Ajker Patrika

সেতু নির্মাণের বছর পার হয়নি সংযোগ সড়ক

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৯ আগস্ট ২০২২, ১১: ১৩
সেতু নির্মাণের বছর পার  হয়নি সংযোগ সড়ক

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ইছামতি নদীর ওপর সেতু নির্মিত হলেও তৈরি হয়নি সংযোগ সড়ক। উপজেলার রাজানগর-নয়ানগর এলাকায় ইছামতি নদীর ওপর ৩ কোটি ৯৯ লাখ টাকা ব্যয়ে এই সেতু নির্মাণকাজ শেষ হয়েছে ১ বছর আগে। কিন্তু সেতুর সংযোগ সড়ক না থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজারো মানুষের। স্থানীয় বাসিন্দাদের দাবি দ্রুত এই সেতুর সংযোগ সড়ক নির্মাণ করা হোক। অন্যদিকে উপজেলা প্রশাসন বলছে, এই সেতুর সংযোগ সড়ক করার জন্য জায়গা নিয়ে সমস্যা ছিল। সেটার সমাধান করে সংযোগ সড়কের কাজ ধরা হয়েছে। শিগগিরই এই কাজ শেষ হবে।

গত মঙ্গলবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, রাজানগর বাজারের পূর্ব পাশে ইছামতি নদীর ওপর এই সেতুটি নির্মিত হয়েছে। কিন্তু সেতুর নেই কোনো সংযোগ সড়ক। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ৩ বছর আগে সেতুটির কাজ শুরু হলেও নানা কারণে দীর্ঘদিন কাজ বন্ধ ছিল। মূল সেতুর নির্মাণকাজ এক বছর আগে শেষ হলেও নির্মাণ করা হয়নি সংযোগ সড়ক। তাই এই পথে কোনো ধরনের যানবাহন চলাচল করে না। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত এই পথে চলাচল করে হাজারো মানুষ।

নয়ানগর গ্রামের বাসিন্দা বিপ্লব আসাদ বলেন, ‘এত টাকা খরচ করে সেতু নির্মাণ করা হয়েছে। অথচ ঠিকাদারের অবহেলায় আমরা সুফল ভোগ করতে পারছি না। এক বছর আগে সেতুটি নির্মাণ হওয়ার পরও মানুষের কাজে আসছে না। শুধুমাত্র সংযোগ সড়ক তৈরি করে দিলেই সেতুতে ছোট-বড় যানবাহন চলাচল করতে পারবে। আশপাশের মানুষের ভোগান্তি কমবে।’

আম্বিয়া বেগম নামের আরেক বাসিন্দা বলেন, ‘বাজারে আসতে হলে আমাদের এই সেতু পার হতে হয়। খুব কষ্টে এপাশ থেকে ওপাশ যেতে হয়। সেতু নির্মাণ হয়েছে, কিন্তু রাস্তা বানায় দেয় নাই। তাড়াতাড়ি রাস্তা বানিয়ে দিলে আমাদের জন্য অনেক উপকার হয়।’

রাজানগর ইউপি চেয়ারম্যান মো. মজিবর রহমান বলেন, ‘এক বছর আগে এই সেতুর নির্মাণকাজ শেষ হলেও সংযোগ সড়ক নির্মাণ করেননি ঠিকাদার। অনেক বলার পর অবশেষে কাজ শুরু করেছেন তাঁরা। আমি চাই, দ্রুত সংযোগ সড়কের কাজ শেষ হোক। অনেক দিন ধরেই দুর্ভোগ পোহাচ্ছে ইউনিয়নবাসী। আমি চাই, তাঁদের যেন আর দুর্ভোগ না হয়। সে জন্য ঠিকাদার দ্রুত কাজ শেষ করে দেবেন।’

এ নিয়ে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী মো. রেজাউল ইসলাম বলেন, এই সেতুর সংযোগ সড়ক করার জন্য জায়গা নিয়ে সমস্যা ছিল। সেটার সমাধান করে সংযোগ সড়কের কাজ ধরা হয়েছে। শিগগিরই এই কাজ শেষ হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত