Ajker Patrika

সার্ভার সমস্যায় ভাতার আবেদন ব্যাহত

মিঠাপুকুর প্রতিনিধি
আপডেট : ১০ মার্চ ২০২২, ১১: ২২
সার্ভার সমস্যায় ভাতার আবেদন ব্যাহত

সার্ভার চালু না হওয়ায় মিঠাপুকুরে সামাজিক সুরক্ষার ভাতা পাওয়ার জন্য অনলাইনে আবেদন করা যাচ্ছে না। আবেদন শুরুর দিন গত রোববার থেকে গতকাল বুধবার পর্যন্ত সার্ভারের সমস্যা বহাল ছিল বলে জানিয়েছেন ইউনিয়ন পরিষদ তথ্যকেন্দ্রের উদ্যোক্তা ও ইন্টারনেট সেবাদাতা ব্যবসায়ীরা।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ৮ মাস বন্ধ থাকার পর রোববার থেকে বিধবা ও বয়স্ক ভাতার জন্য অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়। কিন্তু প্রথম দিন থেকেই সমাজসেবা অধিদপ্তরের সার্ভার বন্ধ রয়েছে। সাইটে গেলেই সিস্টেম উন্নয়নের কাজ চলার বার্তা দেখা যাচ্ছে বলে জানান মিঠাপুকুর সদর বাজারের মা কম্পিউটার কেন্দ্রের পরিচালক মমিনুল মন্ডল।

ময়েনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব সাহাদত হোসেন বলেন, অনলাইনে আবেদন করার জন্য প্রতিদিন বয়স্ক নারী-পুরুষ তথ্যকেন্দ্রে আসছেন। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করার পরও সার্ভার চালু না হওয়ায় তাঁদের ফিরে যেতে হচ্ছে। আবেদন ১৫ মার্চের মধ্যে করার জন্য মাইকে প্রচার করা হচ্ছে। অথচ প্রথম চার দিনেও কোনো আবেদন করা যায়নি।

মিলনপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম চৌধুরীর মতে, আবেদনের জন্য সময় বাড়াতে হবে। কারণ প্রবীণদের পক্ষে তাড়াহুড়ো করে আবেদন করা সম্ভব হবে না।

এ প্রসঙ্গে যোগাযোগ করা হলে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের প্রতিনিধি আবদুল হাকিম জানান, সার্ভার পরিচালিত হয় প্রধান কার্যালয় থেকে। এটি স্থানীয় সমস্যা নয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত