Ajker Patrika

৬ মাসেই সড়কে ভাঙন

খান রফিক, বরিশাল
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ১১: ২২
৬ মাসেই সড়কে ভাঙন

বরিশালের বাকেরগঞ্জে কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সড়ক মাত্র ছয় মাসেই বিশখালী নদীর শাখা খালে ধসে পড়ার উপক্রম হয়েছে। এতে ঝুঁকির মুখে রয়েছে সেখানকার মাধ্যমিক বিদ্যালয়, বাজার ও মসজিদ। উপজেলার রঙ্গশ্রী ইউপির শ্যামপুর-বিরঙ্গল এক কিলোমিটারের এ পাকা সড়কটি এখন এলাকাবাসীর গলার কাঁটা। বাকেরগঞ্জের এমন ছয়টি পাকা সড়ক নামমাত্র সংস্কারে বেহাল। ঠিকাদার ও সংশ্লিষ্ট দপ্তরের অনিয়মে কোটি কোটি টাকার উন্নয়নকাজ টেকসই না হওয়ার অভিযোগ করেছেন জনপ্রতিনিধিরা। তবে সংশ্লিষ্ট দপ্তর বলেছে, সড়কগুলো বর্ষার আগেই সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে।

উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বাসিন্দাদের তথ্যমতে, শ্যামপুর-বিরঙ্গল এক কিলোমিটার পাকা সড়কটি নির্মাণ করা হয় আট মাস আগে। কিন্তু ছয় মাস পেরোনোর আগেই সড়কের কিছু অংশ পার্শ্ববর্তী খালে দেবে গেছে। এ কারণে শ্যামপুর বাজার, জামে মসজিদ, শ্যামপুর মাধ্যমিক বিদ্যালয় ভাঙনের মুখে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, বিশখালী নদীর এ শাখা খালের পাশের সড়কটি ফাটল ধরে খালের মধ্যে চলে যাচ্ছে। ঠিকাদার পাইলিং করেননি, তাই এ অবস্থা। মানুষ ভয়ে এই রাস্তা ধরে হেঁটে যায়। মাত্র ১০ হাত দূরের স্কুলভবনও ধসে যেতে পারে।

স্থানীয় রাইস মিল ব্যবসায়ী পলাশ হাওলাদার ক্ষোভ প্রকাশ করে বলেন, কাজের ছয় মাসের মধ্যেই সড়কটিতে ধস নেমেছে। এতে দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী।

শ্যামপুর মাধ্যমিক বিদ্যালয়রে প্রধান শিক্ষক নিজামুল কাদির বলেন, রাস্তা ধসের কারণে স্কুলের ছাত্র, শিক্ষকেরা আতঙ্কে আছেন। আগামী বর্ষায় রাস্তা ভেঙে স্কুলভবন ঝুঁকিতে পড়তে পারে।

স্থানীয় ইউপি সদস্য মেহেদী হাসান শামিম এ বিষয়ে বলেন, খালের পাশে পাইলিং করে সড়কটি নির্মাণ করলে এমনটা হতো না। এখন যেকোনো সময় পার্শ্ববর্তী হাইস্কুল ক্ষতিগ্রস্ত হতে পারে। তিনি এ জন্য ঠিকাদারের অবহেলাকে দায়ী করেন।

সড়কটি নির্মাণে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার নাসির মাঝি এ প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, তিনি এটি সাব ঠিকাদারের মাধ্যমে করিয়েছেন। প্রয়োজনে সড়কটি মেরামত করে দেওয়া হবে।

একইভাবে উপজেলার পাদ্রিশিবপুর ইউনিয়নের কানকি ব্রিজ থেকে মালেক কলেজ পর্যন্ত চার কিলোমিটার কার্পেটিং সড়ক দেড় বছরের মধ্যে ভেঙেচুরে তছনছ হয়ে গেছে। কোথাও পিচ আবার কোথাও ঢালাইয়ের সড়কটি দিয়ে চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। এ ছাড়া বোয়ালিয়া গরুর হাটের পেছন দিয়ে দুই কিলোমিটার সড়কটির অবস্থাও খারাপ।

এ ব্যাপারে বাকেরগঞ্জ উপজেলা এলজিইডির প্রকৌশলী আবুল খায়ের মিয়া জানান, তিনি পরিদর্শন করে দেখেছেন শ্যামপুর সড়কটির একাংশ ধসে গেছে। প্রায় ১ কোটি টাকায় নির্মিত সড়কটি আগামী বর্ষায় পরিস্থিতি নাজুক হতে পারে। যেহেতু জামানত সিকিউরিটি আছে, সেহেতু ঠিকাদারকে সড়কটি সংস্কার করে দেওয়ার জন্য নোটিশ করছেন। এটি পুনরায় মেরামত করতে হবে। অন্য সড়কগুলোও বর্ষার আগে দ্রুত কাজ শেষ করার তাগিদ দেওয়া হচ্ছে বলে জানান প্রকৌশলী আবুল খায়ের।

এদিকে বাকেরগঞ্জ পৌর এলাকার কয়েকটি সড়কও বেহাল। পৌর এলাকার ডাকবাংলা থেকে উপজেলা নির্বাচন কার্যালয় পর্যন্ত আধা কিলোমিটার সংস্কার করা হয়েছিল এক বছর আগে। ৫ নম্বর ওয়ার্ডসংলগ্ন রাস্তাটির মাঝেমধ্যে গর্ত মেরামত করা হলেও তা বছর শেষে যেই, সেই অবস্থায় পরিণত হয়েছে। যে কারণে উপজেলার হাসপাতালের কর্নার দিয়ে বৃষ্টি হলেই পানি উঠে যায়। পৌর এলাকার বাড়িবাজারের ৫০০ মিটার সড়ক নেই বললেই চলে।

পৌর পাকার মাথা থেকে শ্যামপুর বাজারের তিন কিলোমিটার সড়কের মেরামত করা অংশের কিছুটা খানাখন্দে ভরে গেছে। পরের অংশ মেয়াদোত্তীর্ণের দুই বছরেও পাকা না করার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আমিরুজ্জামান রিপন এ তথ্য স্বীকার করে বলেন, সড়কগুলো মেরামত না করা হলে আগামী বর্ষায় ভয়াবহ পরিণতি হবে।

এ ব্যাপারে বাকেরগঞ্জ পৌরসভার প্রকৌশলী শহিদুল ইসলাম জানান, ওই সড়কগুলোর টেন্ডার প্রক্রিয়াধীন আছে। দ্রুততম সময়ের মধ্যে কাজ ধরা হবে। বর্ষার আগেই যাতে শেষ হয় সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

মানবিক করিডর না ভূ-রাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত