Ajker Patrika

মেয়র ও চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ১৫: ৫৩
মেয়র ও চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

পঞ্চম ধাপে অনুষ্ঠেয় নোয়াখালীর চাটখিলে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পৌর মেয়র ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে হয়রানির অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থীরা। উপজেলা প্রশাসন আয়োজিত এক মতবিনিময় সভায় তাঁরা এই অভিযোগ করেন।

এ সময় জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), জেলা নির্বাচন কর্মকর্তাসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় উপজেলার বদলকোট ইউপির বর্তমান চেয়ারম্যান প্রার্থী সোলেমান শেখ বলেন, উপজেলা আওয়ামী লীগের ক্ষমতাধর ব্যক্তিরা নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। এ বিষয়ে তিনি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেন।

প্রার্থীরা মেয়র নিজাম উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন করে বলেন, তিনি বিভিন্ন রকম হুমকি দিচ্ছেন। তিনি সরকারি গাড়ি ব্যবহার করে নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছেন। বিভিন্ন নির্বাচনী সভায় উস্কানিমূলক বক্তব্য দিয়ে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছেন।

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা নির্বাচন কর্মকর্তা রবিউল আলম বলেন, পৌর মেয়র সরকারি গাড়ি ব্যবহার করতে পারবেন না। উস্কানিমূলক বক্তব্য দেওয়া যাবে না। তবে তিনি শান্তিপূর্ণ নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবেন।

জেলা প্রশাসক মো. খোরশেদ আলম বলেন, ‘উপজেলায় একটি শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে আমরা কাজ করছি। কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া রয়েছে। প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষার কাজে প্রয়োজনীয় সংখ্যক সদস্য দায়িত্ব পালন করবেন।

পুলিশ সুপার শহিদুল ইসলাম বলেন, ‘নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে অভিযোগ করতে হবে। ফৌজদারী অপরাধের অভিযোগ দিতে হবে থানায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

বিড়াল নির্যাতনের ঘটনায় গ্রামীণফোন ও অ্যারিস্টোফার্মা কেন আলোচনায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত