Ajker Patrika

মির্জাপুরে দুর্গাপূজা ২৫০টি মণ্ডপে

মির্জাপুর প্রতিনিধি
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ১৬: ৫০
Thumbnail image

মির্জাপুরের ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ২৫০টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হচ্ছে। উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি সরকার হিতেশ চন্দ্র পুলক ও থানা-পুলিশ এ তথ্য জানান। এর মধ্যে দানবীর রনদা প্রসাদ সাহা পূজা মণ্ডপ ঘিরে উপজেলায় আকর্ষণ বেশি।

মির্জাপুর থানা-পুলিশ সূত্র জানায়, পৌরসভায় ৫০টি, আজগানা ইউনিয়নে দুটি, বাঁশতৈল ইউনিয়নে তিনটি, তরফপুর ইউনিয়নে সাতটি, লতিফপুর ইউনিয়নে ১৮টি, গোড়াই ইউনিয়নে ২০টি, ভাওড়া ইউনিয়নে তিনটি, উয়ার্শি ইউনিয়নে ১৩টি, আনাইতারা ইউনিয়নে আটটি, মহেড়া ইউনিয়নে ১১টি, জামুর্কি ইউনিয়নে ৩২টি, বানাইল ইউনিয়নে ২০টি, ভাদগ্রাম ইউনিয়নে ৩২টি, বহুরিয়া ইউনিয়নে ১৩টি ও ফতেপুর ইউনিয়নে ১৬টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে। গত বছর উপজেলার ২০৮টি মণ্ডপে পূজা হয়েছিল।

এদিকে দানবীর রনদা প্রসাদ সাহা পূজা মণ্ডপ দেখতে মন্ত্রী-সাংসদ, বিদেশি কূটনৈতিকসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা আসবেন। তাঁরা কুমুদিনী কমপ্লেক্স ও দানবীর রনদা প্রসাদ সাহার গ্রামের বাড়িও পরিদর্শনে যাবেন। এ জন্য সাহাপাড়া গ্রামেও চলছে সাজসজ্জ্বা।

উপজেলা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু প্রমথেস গোষ্মামী শঙ্কর বলেন, স্বাস্থ্য বিধি মেনে পূজা উদ্‌যাপনের প্রস্তুতি নিচ্ছেন তাঁরা।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিজাউল হক শেখ দীপু বলেন, মণ্ডপে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে পূজা উদ্‌যাপনের লক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছেন।

ইউএনও মো. হাফিজুর রহমান বলেন, মণ্ডপে সামাজিক নিরাপত্তা বজায় রেখে পূজা উদ্‌যাপনের জন্য প্রশাসন থেকে সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত