কাউছার আলম, পটিয়া (চট্টগ্রাম)
চট্টগ্রামের পটিয়ায় সম্প্রতি দেড় সপ্তাহের ব্যবধানে চাঞ্চল্যকর তিনটি সংঘাতের ঘটনায় রাজনীতির মাঠ উত্তপ্ত হয়ে পড়েছে। অভিযোগ আছে জ্যেষ্ঠ নেতাদের নিজেদের মধ্যে দলাদলি, নির্বাচনী ইস্যু, প্রভাব প্রতিপত্তি ও ক্ষমতা ধরে রাখতে এই সংঘাতের সৃষ্টি।
জানা গেছে, সম্প্রতি যুবলীগ নেতাদের লক্ষ্য করে প্রতিপক্ষ লোকজনের ব্রাশফায়ার, আওয়ামী লীগ নেতাকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে নির্যাতন ও প্রভাবশালী ইউপি চেয়ারম্যানের ভাই হত্যার বিষয়গুলো উপজেলাটির মূল আলোচ্য বিষয়।
প্রথম ঘটনা ঘটেছে গত ২০ এপ্রিল রাতে। পূর্বপরিকল্পিতভাবে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আমজুর হাট এলাকায় সড়কে বাধা সৃষ্টি করে পটিয়ায় যুবলীগের তিন নেতাকে ব্রাশফায়ার ও কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনা ঘটে। এর দুই দিন পর গুলিবিদ্ধ যুবলীগ নেতা সাইফুল ইসলাম বাদী হয়ে ১৪ জন আসামির নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও চার-পাঁচজনের বিরুদ্ধে পটিয়া থানায় মামলা করেন। তবে ঘটনার ২৫ দিন পার হলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
মামলার বাদী যুবলীগ নেতা সাইফুল ইসলাম বলেন, ‘রাজনৈতিকভাবে হুইপ সামশুল হক চৌধুরী পটিয়ায় দেউলিয়া হতে যাচ্ছেন। তা বুঝতে পেরেই পরিকল্পিতভাবে আমাদের ওপর ব্রাশফায়ার করে হত্যাচেষ্টা চালিয়েছেন।’
এদিকে ২২ এপ্রিল রাতে কাশিয়াইশ ইউনিয়নের বুধপুরা বাজারে চেয়ারম্যান আবুল কাশেমের ছোট ভাই মো. সোহেল ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এ সময় আরও তিনজন ছুরিকাঘাতে আহত হন। সেদিন সোহেল নিহত হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে তাঁর স্বজন ও চেয়ারম্যানের লোকজন বুধপুরা এলাকায় গাড়ি ভাঙচুর ও প্রতিপক্ষ স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ কাইছের বাড়ি ও তাঁর সমর্থকসহ বুধপুরা এলাকার মানুষের ঘরবাড়ি ভাঙচুর করার অভিযোগ পাওয়া যায়।
এদিকে ২৯ এপ্রিল পটিয়ার হাইদগাঁও ইউনিয়নে আওয়ামী লীগের ইফতার মাহফিলে ব্যানারে চেয়ারম্যানের নাম না থাকাকে কেন্দ্র করে ইউপি নির্বাচনে আওয়ামী লীগ থেকে বহিষ্কার হওয়া চেয়ারম্যান বি এম জসিমের নেতৃত্বে একদল দুর্বৃত্ত হামলা করে। এদিন শুক্রবার বেলা তিনটার দিকে হাইদগাঁও ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে ঘটনাটি ঘটে।
আহত আওয়ামী লীগ নেতা জিতেন কান্তি গুহকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় চেয়ারম্যান বি এম জসিম ও তাঁর ছেলে মুশফিক উদ্দিন ওয়াসি, আইয়ুব ও ইন্দ্রজিৎ চৌধুরী লিওসহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা-পুলিশ। অন্য আসামিদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন পরিদর্শক ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম।
দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য সেলিম নবী আজকের পত্রিকাকে বলেন, ‘সাংসদ নিজস্ব বলয় তৈরি করে বহিরাগতদের নিয়ে কমিটি করেছেন। যার কারণেই সম্প্রতি এমন অনেক ঘটনা ঘটেছে।’
পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বলেন, ‘সম্প্রতি ঘটে যাওয়া বিচ্ছিন্ন ঘটনা সমূহ আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে। যারা দোষী সাব্যস্ত হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে তারা।’
পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বিজন চক্রবর্তী বলেন, ‘ইতিমধ্যে স্থানীয়ভাবে সংঘটিত প্রত্যেকটি ঘটনা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দুষ্কৃতকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য দল এবং প্রশাসন ব্যবস্থা নিয়েছে।’
চট্টগ্রামের পটিয়ায় সম্প্রতি দেড় সপ্তাহের ব্যবধানে চাঞ্চল্যকর তিনটি সংঘাতের ঘটনায় রাজনীতির মাঠ উত্তপ্ত হয়ে পড়েছে। অভিযোগ আছে জ্যেষ্ঠ নেতাদের নিজেদের মধ্যে দলাদলি, নির্বাচনী ইস্যু, প্রভাব প্রতিপত্তি ও ক্ষমতা ধরে রাখতে এই সংঘাতের সৃষ্টি।
জানা গেছে, সম্প্রতি যুবলীগ নেতাদের লক্ষ্য করে প্রতিপক্ষ লোকজনের ব্রাশফায়ার, আওয়ামী লীগ নেতাকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে নির্যাতন ও প্রভাবশালী ইউপি চেয়ারম্যানের ভাই হত্যার বিষয়গুলো উপজেলাটির মূল আলোচ্য বিষয়।
প্রথম ঘটনা ঘটেছে গত ২০ এপ্রিল রাতে। পূর্বপরিকল্পিতভাবে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আমজুর হাট এলাকায় সড়কে বাধা সৃষ্টি করে পটিয়ায় যুবলীগের তিন নেতাকে ব্রাশফায়ার ও কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনা ঘটে। এর দুই দিন পর গুলিবিদ্ধ যুবলীগ নেতা সাইফুল ইসলাম বাদী হয়ে ১৪ জন আসামির নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও চার-পাঁচজনের বিরুদ্ধে পটিয়া থানায় মামলা করেন। তবে ঘটনার ২৫ দিন পার হলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
মামলার বাদী যুবলীগ নেতা সাইফুল ইসলাম বলেন, ‘রাজনৈতিকভাবে হুইপ সামশুল হক চৌধুরী পটিয়ায় দেউলিয়া হতে যাচ্ছেন। তা বুঝতে পেরেই পরিকল্পিতভাবে আমাদের ওপর ব্রাশফায়ার করে হত্যাচেষ্টা চালিয়েছেন।’
এদিকে ২২ এপ্রিল রাতে কাশিয়াইশ ইউনিয়নের বুধপুরা বাজারে চেয়ারম্যান আবুল কাশেমের ছোট ভাই মো. সোহেল ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এ সময় আরও তিনজন ছুরিকাঘাতে আহত হন। সেদিন সোহেল নিহত হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে তাঁর স্বজন ও চেয়ারম্যানের লোকজন বুধপুরা এলাকায় গাড়ি ভাঙচুর ও প্রতিপক্ষ স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ কাইছের বাড়ি ও তাঁর সমর্থকসহ বুধপুরা এলাকার মানুষের ঘরবাড়ি ভাঙচুর করার অভিযোগ পাওয়া যায়।
এদিকে ২৯ এপ্রিল পটিয়ার হাইদগাঁও ইউনিয়নে আওয়ামী লীগের ইফতার মাহফিলে ব্যানারে চেয়ারম্যানের নাম না থাকাকে কেন্দ্র করে ইউপি নির্বাচনে আওয়ামী লীগ থেকে বহিষ্কার হওয়া চেয়ারম্যান বি এম জসিমের নেতৃত্বে একদল দুর্বৃত্ত হামলা করে। এদিন শুক্রবার বেলা তিনটার দিকে হাইদগাঁও ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে ঘটনাটি ঘটে।
আহত আওয়ামী লীগ নেতা জিতেন কান্তি গুহকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় চেয়ারম্যান বি এম জসিম ও তাঁর ছেলে মুশফিক উদ্দিন ওয়াসি, আইয়ুব ও ইন্দ্রজিৎ চৌধুরী লিওসহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা-পুলিশ। অন্য আসামিদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন পরিদর্শক ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম।
দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য সেলিম নবী আজকের পত্রিকাকে বলেন, ‘সাংসদ নিজস্ব বলয় তৈরি করে বহিরাগতদের নিয়ে কমিটি করেছেন। যার কারণেই সম্প্রতি এমন অনেক ঘটনা ঘটেছে।’
পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বলেন, ‘সম্প্রতি ঘটে যাওয়া বিচ্ছিন্ন ঘটনা সমূহ আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে। যারা দোষী সাব্যস্ত হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে তারা।’
পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বিজন চক্রবর্তী বলেন, ‘ইতিমধ্যে স্থানীয়ভাবে সংঘটিত প্রত্যেকটি ঘটনা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দুষ্কৃতকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য দল এবং প্রশাসন ব্যবস্থা নিয়েছে।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
২ দিন আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪