Ajker Patrika

দারুচিনির ভিন্ন ব্যবহার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ মার্চ ২০২২, ০৯: ৪৩
দারুচিনির   ভিন্ন ব্যবহার

দারুচিনি কেবল মসলা হিসেবে দারুণ, তা নয়। এটি ত্বক ও চুলের যত্নেও উপকারী।

  • ১ চা-চামচ দারুচিনির গুঁড়োর সঙ্গে পরিমাণমতো মধু মিশিয়ে পেস্ট তৈরি করুন। এটি রাতে শোয়ার আগে মুখে লাগান। শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিন। ব্রণ দূর করতে সহায়তা করবে এটি।
  • ত্বকের ব্ল্যাকহেডস দূর করতে সমপরিমাণ ওটমিলের সঙ্গে দারুচিনির গুঁড়ো পানি দিয়ে মিশিয়ে নিন। ঘন পেস্ট তৈরি করে তা দিয়ে ত্বকে ম্যাসাজ করুন। কিছুক্ষণ ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। এতে ধীরে ধীরে ব্ল্যাকহেডস থেকে মুক্তি মিলবে।
  • মুখের দুর্গন্ধ দূর করতে দারুচিনি চিবিয়ে খেতে পারেন কিংবা দারুচিনিযুক্ত পানিতে গড়গড়া করতে পারেন।
  • চুলের উজ্জ্বলতা বাড়াতে দারুচিনির গুঁড়ো ও কন্ডিশনার একসঙ্গে মিশিয়ে নিন। এটি চুলে লাগিয়ে সারা রাত রেখে দিন। সকালে ধুয়ে নিন।

সূত্র: ফ্লাস্টার বাস্টার

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত