Ajker Patrika

আগাম সবজি চাষে লাভবান কৃষক

পবা প্রতিনিধি
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১১: ১২
আগাম সবজি চাষে লাভবান কৃষক

চলতি রবি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় রাজশাহীর পবা উপজেলায় শীতকালীন শাক-সবজির বাম্পার ফলন হয়েছে। আগাম শীতকালীন সবজির বাজারমূল্য ভালো থাকায় এ বছর বেশি মুনাফা পাচ্ছেন সবজিচাষিরা। উপজেলার ৮টি ইউনিয়নে উৎপাদিত শাক-সবজি রাজশাহী জেলাসহ দেশের বিভিন্ন জেলায় প্রতিদিন সরবরাহ করছেন পাইকারি সবজি ব্যবসায়ীরা।

সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে সবজিচাষিদের ব্যস্ততা দেখা গেছে। সকাল-বিকেল খেত থেকে এসব শাক-সবজি তোলা হচ্ছে। সেগুলো ভ্যান ও মিনি পিকআপ ভ্যানে করে বাজারে নেওয়া হচ্ছে।

এ মৌসুমে লাল শাক, পালং শাক, ফুলকপি, বাঁধাকপি, লাউ, বেগুন, করলা, শিম, মুলা, লাউ শাক, ধনে ও মুলা শাকসহ বিভিন্ন শাক-সবজির চাষ করা হয়েছে। নগরীর সাহেববাজার মাস্টারপাড়া পাইকারি কাঁচা বাজারে কৃষকদের উৎপাদিত সবজি বেশি বিক্রি হয়। উপজেলার বড়গাছী, রামচন্দ্রপুর, নওহাটা, হুজরীপাড়া, দর্শনপাড়া, দামকুড়া, পারিলা, কাটাখালী, হরিয়ান এলাকাসহ বিভিন্ন গ্রামের কৃষকেরা এ হাটে তাদের খেতের শাক-সবজি নিয়ে আসেন। রাজশাহীসহ বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা এ হাট থেকে পাইকারি দরে সবজি কেনেন। এরপর ট্রাক ও পিকআপ ভ্যানে ভরে তারা সবজি নিয়ে যান।

ভালাম গ্ৰামের শরিফুল ইসলাম নামের এক কৃষক বলেন, ফসলের খেতজুড়ে এখন শীতকালীন শাক-সবজির সমারোহ। বাজারে দামও ভালো পাচ্ছেন কৃষকেরা। তাই দিন দিন বেকার যুবকেরা সবজি চাষে ঝুঁকছেন।

পবা উপজেলার নওহাটা পৌরসভার মেয়র মো হাফিজুর রহমান হাফিজ বলেন, পবা উপজেলা কৃষি নির্ভরশীল। বহু কৃষক শীতকালীন সবজি আবাদ করে স্বাবলম্বী হয়েছেন। অল্প সময়ে সবজি চাষে লাভের সুযোগ থাকায় চাকরির পেছনে না ছুটে অনেক শিক্ষিত বেকারেরাও সবজি চাষে ঝুঁকছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, চলতি রবি মৌসুমে উপজেলায় শীতকালীন লাল শাকের আবাদ হয়েছে ১২০ হেক্টর জমিতে, বেগুন ২৯২ হেক্টর, পালংশাক ১২৫ হেক্টর, পুঁইশাক ৭০ হেক্টর, মুলা ১৮০ হেক্টর, ফুলকপি ২৯০ হেক্টর, বাঁধাকপি ২৮৫ হেক্টর, শসা ৮০ হেক্টর, ওলকপি ১৫ হেক্টর, ধনিয়া শাক ২৫ হেক্টর, করলা ৫৫ হেক্টর, গাজর ২০ হেক্টর, লাউ ১৩০ হেক্টর, মিষ্টি কুমড়া ১৩৫ হেক্টর, বরবটি ৭০ হেক্টর, শিম ৯০ হেক্টর, ঢ্যাঁড়স ৫৫ হেক্টর, টমেটো ২৩৫ হেক্টর, বাটি শাক ৪ হেক্টর, আলু ৫০০ হেক্টর, সরিষা ১০০০ হেক্টর, ভুট্টা ২০ হেক্টর, মরিচ ২০ হেক্টর, মটর ২২০০ হেক্টর, খেসারি ৩৫০ হেক্টর জমিতে।

কৃষি কর্মকর্তা আরও বলেন, পবা উপজেলার ২টি পৌরসভা ও ৮টি ইউনিয়নসহ মেট্রোপলিটন থানা এলাকায় এবার শীতকালীন শাক-সবজির বাম্পার ফলন হয়েছে। খেতে ভালো ফসল দেখে সফলতার হাসি ফুটছে কৃষি নির্ভর পরিবারগুলোতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত