Ajker Patrika

অজ্ঞান পার্টির খপ্পরেই শ্রমিক আপেলের মৃত্যু

বগুড়া প্রতিনিধি
আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১৩: ৫২
অজ্ঞান পার্টির খপ্পরেই শ্রমিক আপেলের মৃত্যু

বগুড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে শ্রমিক আপেল নিহত হওয়ার আট মাস পর দুজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গতকাল শনিবার দুপুরে গ্রেপ্তার দুজনের মধ্যে একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এর আগে বৃহস্পতিবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার জাহাঙ্গীর হোসেন ও ফিরোজ মিয়া। তাঁদের মধ্যে জাহাঙ্গীর নিজে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

নিহত আপেল গাইবান্ধার সাঘাটা উপজেলার বাসিন্দা ছিলেন। তিনি টাঙ্গাইলের মির্জাপুর হাঁটুভাঙ্গা এলাকায় ইটভাটায় শ্রমিকের কাজ করতেন।

গত বছরের ৬ এপ্রিল কর্মস্থল থেকে বাড়ির উদ্দেশে ট্রাকে রওনা দেন আপেল। তবে তিনি ওই দিন বাড়ি ফেরেননি। দুই দিন পর পরিবারের সদস্যরা জানতে পারেন আপেলের মরদেহ আদমদীঘি থানায় আছে। তাঁর ভাই শাকিল আহম্মেদ লাশ শনাক্ত করে হত্যা মামলা করেন।

পুলিশ জানায়, গত বছরের ৭ এপ্রিল ভোরে আপেলসহ চার শ্রমিক উপজেলার বড় আখিড়া গ্রামে বগুড়া-নওগাঁ মহাসড়কের পূর্ব ঢাকা রোড বাইপাস মোড়ে আহত অবস্থায় পড়েছিলেন। তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন বিকেলে তাঁর মৃত্যু হয়।

জবানবন্দির বরাত দিয়ে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আলী জাহান জানান, ঘটনার দিন জাহাঙ্গীরসহ তাঁর সহযোগীরা ট্রাক নিয়ে ঘোরাফেরা করছিলেন। তাঁরা টাঙ্গাইলের মির্জাপুরে হাঁটুভাঙ্গায় পৌঁছালে পথে আপেলসহ চার শ্রমিককে গাড়ির জন্য অপেক্ষা করতে দেখেন। পরে তাঁরা যাত্রী হিসেবে আপেলসহ অন্যদের ট্রাকে ওঠান। পথে জাহাঙ্গীর দুটি কোমলপানীয়র বোতল কিনে সেখানে চেতনানাশক ওষুধ মিশিয়ে নেন। পরে তা আপেলসহ বাকি শ্রমিকদের পান করান। এরপর চারজন শ্রমিক অচেতন হয়ে পড়েন। ওই সময় জাহাঙ্গীর ও তার সহযোগীরা শ্রমিকদের কাছে থাকা মোবাইল ফোন, নগদ টাকাসহ সব লুটে নেন এবং বগুড়ার আদমদীঘি উপজেলায় তাঁদের মহাসড়কের ধারে ফেলে যান।

এসআই আলী জাহান জানান, গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জাহাঙ্গীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেও ফিরোজ স্বীকার করেননি। তাঁকে (ফিরোজ) রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

বগুড়া ডিবির ইনচার্জ সাইহান ওলিউল্লাহ জানান, গ্রেপ্তার দুজন অজ্ঞান পার্টির সদস্য। তাঁদের একটি সংঘবদ্ধ চক্র আছে। হত্যায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

গোপনে ১৯০ মিলিয়ন ডলারের নজরদারি সরঞ্জাম কিনেছিল আওয়ামী লীগ সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত