Ajker Patrika

নড়বড়ে সাঁকো পারাপারে ঝুঁকি

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ১৪: ৫৯
নড়বড়ে সাঁকো পারাপারে ঝুঁকি

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের টংকাবতী খালের ওপরের কাঠের সাঁকোটি নড়বড়ে। পারাপারের সময় দুলে ওঠে। এভাবেই ৪ গ্রামের মানুষ ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন।

জানা গেছে, প্রায় ১৫ বছর আগে এলাকাবাসীর উদ্যোগে প্রথমে বাঁশের সাঁকো বানানো হয়। এটি ভেঙে গেলে পরে কাঠের সাঁকো নির্মাণ করেন তাঁরা। প্রতিদিন এ পথে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ঘোনা পাড়া, চৌধুরী পাড়া, সৈয়দ পাড়া হারিকুল পাড়া, নুর আহমদ চৌধুরী পাড়া গ্রামের শত শত মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছেন।

এমনকি সাঁকোটি দিয়ে স্কুল, কলেজ ও মাদ্রাসা পড়ুয়া বহু শিক্ষার্থী যাতায়াত করেন। সুফি ফতেহ আলী ওয়াইসি মহিলা মাদ্রাসা, উত্তর আমিরাবাদ এমবি উচ্চ বিদ্যালয়, উত্তর আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বার আউলিয়া ডিগ্রি কলেজের বহু শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে সাঁকোটি পেরোন।

আমিরাবাদ বটতলী মোটর স্টেশন, পদুয়া বাজারে কৃষকদের বিভিন্ন পণ্য বিক্রি করতে ঝুঁকিপূর্ণ সাঁকোটি পার হতে গিয়ে ভোগান্তিতে পড়েন। অসুস্থ মানুষকেও যাতায়াতে দুর্ভোগের শিকার হতে হয়। শুষ্ক মৌসুমে সমস্যা কম হলেও বর্ষায় দুর্ভোগ বাড়ে।

এলাকার বাসিন্দা নুরুল কবির (৬০) বলেন, তিনি ‘সাঁকো দিয়ে হেঁটে যেতে না পেরে ভয়ে বসে বসে পার হই। একদিন সাঁকো থেকে নিচে পড়ে গিয়েছিলাম।’

সরেজমিন দেখা যায়, প্রায় ৭০ ফুট দৈর্ঘ্যের কাঠের সাঁকোটি উঁচু-নিচু। পারাপারের সময় সাঁকোটি দোলে। বার আউলিয়া ডিগ্রি কলেজের কয়েকজন শিক্ষার্থী জানান, ঝুঁকিপূর্ণ সাঁকো পার হয়ে কলেজে যেতে হয়। টংকাবতী খালের ওপর সাঁকোর স্থানে একটি সেতু বানানো জলে শিক্ষার্থীসহ এলাকাবাসীর যাতায়াতে সুবিধা হবে।

উত্তর আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. হেলাল উদ্দিন বলেন, ‘আমরা এলাকাবাসীর সহযোগিতা নিয়ে যাতায়াতের সুবিধার্থে প্রথমে বাঁশের সাঁকো নির্মাণ করেছি। এটি ভেঙে গেলে পরে কাঠের সাঁকো বানানো হয়। এলাকাবাসীর ভোগান্তির কথা বিবেচনা করে দ্রুত এখানে একটি ব্রিজ নির্মাণ করা জরুরি।’

আমিরাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম ইউনুচ বলেন, ‘স্থানটিতে সেতু না থাকায় মানুষের দুর্ভোগ হচ্ছে। এখানে একটি সেতু নির্মাণের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) আবেদন করা হয়েছে। মাননীয় এমপি মহোদয়ের ডিও লেটারের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।’

লোহাগাড়া উপজেলা প্রকৌশলী মো. ইফরাদ বিন মুনীর বলেন, ‘টংকাবতী খালের ওই স্থানে সেতু নির্মাণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত