Ajker Patrika

আগৈলঝাড়ায় বইছে ভোটের হাওয়া

আগৈলঝাড়া প্রতিনিধি
আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ০৮: ৫০
আগৈলঝাড়ায় বইছে ভোটের হাওয়া

আগামী ১১ নভেম্বর আগৈলঝাড়া উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। ভোটের তারিখ ঘোষণার পর থেকে নির্বাচনী হওয়া বইতে শুরু করেছে। সম্ভাব্য প্রার্থীদের শুভেচ্ছা ব্যানার ও ফেস্টুনে ভরে গেছে হাট-বাজার। বাড়ি বাড়ি গিয়ে কুশল বিনিময়ও করছেন তারা।

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৫টি ইউনিয়নের প্রতিটিতে রয়েছে একাধিক চেয়ারম্যান প্রার্থী। রাজিহার ইউনিয়নে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী বর্তমান চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুরাদ শিকদার। ইসলামী আন্দোলনের প্রার্থী ইখতিয়ার হোসেন হাওলাদার। তবে বিএনপি ও জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থীদের দেখা নেই।

বাকাল ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী বর্তমান চেয়ারম্যান বিপুল দাস, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক অনিমেষ মণ্ডল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম পাইক। ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা জাকারিয়া বক্তিয়ার ফরিদী।

বাগধা ইউনিয়নে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী বর্তমান চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনুস আলী মিয়া, সাধারণ সম্পাদক বজলুল হক হাওলাদার, এম এম আজাদ। ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুল কাদের মিয়া।

গৈলা ইউনিয়নে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী বর্তমান চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু, ছাত্রলীগ নেতা মাহামুদুল ইসলাম সাগর সেরনিয়াবাত, শফিকুল ইসলাম সকুল। ইসলামী আন্দোলনের প্রার্থী জাহাঙ্গীর হোসেন ব্যাপারী।

রত্নপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার, ফরহাদ তালুকদার, রেমন ভূঁইয়া, পিয়ারা বেগম, শাহিন আলম টেনু। ইসলামী আন্দোলনের প্রার্থী দেলোয়ার হোসেন ও খলিলুর রহমান শাহ। এখন পর্যন্ত বিএনপি অথবা জাতীয় পার্টির প্রার্থীদের দেখা মেলেনি।

উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ডা. মাহাবুবুল ইসলাম মাহাবুব জানান, যদি কেন্দ্র থেকে সিদ্ধান্ত আসে বিএনপি নির্বাচনে যাবে তাহলে প্রতিটি ইউনিয়নে বিএনপি’র একক প্রার্থী থাকবে। এ রকমই দলীয় আভাস পাওয়া গেছে।

এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত হাতপাখা প্রতীকের ৫ জন চেয়ারম্যান পদে প্রার্থী চূড়ান্ত হয়েছে। জাতীয় পার্টির পক্ষ থেকে এবার আসন্ন ইউনয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করা হবে না বলে জানান উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সরদার হারুন রানা।

খোঁজ নিয়ে জানা যায়, অনেক প্রার্থী নিজেদের ছবিসহ পোস্টার ছাপিয়ে টানিয়ে দিয়েছেন বিভিন্ন গ্রামে পাড়া মহল্লায়। দলীয় সমর্থন পেতে একই আসনে একাধিক প্রার্থীর পক্ষ থেকে চলছে নানা রকম তদবির, রাজনৈতিক কার্যালয়গুলোও সরগরম হয়ে উঠেছে। বিশেষ করে নৌকা প্রতীক পাওয়ার আশায় দলীয় সমর্থনের জন্য প্রার্থীদের বেশি তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। গৈলা ইউনিয়নের এমনই এক চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা শুরু করে দিয়েছে ছাত্রলীগ নেতা মাহমুদুল ইসলাম সাগর সেরনিয়াবাত। তিনি জানান, তিনি সব সময় মানুষের কল্যাণে কাজ করে চলেছেন। তিনি নিজের সাধ্যমতো সহযোগিতার চেষ্টা করে থাকেন। তাঁর চাওয়া পাওয়ার কিছু নেই। সব সময় নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করতে চান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে জানাজা হলো না সাবেক ভিসি আরেফিন সিদ্দিকের, তীব্র সমালোচনার মুখে প্রশাসন

মধ্যরাতে মহাসড়কে ৩৭ লাখ টাকাসহ এলজিইডি প্রকৌশলী আটক

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ অমান্য করে রাষ্ট্রদূতের ফেসবুকে পোস্ট, পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় সাবেক শিবির নেতা আটক

৯ মিনিটেই শেষ ট্রেনের অগ্রিম টিকিট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত