, এবার ১০ বিঘা জমিতে কাঁচা মরিচ চাষ করেছেন। ব্যবসায়ীরা ৫০ থেকে ৫৫ টাকা কেজি দরে জমি থেকে তা পাইকারি কিনে নিয়ে যাচ্ছেন। এবার কাঁচা মরিচ উৎপাদন করে লাভ হয়েছে। কিন্তু বাজারে এর দাম আকাশচুম্বী হওয়ায় কৃষকের চেয়ে কয়েকগুণ বেশি লাভবান হচ্ছেন মধ্যস্বত্বভোগী ফড়িয়া আড়তদারেরা।
মেহেরপুর বড় বাজারের আড়তদার হাফিজুর রহমান বলেন, ‘মাঠ থেকে কাঁচা মরিচ কিনে বাজারে আনতে শ্রমিক ও পরিবহন খরচ বেড়ে গেছে। তাই মাঠের ঝাল বাজারে এসে আরও ঝাঁজালো হচ্ছে। সবজির চাহিদা থাকায় এবার কৃষক ও ব্যবসায়ী উভয়ই লাভবান হচ্ছেন।’
মেহেরপুর তহবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু হানিফ জানান, বর্ষার কারণে এবার অনেক ফসল পরে হয়েছে। দেশের বিভিন্ন স্থানে অতিবৃষ্টি ও বন্যার কারণে ফসল নষ্ট হয়েছে। এই কারণে মেহেরপুরের সবজির ওপর বাইরের চাপ বেড়েছে। বর্তমান বাজারে বাইরের ক্রেতাদের সংখ্যাও অনেক বেশি। তারা সরাসরি মাঠ থেকে সবজি কিনে ট্রাকে করে রাজধানীসহ বিভিন্ন স্থানে নিয়ে যাচ্ছেন। প্রতিদিন ৩৫-৪৫ ট্রাক সবজি সারা দেশে বিক্রির উদ্দেশ্যে চলে যায়।
মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক স্বপন কুমার খাঁ জানান, কৃষি বিভাগের কাজ হচ্ছে কৃষকের উৎপাদন বৃদ্ধি করা। উৎপাদনে আমরা সফল হয়েছি। চাষিরা উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পাচ্ছেন। দেশের বিভিন্ন স্থানে বর্ষায় প্লাবিত হয়ে সবজি খেত নষ্ট হয়ে যাওয়ায় মেহেরপুরের সবজির দাম ঢাকার সমান হয়ে গেছে। এবার সাড়ে ৪ হাজার হেক্টর জমিতে সবজির চাষ হয়েছে এবং ফলনও খুব ভালো হয়েছে। তবে বাজার ব্যবস্থাপনার সুষ্ঠু বণ্টন করতে পারলে সবজিসহ সব পণ্যের দাম নিয়ন্ত্রণে থাকবে।
শহরের ক্রেতা লোকমান আলী জানান, ৫ জনের সংসার। আগে বেতন কম থাকলেও সবকিছু ঠিকঠাক ছিল। এখন বেতন বেড়েছে। সঙ্গে কয়েকগুণ বেড়েছে ব্যয়। ফলে মাছ-মাংস কেনা অনেক আগেই ছেড়ে দিয়েছি। এখন সবজি কিনতে গিয়েও হিমশিম খাচ্ছি।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫