Ajker Patrika

স্বামী ও স্ত্রীর মরদেহ উদ্ধার পুলিশের ধারণা আত্মহত্যা

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ৩০ মার্চ ২০২২, ১৩: ৫৮
স্বামী ও স্ত্রীর মরদেহ উদ্ধার পুলিশের ধারণা আত্মহত্যা

ঢাকার সাভার উপজেলার আশুলিয়া থানা এলাকার একটি বাসা থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার একটি বাড়ি থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে তাঁরা আত্মহত্যা করেছেন।

নিহতরা হলেন সাইদুল মণ্ডল (৩০) ও তাঁর স্ত্রী শাহনাজ পারভিন ববি (২৩)। সাইদুল নওগাঁর মান্দা থানার চক কেশব মণ্ডলপাড়া এলাকার সামাদ মণ্ডলের ছেলে। তিনি সৌদিপ্রবাসী। চলতি মাসের ৩ তারিখে দেশে ফেরেন তিনি। ববি একই থানার মানিহরপুর এলাকার মাজেদ প্রামাণিকের মেয়ে। তিনি আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

পুলিশ জানায়, প্রতিবেশীরা মঙ্গলবার সকাল থেকে সাইদুল ও ববির সাড়া না পেয়ে তাঁদের কক্ষে প্রবেশ করে লাশ দুটি দেখতে পান। পরে তাঁরা বিষয়টি আশুলিয়া থানায় জানান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, কক্ষের ভেতরে বিছানার ওপর ববির লাশ পড়ে ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিষপানে তাঁর মৃত্যু হয়েছে। আর সিলিং ফ্যানের সঙ্গে তাঁর স্বামী সাইদুল মণ্ডলের লাশ ঝুলছিল।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) কাজি নাসের বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে তাঁরা আত্মহত্যা করেছেন। তবে কেন ও কীভাবে তাঁরা মারা গেলেন তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তদন্ত সাপেক্ষে জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত