নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রতিদিনই বাড়ছে মাদকাসক্তের সংখ্যা। তাদের মধ্যে আছে শিক্ষার্থীরাও। শিশু-কিশোর ও তরুণ সর্বোপরি শিক্ষার্থীদের মাদকবিমুখ করতে শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
সংস্থাটি বলছে, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে শিক্ষকদের ‘মেন্টর’ হিসেবে যুক্ত করা হচ্ছে। ইতিমধ্যে দেশের ৮টি বিভাগের ২ হাজার ৬০৮ শিক্ষাপ্রতিষ্ঠানের একজন করে শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
জানা গেছে, দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকের কুফল ও ভয়াবহতা সম্পর্কে সচেতনতা তৈরিতে মাদকবিরোধী পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হচ্ছে। এই কমিটির সভাপতি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান। এ ছাড়া অভিভাবক ও শিক্ষার্থীরাও রয়েছেন। দেশের ৩১ হাজার ১৭৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে ইতিমধ্যে ৩১ হাজার ৮০টিতে গঠন করা হয়েছে এই কমিটি। বাকি ৯৯টি শিক্ষাপ্রতিষ্ঠানেও দ্রুতই কমিটি গঠন করবে ডিএনসি।
এই কমিটি স্কুলের সব শিক্ষক, ছাত্র, অভিভাবককে মাদকের বিষয়ে সচেতন করবে এবং সচেতনতামূলক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করবে। কমিটি প্রতি মাসে সভা করবে। পাশাপাশি মাদকের ভয়াবহতা সম্পর্কে শিক্ষার্থীদের জানাতে প্রতি মাসের প্রথম ও তৃতীয় সপ্তাহে আলোচনা সভা, বিতর্ক, র্যালি, ক্রীড়া প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করবে। এসব আয়োজনে সহযোগিতা দেবে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
২০২১ সালে মাদকবিরোধী প্রচারে মেন্টর হিসেবে যুক্ত হয়েছেন ১ হাজার ৪৪৯ জন। চলতি বছরের অক্টোবর পর্যন্ত যুক্ত হয়েছেন ১ হাজার ১৫৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক। শিক্ষকদের যুক্ত করার বিষয়ে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক (নিরোধ) মো. মনজুরুল ইসলাম বলেন, শিশু-কিশোরেরা শিক্ষকদের কাছ থেকেই জীবনের শুরুর শিক্ষা পায়। তাই পাঠদানের পাশাপাশি শিক্ষক তাঁর শিক্ষার্থীদের মধ্যে মাদকের ক্ষতিকর দিকগুলো তুলে ধরবেন। এ জন্য শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। শিক্ষার্থীদের মাঝে খাতা-কলমও বিতরণ করা হবে। এসব শিক্ষা উপকরণে মাদকের ক্ষতিকর দিক তুলে ধরা হবে, যাতে শিক্ষার্থীদের পড়াশোনার সময়েও তাঁদের নজরে পড়ে।
প্রতিদিনই বাড়ছে মাদকাসক্তের সংখ্যা। তাদের মধ্যে আছে শিক্ষার্থীরাও। শিশু-কিশোর ও তরুণ সর্বোপরি শিক্ষার্থীদের মাদকবিমুখ করতে শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
সংস্থাটি বলছে, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে শিক্ষকদের ‘মেন্টর’ হিসেবে যুক্ত করা হচ্ছে। ইতিমধ্যে দেশের ৮টি বিভাগের ২ হাজার ৬০৮ শিক্ষাপ্রতিষ্ঠানের একজন করে শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
জানা গেছে, দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকের কুফল ও ভয়াবহতা সম্পর্কে সচেতনতা তৈরিতে মাদকবিরোধী পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হচ্ছে। এই কমিটির সভাপতি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান। এ ছাড়া অভিভাবক ও শিক্ষার্থীরাও রয়েছেন। দেশের ৩১ হাজার ১৭৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে ইতিমধ্যে ৩১ হাজার ৮০টিতে গঠন করা হয়েছে এই কমিটি। বাকি ৯৯টি শিক্ষাপ্রতিষ্ঠানেও দ্রুতই কমিটি গঠন করবে ডিএনসি।
এই কমিটি স্কুলের সব শিক্ষক, ছাত্র, অভিভাবককে মাদকের বিষয়ে সচেতন করবে এবং সচেতনতামূলক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করবে। কমিটি প্রতি মাসে সভা করবে। পাশাপাশি মাদকের ভয়াবহতা সম্পর্কে শিক্ষার্থীদের জানাতে প্রতি মাসের প্রথম ও তৃতীয় সপ্তাহে আলোচনা সভা, বিতর্ক, র্যালি, ক্রীড়া প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করবে। এসব আয়োজনে সহযোগিতা দেবে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
২০২১ সালে মাদকবিরোধী প্রচারে মেন্টর হিসেবে যুক্ত হয়েছেন ১ হাজার ৪৪৯ জন। চলতি বছরের অক্টোবর পর্যন্ত যুক্ত হয়েছেন ১ হাজার ১৫৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক। শিক্ষকদের যুক্ত করার বিষয়ে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক (নিরোধ) মো. মনজুরুল ইসলাম বলেন, শিশু-কিশোরেরা শিক্ষকদের কাছ থেকেই জীবনের শুরুর শিক্ষা পায়। তাই পাঠদানের পাশাপাশি শিক্ষক তাঁর শিক্ষার্থীদের মধ্যে মাদকের ক্ষতিকর দিকগুলো তুলে ধরবেন। এ জন্য শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। শিক্ষার্থীদের মাঝে খাতা-কলমও বিতরণ করা হবে। এসব শিক্ষা উপকরণে মাদকের ক্ষতিকর দিক তুলে ধরা হবে, যাতে শিক্ষার্থীদের পড়াশোনার সময়েও তাঁদের নজরে পড়ে।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪