নীলফামারী ও ডিমলা প্রতিনিধি
ভারত থেকে আসা পাহাড়ি ঢলে ফের পানি বেড়েছে তিস্তায়। নীলফামারীতে নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। উজানের ঢলের পানি তীব্র গতিতে ভাটির দিকে প্রবাহিত হচ্ছে। এ জন্য তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ডালিয়ায় তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। পানি বৃদ্ধি অব্যাহত আছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
বোর্ডের ডালিয়ার নির্বাহী প্রকৌশলী মো. আসফাউদদৌলা বলেন, গতকাল সকাল থেকে তিস্তা নদীর পানি বাড়তে শুরু করে। বিকেল ৩টায় ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার এবং সন্ধ্যা ৬টায় ২০ সেন্টিমিটার ওপরে চলে আসে। পানি বিপৎসীমা অতিক্রম করায় ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে সতর্কাবস্থায় রয়েছে পানি উন্নয়ন বোর্ড।
এদিকে পানি বৃদ্ধির ফলে নীলফামারীর ডিমলায় তলিয়ে যাচ্ছে আমন ধানের খেত। উপজেলায় গত মাসের বন্যায় কৃষকেরা হারিয়েছিলেন আমনের বীজতলা। পরে চড়া দামে কেনা চারা রোপণ করা হলেও এবার গাছ পানির নিচে চলে যাচ্ছে।
উপজেলার পূর্ব ছাতনাই, পশ্চিম ছাতনাই, খগাখড়িবাড়ি, গয়াবাড়ি, খালিশা ও ঝুনাগাছ চাপানীর ইউনিয়নের নিম্নাঞ্চলের কৃষকদের দুশ্চিন্তা বাড়ছে। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দাবি, পরিস্থিতি মোকাবিলায় কৃষকদের সহায়তা দেওয়া হচ্ছে।
উপজেলার খালিশা ইউনিয়নের ছোটখাতা গ্রামের ধানচাষি নুরে আলম জানান, চলতি আমন মৌসুমে তিনি ১১ বিঘা জমিতে চারা রোপণ করেছিলেন। এখন হঠাৎ উজানের ঢলে তিস্তায় পানি বৃদ্ধি পাওয়ায় খেতের উঠতি গাছ নষ্ট হতে বসেছে।
কিসামত চরের বাসিন্দা আরিফুল ইসলাম বলেন, কয়েক বিঘা জমি নদীতে গেছে। আবাদ নিয়ে অনেক শঙ্কায় থাকতে হয়। যেভাবে পানি বাড়ছে, তাতে কয়েক দিন ধানগাছ ডুবে থাকলে ক্ষতির মুখে পড়বেন চরাঞ্চলের আমন চাষিরা।
উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার আলী বলেন, তিস্তা এলাকায় প্রায় ১০ হেক্টর জমি আংশিক আক্রান্ত হয়েছে। আমরা সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। বন্যায় জমি তলিয়ে থাকার স্থায়িত্বের ওপর নির্ভর করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
ভারত থেকে আসা পাহাড়ি ঢলে ফের পানি বেড়েছে তিস্তায়। নীলফামারীতে নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। উজানের ঢলের পানি তীব্র গতিতে ভাটির দিকে প্রবাহিত হচ্ছে। এ জন্য তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ডালিয়ায় তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। পানি বৃদ্ধি অব্যাহত আছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
বোর্ডের ডালিয়ার নির্বাহী প্রকৌশলী মো. আসফাউদদৌলা বলেন, গতকাল সকাল থেকে তিস্তা নদীর পানি বাড়তে শুরু করে। বিকেল ৩টায় ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার এবং সন্ধ্যা ৬টায় ২০ সেন্টিমিটার ওপরে চলে আসে। পানি বিপৎসীমা অতিক্রম করায় ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে সতর্কাবস্থায় রয়েছে পানি উন্নয়ন বোর্ড।
এদিকে পানি বৃদ্ধির ফলে নীলফামারীর ডিমলায় তলিয়ে যাচ্ছে আমন ধানের খেত। উপজেলায় গত মাসের বন্যায় কৃষকেরা হারিয়েছিলেন আমনের বীজতলা। পরে চড়া দামে কেনা চারা রোপণ করা হলেও এবার গাছ পানির নিচে চলে যাচ্ছে।
উপজেলার পূর্ব ছাতনাই, পশ্চিম ছাতনাই, খগাখড়িবাড়ি, গয়াবাড়ি, খালিশা ও ঝুনাগাছ চাপানীর ইউনিয়নের নিম্নাঞ্চলের কৃষকদের দুশ্চিন্তা বাড়ছে। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দাবি, পরিস্থিতি মোকাবিলায় কৃষকদের সহায়তা দেওয়া হচ্ছে।
উপজেলার খালিশা ইউনিয়নের ছোটখাতা গ্রামের ধানচাষি নুরে আলম জানান, চলতি আমন মৌসুমে তিনি ১১ বিঘা জমিতে চারা রোপণ করেছিলেন। এখন হঠাৎ উজানের ঢলে তিস্তায় পানি বৃদ্ধি পাওয়ায় খেতের উঠতি গাছ নষ্ট হতে বসেছে।
কিসামত চরের বাসিন্দা আরিফুল ইসলাম বলেন, কয়েক বিঘা জমি নদীতে গেছে। আবাদ নিয়ে অনেক শঙ্কায় থাকতে হয়। যেভাবে পানি বাড়ছে, তাতে কয়েক দিন ধানগাছ ডুবে থাকলে ক্ষতির মুখে পড়বেন চরাঞ্চলের আমন চাষিরা।
উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার আলী বলেন, তিস্তা এলাকায় প্রায় ১০ হেক্টর জমি আংশিক আক্রান্ত হয়েছে। আমরা সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। বন্যায় জমি তলিয়ে থাকার স্থায়িত্বের ওপর নির্ভর করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫