Ajker Patrika

বাজারে টাকা তোলা নিয়ে হিজড়াদের সংঘর্ষ থানায় এজাহার

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
আপডেট : ২৯ এপ্রিল ২০২২, ১৪: ৩৯
বাজারে টাকা তোলা নিয়ে হিজড়াদের সংঘর্ষ থানায় এজাহার

বাজারে টাকা তোলাকে কেন্দ্র করে রাজবাড়ীর বালিয়াকান্দিতে হিজড়া সম্প্রদায়ের প্রধান সাদিয়া আক্তারকে মারধরের অভিযোগ উঠেছে অপর পক্ষের হিজড়া মোজাহার ওরফে সুমির বিরুদ্ধে। এ ঘটনায় সাদিয়া আক্তার বাদী হয়ে বালিয়াকান্দি থানায় চারজনের নাম উল্লেখ করে একটি এজাহার দায়ের করেছেন। এজাহার দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নাসিমা পারভীন।

গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর বাজারে এ ঘটনা ঘটে। এ সময় মোজাহার তাঁর ভাই ও অজ্ঞাতনামা আরও ৫-৬ জন মিলে সাদিয়া ও তাঁর দলে থাকা বেশ কয়েকজনকে মারধর করেন।

সাদিয়া আক্তার বলেন, সোনাপুর বাজারটি প্রায় ২০ বছর ধরে তাঁদের নিয়ন্ত্রণে। বালিয়াকান্দির অনেক হিজড়া ওই বাজার থেকে টাকা তুলে জীবন-ধারণ করেন। নিয়ম অনুযায়ী তাঁরা গতকাল সকালে টাকা তুলতে গেলে হিজড়া মোজাহার ওরফে সুমি দলবল নিয়ে তাঁদের গালিগালাজ করেন। গালিগালাজ না করার জন্য বললে আরও বেশি ক্ষিপ্ত হয়। একপর্যায়ে তাঁর বুকে, পিঠে ও মাজায় লাথি মারতে থাকেন। তাঁর সঙ্গে থাকা হিজড়া পরি ও হ্যাপি ঠেকাতে গেলে তাঁদেরও মারধর করেন। তাঁদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে অভিযুক্তরা তাঁদের হত্যার হুমকি দিয়ে পালিয়ে যান।

তিনি আরও বলেন, বিষয়টি তাঁরা তাৎক্ষণিকভাবে উপজেলা পরিষদের চেয়ারম্যান, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও হাটের মালিক পক্ষকে জানিয়েছেন এবং বালিয়াকান্দি থানায় একটি ইজাহার দায়ের করেন। এজাহারে মোজাহারসহ গোলাপ (২৮), শাহিন (৪২) ও রুবেলের (২৪) নাম উল্লেখ করা হয়।

বালিয়াকান্দি থানার এএসআই নাসিমা পারভীন বলেন, এ ঘটনায় সাদিয়া একটি এজাহার দায়ের করেছেন। এজাহারটি দেখে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত