Ajker Patrika

পারিবারিক দ্বন্দ্ব শেষে মিষ্টি প্রেম

আপডেট : ১৭ জুলাই ২০২২, ১০: ২৯
পারিবারিক দ্বন্দ্ব শেষে মিষ্টি প্রেম

পোখরাজ আর রাধিকা—দুই চিরপ্রতিদ্বন্দ্বী পরিবারের দুই সন্তান। তারা একই মেডিকেল কলেজে পড়ে। দুজনেই সমান মেধাবী। পড়াশোনা, খেলাধুলা, কলেজের বিভিন্ন উৎসব-পার্বণ—সবকিছুতেই তীব্র প্রতিদ্বন্দ্বিতা তাদের মধ্যে। একে অপরকে ক্রমাগত টক্কর দিতে থাকে তারা। এমন প্রেক্ষাপটে আগামীকাল থেকে স্টার জলসায় শুরু হচ্ছে নতুন সিরিয়াল ‘এক্কা দোক্কা’। প্রচার হবে সপ্তাহের প্রতিদিন বাংলাদেশ সময় রাত ৯টা ৩০ মিনিটে।

সিরিয়ালের প্রধান দুই চরিত্র পোখরাজ ও রাধিকার চরিত্রে অভিনয় করেছেন সপ্তর্ষি মৌলিক ও সোনামণি সাহা। এ ছাড়া আছেন অপরাজিতা ঘোষ দাস, অনুসূয়া মজুমদার, অশোক ভট্টাচার্য, সুদীপ মুখোপাধ্যায়, ভাস্কর বন্দ্যোপাধ্যায়ের মতো শিল্পী। গল্প লিখেছেন কলকাতার সিরিয়ালের জনপ্রিয় লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়। সৃজনশীল পরিচালকের দায়িত্বও পালন করবেন তিনি।

‘এক্কা দোক্কা’র প্রোমোতে দেখা গেছে, সেনবাড়ির পোখরাজ ও মজুমদারবাড়ির রাধিকা ফাইনাল ইয়ারে পড়ে। পড়াশোনা ছাড়াও পোখরাজের ভীষণ আগ্রহ টেনিস খেলায়। ফল প্রকাশের দিন দেখা যায়, রাধিকাকে হারিয়ে আবারও প্রথম স্থান দখল করেছে পোখরাজ। এ নিয়ে সেনবাড়িতে উৎসবের আমেজ। তবে রাধিকাও কম যায় না। সেও প্রতিজ্ঞা করে, যেভাবেই হোক পোখরাজকে সে হারাবেই। একদিন প্রবল বৃষ্টিতে রাধিকার ছাতা উড়ে গেলে তার দিকে ছাতা নিয়ে এগিয়ে আসে পোখরাজ। রাধিকা খেপে গেলে পোখরাজ উত্তর দেয়, ‘লড়াইটা চালু থাক, তবে এক ছাতার তলায়।’ প্রোমো দেখে আঁচ করা যাচ্ছে, প্রথম দিকে তাদের মধ্যে দ্বন্দ্ব থাকলেও পরবর্তী সময়ে এ সম্পর্ক রূপ নেবে গভীর প্রেমে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত