Ajker Patrika

বিনা ভোটে সদস্য হলেন আয়েশা

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১৬: ১৫
বিনা ভোটে সদস্য হলেন আয়েশা

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর আব্দুল্লাপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ডের সদস্য পদে (মহিলা) আয়েশা আক্তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। গত রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ওই আসনে সংরক্ষিত নারী সদস্য প্রার্থী শাহানা বেগম মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এতে ওই পদে আয়েশা আক্তার ছাড়া আর কোনো প্রার্থী নেই।

আয়েশা আক্তার খয়েরপুর আব্দুল্লাপুর ইউনিয়নের আব্দুল্লাপুর গ্রামের সৌদিপ্রবাসী রাষ্ট্র মিয়ার স্ত্রী।

আয়েশা আক্তার বলেন, ‘আমি দীর্ঘ দিন ধরে সামাজিক বিভিন্ন সংগঠনের মাধ্যমে মানুষের জন্য কাজ করছি। এখন জনপ্রতিনিধি হিসেবে কাজ করব। সে জন্য সবার সহযোগিতা চাই।’

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা (কলমা খয়েরপুর-আব্দল্লাপুর) মোহাম্মদ আশরাফুল আলম বলেন, ‘এই আসনে দুটি মনোনয়নপত্র দাখিল করা হয়। গত রোববার একটি প্রত্যাহার হওয়ায়, আয়েশা আক্তার বেসরকারি ভাবে নির্বাচিত হলেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত