Ajker Patrika

প্রতিপক্ষকে দাঁড়াতে দেওয়া হচ্ছে না: জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ০৯: ২৭
প্রতিপক্ষকে দাঁড়াতে দেওয়া হচ্ছে  না: জি এম কাদের

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ক্ষমতাসীনরা প্রতিপক্ষ প্রার্থীদের মাঠে না রাখতে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের। তিনি বলেছেন, ক্ষমতাসীনেরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিপক্ষ প্রার্থীদের মাঠেই দাঁড়াতে দিচ্ছে না। জাতীয় পার্টির প্রার্থীদের মারধর করছে, প্রশাসনের সহায়তায় প্রার্থিতা প্রত্যাহার করতে চাপ দিচ্ছে। আবার ঠুনকো কারণে বিরোধীদলীয় প্রার্থীদের প্রার্থিতা বাতিল করছে।

রাজধানীর জুরাইন রেলগেটে গতকাল শনিবার সকালে শ্যামপুর ও কদমতলী জাপা আয়োজিত বিজয় দিবসের সমাবেশ ও পতাকা মিছিলে জাপার চেয়ারম্যান এই অভিযোগ করেন। তিনি আরও বলেন, ‘স্বাধীনতার আগে পশ্চিম পাকিস্তানিরা আমাদের শোষণ করত। পূর্ব পাকিস্তানের টাকায় তারা পশ্চিম পাকিস্তান সাজাত।

এখনো আমরা শোষণের শিকার হচ্ছি। আমাদের হাজার হাজার কোটি টাকা প্রতি বছর পাচার হয়ে যাচ্ছে।’

জি এম কাদের বলেন, ‘পশ্চিম পাকিস্তানিরা আমাদের দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত করেছিল। একইভাবে এখনো আমরা বৈষম্যের শিকার হচ্ছি। আওয়ামী লীগ ও বিএনপি বারবার ক্ষমতায় গিয়ে দেশের মানুষের সঙ্গে বৈষম্য সৃষ্টি করেছে। ক্ষমতাসীন দল না করলে চাকরি মেলে না, ব্যবসা করতে পারে না। বৈষম্য সৃষ্টি করেছে ধনী ও গরিবের মাঝে। ধনীদের জন্য এক আইন, গরিবদের জন্য আলাদা আইন। স্বাধীনতার মূলনীতি হচ্ছে শোষণ ও বৈষম্যহীন সমাজ গড়া। কিন্তু আওয়ামী লীগ ও বিএনপি বারবার রাষ্ট্রক্ষমতায় গিয়ে স্বাধীনতার মূল চেতনা থেকে দেশকে দূরে সরিয়ে দিয়েছে।’

জাপা চেয়ারম্যান আরও বলেন, স্বাধীনতার পঞ্চাশ বছরেও বীর শহীদদের স্বপ্ন বাস্তবায়ন হয়নি। ৩০ লাখ বীর শহীদের জীবন আর লাখ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীনতার মূল চেতনা ধ্বংস করে দিয়েছে দুটি দল। ১৯৯০ সালের পর আওয়ামী লীগ ও বিএনপি বারবার রাষ্ট্রক্ষমতায় গিয়ে দুর্নীতি, দুঃশাসন, দলীয়করণ আর স্বজনপ্রীতির মাধ্যমে মুক্তিযুদ্ধের আদর্শ থেকে দেশকে বিচ্যুত করেছে। এমন বাংলাদেশের জন্য মুক্তিযুদ্ধ হয়নি, এমন বাংলাদেশের জন্য বীর শহীদেরা আত্মত্যাগ করেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত