Ajker Patrika

দুমকিতে ইউনিয়ন বিএনপি নেতাদের পদত্যাগের হিড়িক

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ০৯ মে ২০২২, ১২: ১৩
দুমকিতে ইউনিয়ন বিএনপি নেতাদের পদত্যাগের হিড়িক

জ্যেষ্ঠ নেতাদের মূল্যায়ন না করার প্রতিবাদে পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়ন বিএনপির নতুন কমিটি থেকে পদত্যাগ করেছেন পাঁচ নেতা। জানা গেছে, আরও অনেক নেতারা পদত্যাগ করবেন।

গত শনিবার বিকেলে মুরাদিয়া ইউনিয়ন বিএনপির কমিটির সহসভাপতি সৈয়দ মাহাতাব উদ্দিন, মো. হুমায়ুন কবির হাওলাদার, সদস্য আবদুস সাত্তার হাওলাদার, সৈয়দ আসাদুজ্জামান (জুয়েল), মো. মাসুম আকন পদত্যাগ করেন। তাঁরা সবাই মুরাদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগের কারণ জানতে চাইলে সৈয়দ মাহাতাব উদ্দিন ও মো. হুমায়ুন কবির বলেন, ‘২০০১ সালে যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন বর্তমান সভাপতি তরিকুল ইসলাম (তারেক) মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানি করেছিলেন। এ ছাড়া ত্যাগীদের মূল্যায়ন না করে অর্থের বিনিময়ে এই কমিটি দেওয়া হয়েছে। তাই কমিটির অবকাঠামোতে স্বপদে বহাল থেকে সাংগঠনিক কার্যক্রম করা কোনোক্রমেই সম্ভব নয়। তাই আমার পদ থেকে আমি পদত্যাগ করলাম।’

পদত্যাগকৃত সদস্য মো. মাসুম আকন (মাস্টার) বলেন, ‘আমি আগে দল করলেও এখন আমি কোনো দলের সঙ্গে সম্পৃক্ত নই। আমাকে না জানিয়ে কমিটিতে নাম রাখা হয়েছে। তাই আমি পদত্যাগ করেছি।’

পাঁচ নেতার পদত্যাগের বিষয়ে জানতে চাইলে মুরাদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি তরিকুল ইসলাম (তারেক) বলেন, ‘এখনো পদত্যাগপত্র হাতে পাইনি। লোকের মুখে শুনেছি তাঁরা পদত্যাগ করেছেন। এ ছাড়া আমার বিষয়ে যে অভিযোগগুলি করেছেন সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন।’

উপজেলা বিএনপি’র আহ্বায়ক মো. খলিলুর রহমান বলেন, ‘নিয়ম অনুযায়ী তাঁরা পদত্যাগপত্র জমা দেবেন। আর তারা যেসব অভিযোগ এনেছেন সেগুলোর যদি উপযুক্ত প্রমাণ দিতে পারেন তাহলে আমরা সেসব অভিযোগের বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেব।’

উল্লেখ্য, ১২ এপ্রিল মুরাদিয়া ইউনিয়ন বিএনপির ৭১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেয় উপজেলা বিএনপির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক। ইউনিয়ন বিএনপির একাংশ নেতা-কর্মীর অভিযোগ ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়নসহ স্থানীয় পর্যায়ের অনেক নেতা-কর্মীকে অনুপস্থিত রাখার পাশাপাশি সিনিয়র নেতা-কর্মীদের অবমূল্যায়ন করে এ কমিটি করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত