Ajker Patrika

১ হাজার ২০০ দৌড়বিদের হাফ ম্যারাথন

সিলেট সংবাদদাতা
আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৫: ১৮
১ হাজার ২০০ দৌড়বিদের হাফ ম্যারাথন

সিলেটে ৩ ডিসেম্বর সকাল ৬টার দিকে ১ হাজার ২০০ দৌড়বিদের অংশগ্রহণে ‘কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন হল সিলেট হাফ ম্যারাথন ২০২১’ শুরু হবে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে সিলেট রানার্স কমিউনিটি এ আয়োজন করছে। গতকাল মঙ্গলবার দুপুরে মীরের ময়দানের ফারমিস গার্ডেনের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব জানানো হয়।

আয়োজনের সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জাকারিয়া। সভায় আয়োজক কমিটির সদস্য মনজুর আহমেদ আরিফ, চিকিৎসক ওরাকাতুল জান্নাত, মো. হাসান আহমেদ, মোহাম্মদ মিজানকা, কামরুল ইসলাম, মো. আবু সালেহ, আলি কামাল সুমন উপস্থিত ছিলেন।

২১.১ কিলোমিটার ও ১০ কিলোমিটার দুই ক্যাটাগরিতে ইভেন্টটি আয়োজিত হবে। ২১.১ কিলোমিটারে ১৫ জন নারী ও ৩৩৫ জন পুরুষ মিলে ৩৫০ জন অংশ নিচ্ছেন। ১০ কিলোমিটার ক্যাটাগরিকে তিন ভাগে ভাগ করা হয়েছে। ১০ কিলো জেনারেল, ১০ কিলো ৪৫-৫৫ বয়সী ও ৫৬ বছর বা তার ঊর্ধ্বে। ১০ কিলোমিটার ক্যাটাগরিতে ৭০ জন নারী ও ৭৮০ জন পুরুষ মিলে মোট ৮৫০ জন দৌড়বিদ অংশ নেবেন।

সিলেট রানার্স কমিউনিটি ২০১৭ সালের ১৬ নভেম্বর যাত্রা শুরু করে। এরপর থেকে বিভিন্ন ধরনের দৌড় প্রতিযোগিতা ও দৌড়বিদদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। সাফল্যের ধারাবাহিকতায় বৃহৎ আয়োজন এই হাফ ম্যারাথন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত