Ajker Patrika

ছেলের লাশ নিয়ে মায়ের বিলাপের ভিডিও ভাইরাল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২০ নভেম্বর ২০২১, ১৭: ১৩
Thumbnail image

চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) হাসপাতালে মারা যাওয়া ছেলের মরদেহের সামনে মা ফিরোজা বেগমের বিলাপের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এ ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে।

ফিরোজা মিরসরাইয়ের শাহেরখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড নোয়াপাড়া গ্রামের জহুরুল হকের স্ত্রী।

জানা গেছে, ফিরোজা অসুস্থ ছেলেকে নিয়ে গত বৃহস্পতিবার সকালে চমেক হাসপাতালে যান। চিকিৎসক তাঁর ছেলেকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, আলা উদ্দিন (৪০) হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

ফিরোজার কাছে ছেলের মরদেহ গ্রামের বাড়িতে নেওয়ার জন্য ভাড়া এবং দাফনের খরচ ছিল না। হাসপাতালের সামনে অসহায় হয়ে ছেলের মরদেহ নিয়ে বিকেল ৪টা পর্যন্ত আহাজারি করতে থাকেন। খবর পেয়ে একটি স্বেচ্ছাসেবী সংগঠন গাড়ি ভাড়া ও মরদেহ দাফনের জন্য ১০ হাজার দেন। তারা ফেসবুক লাইভে বলেন, এভাবে আর কোনো মা যেন আমাদের সমাজে অর্থের অভাবে সন্তানের মরদেহ নিয়ে কাঁদতে না হয়।

ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন বলেন, মানবিক শওকত নামে একটি পেজে আলা উদ্দিনের ঘটনাটি কাউকে অবহিত না করে ঢালাওভাবে অভিযোগ করা হচ্ছে। আমাদের একটু অবহিত করলে মরদেহ বহন ও দাফনসহ সব ব্যবস্থা হয়ে যেত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত