পটুয়াখালী প্রতিনিধি
এসএসসি পরীক্ষার প্রথম দিনে পটুয়াখালীর গলাচিপার খারিজ্জমা ইসহাক মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা শুরুর ৫-৬ মিনিটের মধ্যে ৯ পরীক্ষার্থী বহিষ্কৃত হয়। ওই পরীক্ষার্থীদের অভিভাবকেরা দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। সন্তান এ ধাক্কা কাটিয়ে উঠবে কীভাবে, এ নিয়ে চিন্তিত অনেকে।
এদিকে ৯ শিক্ষার্থীকে বহিষ্কারের ঘটনায় গত শনিবার সুপ্রিম কোর্টের তিন আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব, মো. রোকনুজ্জামান ও নাইম সরদার জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. ইসমাইল রহমানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে এবং প্রত্যেক শিক্ষার্থীকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে আইনি নোটিশ পাঠিয়েছেন। এর অনুলিপি শিক্ষাসচিব, জনপ্রশাসন সচিব, পটুয়াখালী জেলা প্রশাসক, সহকারী কমিশনার মো. ইসমাইল রহমান ও খারিজ্জমা ইসহাক মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রসচিব নুসরাত জাহান মনিকে ই-মেইলে পাঠানো হয়েছে।
জানা গেছে, গত বৃহস্পতিবার বেলা ১১টায় খারিজ্জমা ইসহাক মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে বাংলা প্রথম পত্রের পরীক্ষা শুরুর কয়েক মিনিটের মধ্যে বিভিন্ন অভিযোগে একের পর এক শিক্ষার্থীকে বহিষ্কার করা শুরু করেন মো. ইসমাইল রহমান। ৯ শিক্ষার্থীর মধ্যে ৭ জনের খাতায় রোল এবং রেজিস্ট্রেশন নম্বর ছাড়া কিছুই লেখা হয়নি বলে জানান কেন্দ্রসচিব নুসরাত জাহান।
বহিষ্কৃত পরীক্ষার্থী লিয়া আক্তার বলে, ‘ম্যাজিস্ট্রেট স্যারকে এত অনুরোধ করলাম আমাদের পরীক্ষা দিতে দেওয়ার জন্য; কিন্তু আমাদের কথা তিনি শুনলেন না। কত কষ্ট করে মা-বাবা পড়াশোনা করায়। একটি বছর আমার জীবন থেকে শেষ হয়ে গেল।’
লিয়ার বাবা হাওলাদার বলেন, ‘বিনা কারণে বহিষ্কার হওয়ার পর থেকে ও বারবার বলতেছে সুইসাইড করব। সেদিনের পর থেকে ওকে পাহারা দিয়ে রাখতে হচ্ছে।’
অন্য বহিষ্কৃত পরীক্ষার্থী সুমাইয়ার বাবা শাহাবুদ্দিন হাওলাদার বলেন, ‘বিনা কারণে পরীক্ষার প্রথম দিনের বহিষ্কারের পর থেকে আমার মেয়ের গায়ে জ্বর। কোনো কথা বলে না।’
এ বিষয়ে পটুয়াখালী সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. জাফর আহমেদ বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। ৫ মিনিটের মধ্যে শিক্ষার্থীরা এমন কী ভুল করেছে, যার জন্য এক বছর তাদের বহিষ্কার করতে হবে। যদি শিক্ষার্থীরা প্রশ্ন বদল করে থাকে, তা হলে তখন হল পরিদর্শক কী করেছেন?
খারিজ্জমা ইসহাক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুসরাত জাহান মনি বলেন, ‘আমি স্যারকে (নির্বাহী ম্যাজিস্ট্রেট) অনুরোধ করেছিলাম যাতে বহিষ্কার না করেন; কিন্তু তিনি নিজে দাঁড়িয়ে থেকে বহিষ্কারাদেশ লিখেছেন।’
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল রহমান বলেন, বহিষ্কৃত শিক্ষার্থীরা নিজেরা দেখাদেখি ও প্রশ্ন এক্সচেঞ্জ করেছিল, এ জন্য তাদের বহিষ্কার করা হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মিজানুর রহমান বলেন, এখন বহিষ্কারাদেশ প্রত্যাহার ও পরীক্ষা দেওয়ার সুযোগ নেই।
এসএসসি পরীক্ষার প্রথম দিনে পটুয়াখালীর গলাচিপার খারিজ্জমা ইসহাক মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা শুরুর ৫-৬ মিনিটের মধ্যে ৯ পরীক্ষার্থী বহিষ্কৃত হয়। ওই পরীক্ষার্থীদের অভিভাবকেরা দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। সন্তান এ ধাক্কা কাটিয়ে উঠবে কীভাবে, এ নিয়ে চিন্তিত অনেকে।
এদিকে ৯ শিক্ষার্থীকে বহিষ্কারের ঘটনায় গত শনিবার সুপ্রিম কোর্টের তিন আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব, মো. রোকনুজ্জামান ও নাইম সরদার জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. ইসমাইল রহমানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে এবং প্রত্যেক শিক্ষার্থীকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে আইনি নোটিশ পাঠিয়েছেন। এর অনুলিপি শিক্ষাসচিব, জনপ্রশাসন সচিব, পটুয়াখালী জেলা প্রশাসক, সহকারী কমিশনার মো. ইসমাইল রহমান ও খারিজ্জমা ইসহাক মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রসচিব নুসরাত জাহান মনিকে ই-মেইলে পাঠানো হয়েছে।
জানা গেছে, গত বৃহস্পতিবার বেলা ১১টায় খারিজ্জমা ইসহাক মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে বাংলা প্রথম পত্রের পরীক্ষা শুরুর কয়েক মিনিটের মধ্যে বিভিন্ন অভিযোগে একের পর এক শিক্ষার্থীকে বহিষ্কার করা শুরু করেন মো. ইসমাইল রহমান। ৯ শিক্ষার্থীর মধ্যে ৭ জনের খাতায় রোল এবং রেজিস্ট্রেশন নম্বর ছাড়া কিছুই লেখা হয়নি বলে জানান কেন্দ্রসচিব নুসরাত জাহান।
বহিষ্কৃত পরীক্ষার্থী লিয়া আক্তার বলে, ‘ম্যাজিস্ট্রেট স্যারকে এত অনুরোধ করলাম আমাদের পরীক্ষা দিতে দেওয়ার জন্য; কিন্তু আমাদের কথা তিনি শুনলেন না। কত কষ্ট করে মা-বাবা পড়াশোনা করায়। একটি বছর আমার জীবন থেকে শেষ হয়ে গেল।’
লিয়ার বাবা হাওলাদার বলেন, ‘বিনা কারণে বহিষ্কার হওয়ার পর থেকে ও বারবার বলতেছে সুইসাইড করব। সেদিনের পর থেকে ওকে পাহারা দিয়ে রাখতে হচ্ছে।’
অন্য বহিষ্কৃত পরীক্ষার্থী সুমাইয়ার বাবা শাহাবুদ্দিন হাওলাদার বলেন, ‘বিনা কারণে পরীক্ষার প্রথম দিনের বহিষ্কারের পর থেকে আমার মেয়ের গায়ে জ্বর। কোনো কথা বলে না।’
এ বিষয়ে পটুয়াখালী সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. জাফর আহমেদ বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। ৫ মিনিটের মধ্যে শিক্ষার্থীরা এমন কী ভুল করেছে, যার জন্য এক বছর তাদের বহিষ্কার করতে হবে। যদি শিক্ষার্থীরা প্রশ্ন বদল করে থাকে, তা হলে তখন হল পরিদর্শক কী করেছেন?
খারিজ্জমা ইসহাক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুসরাত জাহান মনি বলেন, ‘আমি স্যারকে (নির্বাহী ম্যাজিস্ট্রেট) অনুরোধ করেছিলাম যাতে বহিষ্কার না করেন; কিন্তু তিনি নিজে দাঁড়িয়ে থেকে বহিষ্কারাদেশ লিখেছেন।’
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল রহমান বলেন, বহিষ্কৃত শিক্ষার্থীরা নিজেরা দেখাদেখি ও প্রশ্ন এক্সচেঞ্জ করেছিল, এ জন্য তাদের বহিষ্কার করা হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মিজানুর রহমান বলেন, এখন বহিষ্কারাদেশ প্রত্যাহার ও পরীক্ষা দেওয়ার সুযোগ নেই।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪