Ajker Patrika

এমপি হত্যা

সম্পাদকীয়
এমপি হত্যা

আশঙ্কা সত্য হয়েছে। চিকিৎসার জন্য ভারতে গিয়ে কয়েক দিন ‘নিখোঁজ’ থাকার পর এটা নিশ্চিত হওয়া গেছে, কলকাতায় খুন হয়েছেন ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ উপজেলা) আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। বৃহস্পতিবার আজকের পত্রিকায় প্রকাশিত খবর থেকে জানা যাচ্ছে, জনপ্রতিনিধি হিসেবে নিজ এলাকায় বেশ জনপ্রিয় ছিলেন তিনি। আবার জনপ্রিয়তার পাশাপাশি এমপি আনারের অনেক দুর্নামও ছিল। প্রাথমিকভাবে জানা গেছে, সোনা কারবারের অর্থের ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরেই জীবন দিতে হলো তাঁকে।

হত্যাকাণ্ডের বিষয়ে ঢাকা ও কলকাতায় পৃথক মামলা হয়েছে। নৃশংস এই হত্যায় জড়িত থাকার অভিযোগে এরই মধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরও ধরার চেষ্টা চলছে। এমপি আনারকে কলকাতায় হত্যা করা হলেও হত্যাকাণ্ডের পরিকল্পনা থেকে বাস্তবায়নে কলকাতার কারও জড়িত থাকার তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।

দলীয় একজন সংসদ সদস্যকে এভাবে পরিকল্পনা করে দেশের বাইরে নিয়ে হত্যা করার ঘটনাটি নিশ্চয়ই আওয়ামী লীগের নেতাদেরও উদ্বিগ্ন করে তুলেছে। এটাকে খুব সাধারণ ঘটনা বলে মনে করছেন না অনেকেই। সংসদ সদস্য থেকে শুরু করে দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের নিরাপত্তার প্রশ্নটিও সামনে আসছে। এর আগে দলীয় নেতা কিংবা সংসদ সদস্য হত্যাকাণ্ডের শিকার হননি, তা নয়। তবে আগে সাধারণত রাজনৈতিক প্রতিপক্ষ রাজনৈতিক কারণেই আওয়ামী লীগের নেতা ও এমপিদের খুন করেছে। কিন্তু এমপি আনোয়ারুল আজীম আনারকে রাজনৈতিক কারণে হত্যা করা হয়েছে—এমন অভিযোগ এখনো কেউ করেননি।

সোনা চোরাচালানসহ অপরাধমূলক বিভিন্ন কাজের সঙ্গে খুন হওয়া এই এমপির সংশ্লিষ্টতার তথ্য সংবাদমাধ্যমে এসেছে। তাঁর বিরুদ্ধে যেসব অভিযোগ, তার কোনোটাই নতুন নয়। আরও ৪০ বছর আগে থেকেই মাদক পাচারের অভিযোগ আছে তাঁর নামে। একসময় ওই অঞ্চলের চরমপন্থা রাজনীতির নিয়ন্ত্রণও তাঁর হাতে ছিল বলে এলাকায় প্রচার আছে। তিনটি খুনসহ প্রায় দুই ডজন মামলার আসামি ছিলেন তিনি।

প্রশ্ন হলো, এতসব অভিযোগ সত্ত্বেও এলাকায় তিনি জনপ্রিয় হলেন কীভাবে? আবার এই প্রশ্নও আসে যে আওয়ামী লীগের মতো একটি ঐতিহ্যবাহী দলই বা কীভাবে তাদের ছাতার নিচে তাঁকে নিরাপদ ঠাঁই দিয়েছে? আওয়ামী লীগ এখন আর যাচাই-বাছাই করে নির্বাচনে মনোনয়ন কিংবা দলীয় পদ দেয় না বলে যে অভিযোগ শোনা যায়, তা কি তাহলে অসত্য নয়?

রাজনীতিতে আনারের উত্থানের কাহিনি অনেকটা সিনেমার চিত্রনাট্যের মতো বলে কেউ কেউ বলছেন। যে পথে উত্থান, সে পথেই চিরবিদায়। কিন্তু বিষয়টিকে এতটা হালকাভাবে না দেখে দেশের সামগ্রিক রাজনৈতিক অধঃপাতের ধারার সঙ্গে মিলিয়ে দেখাই সমীচীন হবে বলে আমরা মনে করি।

কেউ অপরাধ করলে, অন্যায় করলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিচার হওয়াই বাঞ্ছনীয়। গুপ্তহত্যা কিংবা ষড়যন্ত্রের পথে হাঁটা কোনোভাবেই কাম্য নয়। এমপি আনার সত্যি কোনো অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নিয়ে যারা গোপনে ষড়যন্ত্র করে তাঁকে হত্যার পথে হাঁটল, তারা কোনোভাবেই সমর্থনযোগ্য হতে পারে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবির সিন্ডিকেটে সাত কলেজের অধিভুক্তি বাতিলের চূড়ান্ত অনুমোদন

শ্বশুরকে জামাতার ফোন: ‘আপনার মেয়েকে মাইরা ফেলছি, লাশ নিয়ে যান’

স্ত্রীকে হত্যার পর লাশ সেপটিক ট্যাংকে ফেলে গেলেন ইমামতি করতে

ঐতিহাসিক শিমলা চুক্তি বাতিল করল পাকিস্তান, এর প্রভাব কী

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের জামাতাকে অবসরে পাঠিয়েছে সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত