Ajker Patrika

আগুনে চা-শ্রমিকদের ঘর পুড়ে ৪ লাখ টাকা ক্ষতি

আপডেট : ২০ আগস্ট ২০২২, ১৪: ৩০
আগুনে চা-শ্রমিকদের ঘর পুড়ে ৪ লাখ টাকা ক্ষতি

মৌলভীবাজারের কমলগঞ্জে শমশেরনগর চা-বাগানের (আদমটিলা) লাইনে তিনটি বসতঘর পুড়ে গেছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় শমশেরনগর ইউনিয়নে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত চা-শ্রমিকদের।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথমে চা-শ্রমিক মিলন মির্ধার ঘরে আগুন লাগে। পরে সুমা মির্ধা ও নির্মল মির্ধার ঘর পুড়ে যায়। পরে স্থানীয় এলাকাবাসী ও কমলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

মিলন মির্ধা বলেন, আগুন লাগার কিছু সময়ের মধ্যে আমাদের সবকিছু পুরে ছাই হয়ে গেছে। কীভাবে ঘরে আগুন লেগেছে বুঝতে পারিনি। আগুনে আমাদের চার লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ইয়াকুব আলী জানান, বসত ঘরের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। প্রতিবেশী ও ফায়ার সার্ভিস এর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।

শমশেরনগর ইউপি চেয়ারম্যান জুয়েল আহমদ আগুনে পুড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহযোগিতা করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত