Ajker Patrika

সড়কে বিরাট গর্ত ঝুঁকি নিয়ে চলাচল

আপডেট : ২২ জুলাই ২০২২, ১০: ৩৩
সড়কে বিরাট গর্ত ঝুঁকি নিয়ে চলাচল

গাজীপুরের শ্রীপুরে মাওনা-গফরগাঁও আঞ্চলিক সড়কের সুতিয়া নদীর সেতুর সংযোগ সড়কের একটি অংশ দেবে গেছে। এতে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। স্থানীয়রা সড়কের দেবে যাওয়া অংশের চারপাশে লাল নিশানা বেঁধে দিয়েছেন। অন্যদিকে সংস্কারকাজ করতে দুই থেকে তিন দিন সময় লাগতে পারে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ।

গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী খন্দকার শরিফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে খবর পেয়েছি। সরেজমিন পরিদর্শন করে যথাযথ পদক্ষেপ নিতে বলা হয়েছে সংশ্লিষ্টদের। তবে গর্ত যেহেতু ঝুঁকিপূর্ণ স্থানে, এ জন্য প্রাথমিক সংস্কার করা হবে। পরবর্তীতে স্থায়ীভাবে সমাধানের ব্যবস্থা নেওয়া হবে। তবে সংস্কার হতে দুই-তিন দিন সময় লাগতে পারে।’

জানা গেছে, বৃহস্পতিবার ভোরে উপজেলার কাওরাইদ ইউনিয়নের সুতিয়া নদীতে নির্মিত ত্রিমোহিনী সেতুর শ্রীপুর অংশের বড় একটি অংশ দেবে যায়। এতে গভীর গর্তের সৃষ্টি হয়ে নিচ থেকে বালু ও মাটি সরে গেছে। যত সময় যাচ্ছে, ততই গর্ত বড় হচ্ছে। দেবে যাওয়া গর্তের চারপাশে বেঁধে দেওয়া হয়েছে লাল কাপড়ের নিশানা।

স্থানীয় বাসিন্দা মোস্তাফিজুর রহমান বলেন, ‘সকালে এসে দেখি সেতুর প্রবেশমুখের বড় একটি অংশ দেবে নিচে পড়ে গেছে। এরপর আমরা কয়েকজন মিলে লাল নিশানা উড়িয়ে দিয়েছি। যে ধরনের ভাঙন শুরু হয়েছে, তাতে মনে হচ্ছে ভারি বৃষ্টি হলে সেতু পুরোপুরি ভেঙে পড়বে।’

নান্দিয়া সাঙ্গুন গ্রামের বাসিন্দা মো. নজরুল ইসলাম বলেন, ‘হঠাৎ সেতুর বড় একটি অংশ দেবে যায়। এখানে কম করে হলেও ২০ ফুট গভীর গর্তের সৃষ্টি হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সংস্কার না হলে সেতুর বড় ধরনের ক্ষতি হবে।’

সিএনজিচালিত অটোরিকশাচালক মো. ইব্রাহিম আলম বলেন, সেতুতে প্রবেশের দুটি লেনের একটি অংশ দেবে গেছে। ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। দ্রুতগতির গাড়ি চলাকালে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।’

কাওরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আজিজুল হক আজিজ বলেন, ‘স্থানীয় ইউপি সদস্যকে ঝুঁকিপূর্ণ স্থানে নিরাপত্তার নির্দেশ দেওয়া হয়েছে। আশা করি, সেতুর প্রবেশমুখে কোনো ধরনের দুর্ঘটনা ঘটবে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত