খুলনা প্রতিনিধি
জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে খুলনায় খাতভিত্তিক সর্বোচ্চ ভ্যাট দেওয়া পাঁচ প্রতিষ্ঠান ও এক ব্যক্তিকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার সকালে এ উপলক্ষে খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট প্রাঙ্গণে সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
সম্মাননাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো, খুলনার শিরোমণি এলাকার পোলস অ্যান্ড কংক্রিট লিমিটেড, খুলনা ডকইয়ার্ড, বাগেরহাট জেলার ফকিরহাটের সাউথ ইস্ট সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, শরীয়তপুরের বাজাজ ভিলেজ, সাতক্ষীরা জেলার শ্যামনগরের সুশীলন টাইগার পয়েন্ট। এ প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি সাতক্ষীরার শ্যামনগরের এস এম আবুল বাশারকে এ সম্মাননা দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র বলেন, ‘ভ্যাট দেশের অভ্যন্তরীণ রাজস্বের অন্যতম প্রধান উৎস। রাজস্ব ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। রাষ্ট্রের উন্নয়নে স্বতঃস্ফূর্তভাবে ভ্যাট দেওয়া প্রয়োজন।’ তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে। অর্থনৈতিক ও সামাজিক সূচকে দেশ অনেক এগিয়েছে। রাজস্ব আদায় বাড়াতে এবং করদাতাদের রাজস্ব দেওয়াতে উৎসাহ দিতে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে।’ এ সময় ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশের স্বপ্ন পূরণে সবাইকে এক সঙ্গে কাজ করার আহ্বান জানান পৌর মেয়র।
আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর জরিপ ও পরিদর্শন) প্রদ্যুৎ কুমার সরকার, খুলনা কর অঞ্চলের কর কমিশনার মো. ফারুক আহমদ ও মোংলা কাস্টম হাউসের কমিশনার মোহাম্মদ নেয়াজুর রহমান। সভাপতিত্ব করেন খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মো. সামছুল ইসলাম। অতিথিদের স্বাগত জানান যুগ্ম কমিশনার মো. মিলন শেখ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত কমিশনার মো. তাসনিমুর রহমান।
জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে খুলনায় খাতভিত্তিক সর্বোচ্চ ভ্যাট দেওয়া পাঁচ প্রতিষ্ঠান ও এক ব্যক্তিকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার সকালে এ উপলক্ষে খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট প্রাঙ্গণে সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
সম্মাননাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো, খুলনার শিরোমণি এলাকার পোলস অ্যান্ড কংক্রিট লিমিটেড, খুলনা ডকইয়ার্ড, বাগেরহাট জেলার ফকিরহাটের সাউথ ইস্ট সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, শরীয়তপুরের বাজাজ ভিলেজ, সাতক্ষীরা জেলার শ্যামনগরের সুশীলন টাইগার পয়েন্ট। এ প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি সাতক্ষীরার শ্যামনগরের এস এম আবুল বাশারকে এ সম্মাননা দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র বলেন, ‘ভ্যাট দেশের অভ্যন্তরীণ রাজস্বের অন্যতম প্রধান উৎস। রাজস্ব ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। রাষ্ট্রের উন্নয়নে স্বতঃস্ফূর্তভাবে ভ্যাট দেওয়া প্রয়োজন।’ তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে। অর্থনৈতিক ও সামাজিক সূচকে দেশ অনেক এগিয়েছে। রাজস্ব আদায় বাড়াতে এবং করদাতাদের রাজস্ব দেওয়াতে উৎসাহ দিতে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে।’ এ সময় ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশের স্বপ্ন পূরণে সবাইকে এক সঙ্গে কাজ করার আহ্বান জানান পৌর মেয়র।
আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর জরিপ ও পরিদর্শন) প্রদ্যুৎ কুমার সরকার, খুলনা কর অঞ্চলের কর কমিশনার মো. ফারুক আহমদ ও মোংলা কাস্টম হাউসের কমিশনার মোহাম্মদ নেয়াজুর রহমান। সভাপতিত্ব করেন খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মো. সামছুল ইসলাম। অতিথিদের স্বাগত জানান যুগ্ম কমিশনার মো. মিলন শেখ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত কমিশনার মো. তাসনিমুর রহমান।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
৮ দিন আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪