সিয়ামের গল্পে কলকাতায় তৈরি হচ্ছে সিনেমা। নাম চূড়ান্ত না হলেও পরিচালক ও অভিনয়শিল্পী চূড়ান্ত হয়েছিল আগেই। মাসখানেক পরেই শুরু হওয়ার কথা শুটিং। তার আগেই তালিকায় এল পরিবর্তন। যথারীতি সিয়াম অভিনয় করছেন। তবে বদলে গেল পরিচালকের নাম। সায়ন্তন ঘোষাল পরিচালনা করার কথা থাকলেও দায়িত্বটি এবার বর্তেছে রাজা চন্দের ওপর। শুধু তা-ই নয়, পরিবর্তন হয়েছে অভিনয়শিল্পীরও। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিপরীতে শ্রাবন্তীর অভিনয়ের কথা থাকলেও তাঁর বদলে যোগ হয়েছেন পূজা ব্যানার্জি। এই সিনেমা দিয়ে চার বছর পর বাংলা সিনেমায় ফিরছেন পূজা। তবে সিয়ামের নায়িকা হিসেবে রয়ে গেছেন চিত্রনায়িকা আয়ুষী তালুকদার।
বিষয়টি নিশ্চিত করেছেন সিয়াম আহমেদ নিজেই। তিনি বলেন, সিনেমাটি যখন শুরু করার কথা ছিল, তখন আমরা শুরু করতে পারিনি। বিভিন্ন কারণে শুটিং পেছানো হয়েছে৷ এর ফলে অনেকেই শিডিউলসংক্রান্ত জটিলতায় পড়েছেন। এ ছাড়া এই সিনেমার শুটিং হবে লন্ডনে। তাই ভিসাসংক্রান্ত বিষয়ও আছে। সব মিলিয়ে এই পরিবর্তন। তবে, সবকিছু প্রযোজকের পছন্দ অনুযায়ীই হয়েছে। যাঁরা যুক্ত হয়েছেন তাঁরা সবাই তাঁদের জায়গায় পরীক্ষিত। সিনেমাটি প্রযোজনা করছেন শ্যামসুন্দর দে।
আগামী বছরের জানুয়ারির শুরুতেই সিনেমার শুটিং শুরু হবে বলে জানিয়েছেন সিয়াম আহমেদ। কলকাতা শহরের দুই দম্পতির গল্প এটি। তাদের ভাবনায় ব্যাপক অমিল। একটি ঘটনা দুই দম্পতিকে মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। এরপর তাদের জীবন কোন দিকে প্রবাহিত হবে তা নিয়েই সিনেমার কাহিনি।
এদিকে এই মাসেই দীপংকর দীপন পরিচালিত ‘অন্তর্জাল’ সিনেমার শুটিংয়ের জন্য থাইল্যান্ড যাবেন সিয়াম। এ বিষয়ে তিনি বলেন, ১৬ নভেম্বর থেকে শুটিং শুরু হবে। ২০ তারিখে টিম যাবে থাইল্যান্ডে। সেখানেই শেষ হবে ‘অন্তর্জাল’ সিনেমার শুটিং। সর্বশেষ দামাল সিনেমায় দেখা গেছে সিয়ামকে। এ ছাড়া আগামী জানুয়ারিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে তাঁর ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমাটি৷ এতে তাঁর বিপরীতে রয়েছেন পরীমণি।
সিয়ামের গল্পে কলকাতায় তৈরি হচ্ছে সিনেমা। নাম চূড়ান্ত না হলেও পরিচালক ও অভিনয়শিল্পী চূড়ান্ত হয়েছিল আগেই। মাসখানেক পরেই শুরু হওয়ার কথা শুটিং। তার আগেই তালিকায় এল পরিবর্তন। যথারীতি সিয়াম অভিনয় করছেন। তবে বদলে গেল পরিচালকের নাম। সায়ন্তন ঘোষাল পরিচালনা করার কথা থাকলেও দায়িত্বটি এবার বর্তেছে রাজা চন্দের ওপর। শুধু তা-ই নয়, পরিবর্তন হয়েছে অভিনয়শিল্পীরও। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিপরীতে শ্রাবন্তীর অভিনয়ের কথা থাকলেও তাঁর বদলে যোগ হয়েছেন পূজা ব্যানার্জি। এই সিনেমা দিয়ে চার বছর পর বাংলা সিনেমায় ফিরছেন পূজা। তবে সিয়ামের নায়িকা হিসেবে রয়ে গেছেন চিত্রনায়িকা আয়ুষী তালুকদার।
বিষয়টি নিশ্চিত করেছেন সিয়াম আহমেদ নিজেই। তিনি বলেন, সিনেমাটি যখন শুরু করার কথা ছিল, তখন আমরা শুরু করতে পারিনি। বিভিন্ন কারণে শুটিং পেছানো হয়েছে৷ এর ফলে অনেকেই শিডিউলসংক্রান্ত জটিলতায় পড়েছেন। এ ছাড়া এই সিনেমার শুটিং হবে লন্ডনে। তাই ভিসাসংক্রান্ত বিষয়ও আছে। সব মিলিয়ে এই পরিবর্তন। তবে, সবকিছু প্রযোজকের পছন্দ অনুযায়ীই হয়েছে। যাঁরা যুক্ত হয়েছেন তাঁরা সবাই তাঁদের জায়গায় পরীক্ষিত। সিনেমাটি প্রযোজনা করছেন শ্যামসুন্দর দে।
আগামী বছরের জানুয়ারির শুরুতেই সিনেমার শুটিং শুরু হবে বলে জানিয়েছেন সিয়াম আহমেদ। কলকাতা শহরের দুই দম্পতির গল্প এটি। তাদের ভাবনায় ব্যাপক অমিল। একটি ঘটনা দুই দম্পতিকে মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। এরপর তাদের জীবন কোন দিকে প্রবাহিত হবে তা নিয়েই সিনেমার কাহিনি।
এদিকে এই মাসেই দীপংকর দীপন পরিচালিত ‘অন্তর্জাল’ সিনেমার শুটিংয়ের জন্য থাইল্যান্ড যাবেন সিয়াম। এ বিষয়ে তিনি বলেন, ১৬ নভেম্বর থেকে শুটিং শুরু হবে। ২০ তারিখে টিম যাবে থাইল্যান্ডে। সেখানেই শেষ হবে ‘অন্তর্জাল’ সিনেমার শুটিং। সর্বশেষ দামাল সিনেমায় দেখা গেছে সিয়ামকে। এ ছাড়া আগামী জানুয়ারিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে তাঁর ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমাটি৷ এতে তাঁর বিপরীতে রয়েছেন পরীমণি।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪