বিনোদন প্রতিবেদক, ঢাকা
ঢালিউড সুপারস্টার শাকিব খানকে নিয়ে ‘দরদ’ নামের প্যান ইন্ডিয়ান সিনেমা নির্মাণ করছেন বাংলাদেশের নির্মাতা অনন্য মামুন। ২০ অক্টোবর থেকে ভারতের বারাণসী থেকে শুটিং শুরু হওয়ার কথা ছিল। পরিকল্পনামাফিক নির্মাতা সেখানে পৌঁছেও গেছেন। কিন্তু ভারতে কাজ করার ওয়ার্ক পারমিট না পাওয়ায় আটকে গেছেন শাকিব খান। এ কারণে এখনো শুরু করা যায়নি বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার এ সিনেমার শুটিং।
জানা গেছে, ১৫ অক্টোবর ভারতে যাওয়ার কথা ছিল শাকিব খানের। সেখানে চরিত্র অনুযায়ী লুক সেট করার পর ২০ তারিখ থেকে শুটিং শুরুর কথা ছিল। তবে ভিসা জটিলতার কারণে আটকে গেছে সব।
এদিকে, গণমাধ্যমকে নির্মাতা অনন্য মামুন জানিয়েছিলেন, ২৪ অক্টোবর থেকে শুরু হবে সিনেমার শুটিং। শাকিব খান ভারতে পৌঁছালে তাঁর অংশের শুটিং শুরু হবে। তার আগে মুম্বাইয়ে একটি সংবাদ সম্মেলন করা হবে। সংবাদ সম্মেলনে সিনেমার নির্মাতা, প্রযোজক ও অভিনয়শিল্পীদের উপস্থিত থাকার কথা রয়েছে।
এ বিষয়ে অনন্য মামুনের সঙ্গে যোগাযোগ করা হলে শুটিংয়ের বিষয়টি নিশ্চিত করতে পারেননি তিনি। জানালেন, তিনি এ বিষয়ে মিটিংয়ে ব্যস্ত আছেন। সহকর্মীদের সঙ্গে আলোচনা শেষে সিদ্ধান্ত জানাতে পারবেন। তাই এ নিয়ে পরে কথা বলতে চাইলেন।
দরদ সিনেমায় শাকিব খানের বিপরীতে দেখা যাবে বলিউডের সোনাল চৌহানকে। ২০০৮ সালে ইমরান হাশমির সঙ্গে বলিউডের ‘জান্নাত’ সিনেমা দিয়ে রুপালি পর্দায় পথচলা শুরু সোনাল চৌহানের। সর্বশেষ এ অভিনেত্রীকে দেখা গেছে ‘আদিপুরুষ’ সিনেমায়। দরদ সিনেমায় আরও আছেন বাংলাদেশের মিশা সওদাগর, লুৎফর রহমান জর্জ, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম, ভারতের পায়েল সরকার, রাহুল দেব প্রমুখ। বাংলা, হিন্দি, তামিল, মালয়ালম—এই চার ভাষায় সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে ভারতের এসকে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস।
ঢালিউড সুপারস্টার শাকিব খানকে নিয়ে ‘দরদ’ নামের প্যান ইন্ডিয়ান সিনেমা নির্মাণ করছেন বাংলাদেশের নির্মাতা অনন্য মামুন। ২০ অক্টোবর থেকে ভারতের বারাণসী থেকে শুটিং শুরু হওয়ার কথা ছিল। পরিকল্পনামাফিক নির্মাতা সেখানে পৌঁছেও গেছেন। কিন্তু ভারতে কাজ করার ওয়ার্ক পারমিট না পাওয়ায় আটকে গেছেন শাকিব খান। এ কারণে এখনো শুরু করা যায়নি বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার এ সিনেমার শুটিং।
জানা গেছে, ১৫ অক্টোবর ভারতে যাওয়ার কথা ছিল শাকিব খানের। সেখানে চরিত্র অনুযায়ী লুক সেট করার পর ২০ তারিখ থেকে শুটিং শুরুর কথা ছিল। তবে ভিসা জটিলতার কারণে আটকে গেছে সব।
এদিকে, গণমাধ্যমকে নির্মাতা অনন্য মামুন জানিয়েছিলেন, ২৪ অক্টোবর থেকে শুরু হবে সিনেমার শুটিং। শাকিব খান ভারতে পৌঁছালে তাঁর অংশের শুটিং শুরু হবে। তার আগে মুম্বাইয়ে একটি সংবাদ সম্মেলন করা হবে। সংবাদ সম্মেলনে সিনেমার নির্মাতা, প্রযোজক ও অভিনয়শিল্পীদের উপস্থিত থাকার কথা রয়েছে।
এ বিষয়ে অনন্য মামুনের সঙ্গে যোগাযোগ করা হলে শুটিংয়ের বিষয়টি নিশ্চিত করতে পারেননি তিনি। জানালেন, তিনি এ বিষয়ে মিটিংয়ে ব্যস্ত আছেন। সহকর্মীদের সঙ্গে আলোচনা শেষে সিদ্ধান্ত জানাতে পারবেন। তাই এ নিয়ে পরে কথা বলতে চাইলেন।
দরদ সিনেমায় শাকিব খানের বিপরীতে দেখা যাবে বলিউডের সোনাল চৌহানকে। ২০০৮ সালে ইমরান হাশমির সঙ্গে বলিউডের ‘জান্নাত’ সিনেমা দিয়ে রুপালি পর্দায় পথচলা শুরু সোনাল চৌহানের। সর্বশেষ এ অভিনেত্রীকে দেখা গেছে ‘আদিপুরুষ’ সিনেমায়। দরদ সিনেমায় আরও আছেন বাংলাদেশের মিশা সওদাগর, লুৎফর রহমান জর্জ, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম, ভারতের পায়েল সরকার, রাহুল দেব প্রমুখ। বাংলা, হিন্দি, তামিল, মালয়ালম—এই চার ভাষায় সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে ভারতের এসকে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
৭ ঘণ্টা আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪