Ajker Patrika

ভর্তুকি মূল্যে কৃষিযন্ত্র পেল কৃষক

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১১: ৫৭
Thumbnail image

নরসিংদীর রায়পুরায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ৫০ শতাংশ ভর্তুকিতে এক কৃষককে কৃষিযন্ত্র (কম্বাইন্ড হারভেস্টর) দেওয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদ মাঠে আদিয়াবাদ ইউনিয়নের শিকদার পাড়ার কৃষক মো. মাহমুদউল্লাহর হাতে চাবি তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেন, নরসিংদী কৃষি সম্প্রসারণের উপপরিচালক ড. মো ছাইদুর রহমান, জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা ড. মো মাহবুবুর রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা বনি আমিন খান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো সুমন মিয়া প্রমুখ।

মাহমুদউল্লাহ বলেন, ‘ভর্তুকি মূল্যে কম্বাইন্ড হারভেস্টর পেয়ে খুবই আনন্দিত। যান্ত্রিকিকরণের মাধ্যমে কৃষিতে পরিবর্তন আনা সম্ভব। আশা করি অল্পতেই সফলতার মুখ দেখতে পারব।’

কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের মো. সাইফুল ইসলাম নামে এক কৃষককে ২৩ লাখ ৫০ হাজার টাকা মূল্যের কম্বাইন্ড হারভেস্টর মেশিন দেওয়া হয়েছে। যা সরকারিভাবে ৫০ শতাংশ ভর্তুকিতে ১১ লাখ ৭৫ হাজার টাকায় দেওয়া হয়। চলতি মৌসুমে ইতিমধ্যে দুটি কম্বাইন্ড হারভেস্টর বিতরণ করা হয়। গত বছর উপজেলায় ছয়টি বিতরণ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত