Ajker Patrika

সিয়ামের গল্পের সিনেমায় বদলে গেল পরিচালক ও অভিনয়শিল্পী

আপডেট : ০৪ নভেম্বর ২০২২, ০৮: ৫৯
সিয়ামের গল্পের সিনেমায় বদলে গেল পরিচালক ও অভিনয়শিল্পী

সিয়ামের গল্পে কলকাতায় তৈরি হচ্ছে সিনেমা। নাম চূড়ান্ত না হলেও পরিচালক ও অভিনয়শিল্পী চূড়ান্ত হয়েছিল আগেই। মাসখানেক পরেই শুরু হওয়ার কথা শুটিং। তার আগেই তালিকায় এল পরিবর্তন। যথারীতি সিয়াম অভিনয় করছেন। তবে বদলে গেল পরিচালকের নাম। সায়ন্তন ঘোষাল পরিচালনা করার কথা থাকলেও দায়িত্বটি এবার বর্তেছে রাজা চন্দের ওপর। শুধু তা-ই নয়, পরিবর্তন হয়েছে অভিনয়শিল্পীরও। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিপরীতে শ্রাবন্তীর অভিনয়ের কথা থাকলেও তাঁর বদলে যোগ হয়েছেন পূজা ব্যানার্জি। এই সিনেমা দিয়ে চার বছর পর বাংলা সিনেমায় ফিরছেন পূজা। তবে সিয়ামের নায়িকা হিসেবে রয়ে গেছেন চিত্রনায়িকা আয়ুষী তালুকদার।

বিষয়টি নিশ্চিত করেছেন সিয়াম আহমেদ নিজেই। তিনি বলেন, সিনেমাটি যখন শুরু করার কথা ছিল, তখন আমরা শুরু করতে পারিনি। বিভিন্ন কারণে শুটিং পেছানো হয়েছে৷ এর ফলে অনেকেই শিডিউলসংক্রান্ত জটিলতায় পড়েছেন। এ ছাড়া এই সিনেমার শুটিং হবে লন্ডনে। তাই ভিসাসংক্রান্ত বিষয়ও আছে। সব মিলিয়ে এই পরিবর্তন। তবে, সবকিছু প্রযোজকের পছন্দ অনুযায়ীই হয়েছে। যাঁরা যুক্ত হয়েছেন তাঁরা সবাই তাঁদের জায়গায় পরীক্ষিত। সিনেমাটি প্রযোজনা করছেন শ্যামসুন্দর দে।

আগামী বছরের জানুয়ারির শুরুতেই সিনেমার শুটিং শুরু হবে বলে জানিয়েছেন সিয়াম আহমেদ। কলকাতা শহরের দুই দম্পতির গল্প এটি। তাদের ভাবনায় ব্যাপক অমিল। একটি ঘটনা দুই দম্পতিকে মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। এরপর তাদের জীবন কোন দিকে প্রবাহিত হবে তা নিয়েই সিনেমার কাহিনি।

এদিকে এই মাসেই দীপংকর দীপন পরিচালিত ‘অন্তর্জাল’ সিনেমার শুটিংয়ের জন্য থাইল্যান্ড যাবেন সিয়াম। এ বিষয়ে তিনি বলেন, ১৬ নভেম্বর থেকে শুটিং শুরু হবে। ২০ তারিখে টিম যাবে থাইল্যান্ডে। সেখানেই শেষ হবে ‘অন্তর্জাল’ সিনেমার শুটিং। সর্বশেষ দামাল সিনেমায় দেখা গেছে সিয়ামকে। এ ছাড়া আগামী জানুয়ারিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে তাঁর ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমাটি৷ এতে তাঁর বিপরীতে রয়েছেন পরীমণি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত