Ajker Patrika

৮ মাসেও সন্ধান মেলেনি অপহৃত সাগরের

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১৪: ৫৫
Thumbnail image

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ঢাকাইয়া শিবির এলাকার মো. নূর আহমদ তিন দশক ধরে প্রবাসে (কুয়েত) ছিলেন। সঞ্চয়ের টাকা দিয়ে দেশে ডেইরি ফার্ম করার স্বপ্ন দেখছিলেন। পরিকল্পনা অনুযায়ী কাজ শেষের আগেই স্বপ্ন পরিণত হয়েছে দুঃস্বপ্নে।

পরিবার সূত্রে জানা গেছে, পাহাড়ের আঞ্চলিক সংগঠনের পরিচয়ে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। টাকা না পাওয়ায় মো. নূর আহমদের ছেলে মো. নূরুদ্দীন সাগরকে (২৩) গত বছরের ২৩ মে রাতে বাড়ি থেকে তুলে নিয়ে যায় সন্ত্রাসীরা। এ ঘটনায় সাগরের ছোট ভাই মো. সালা উদ্দিন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে থানায় করেন।

তবে দীর্ঘ ৮ মাস অতিবাহিত হলেও এখনো সাগরের সন্ধান মেলেনি।

জানা গেছে, সাগর অপহরণের পর তাঁকে ছেড়ে দেওয়ার আশ্বাসে মোবাইলে চাঁদা নেওয়ার ঘটনায় পুলিশ এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করছে। কিন্তু সাগরের সন্ধান পাওয়া যায়নি।

গতকাল শুক্রবার সাগরের অসুস্থ বাবা প্রবাসী মো. নূর আহমদের সঙ্গে কথা হয়। তিনি কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, ‘আমি তিন দশক প্রবাসে থেকে দেশ ও পরিবারকে যা দিয়েছি, আজ সবই বিফলে গেল।’

এ ব্যাপারে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহনূর আলম বলেন, মো. নূরুদ্দীন সাগর অপহরণের মামলায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু তাঁদের কাছ থেকে অপহৃত সাগরের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তাঁকে উদ্ধারে পুলিশ এখনো কাজ করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টুঙ্গিপাড়া থানা-পুলিশকে নিরাপত্তা দিতে রাতভর সেনাবাহিনীর পাহারা

গণ-অভ্যুত্থান ও পরবর্তী পরিস্থিতি নিয়ে যা বললেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম

বগুড়ায় আওয়ামী লীগের পাঁচ নেতা-কর্মী গ্রেপ্তার

ব্যবসা গুটিয়ে নিচ্ছেন সিরামিক শিল্পের মালিকেরা

ভারতকে নিয়ে বাংলাদেশসহ প্রতিবেশীদের এত সন্দেহ কেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত