Ajker Patrika

রামচরণের নায়িকা হবেন রাভিনাকন্যা রাশা

বিনোদন ডেস্ক
আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ০৮: ১১
রামচরণের নায়িকা হবেন রাভিনাকন্যা রাশা

মা অভিনেত্রী রাভিনা ট্যান্ডনের মতো অভিনয়ে আগ্রহ মেয়ে রাশা থাডানির। মাত্র স্কুলের গণ্ডি পেরিয়েছেন। লেখাপড়ায় খুব ভালো। তবে স্বপ্ন দেখেন মায়ের মতো অভিনেত্রী হওয়ার। এরই মধ্যে বিভিন্ন সিনেমার জন্য অডিশন দেওয়া শুরু করেছেন। টাইমস অব ইন্ডিয়া গতকাল জানিয়েছে, বলিউড নয়, একটি দক্ষিণি সিনেমা দিয়ে শুরু হবে রাশার অভিনয়ের যাত্রা। ওই সিনেমায় তাঁর নায়ক হবেন ‘আরআরআর’খ্যাত দক্ষিণি তারকা রামচরণ।

রাশা থাডানিকিছুদিন আগে দক্ষিণি পরিচালক বুচি বাবুর একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন রামচরণ। প্রায় ৩০০ কোটি রুপি বাজেটের প্যান-ইন্ডিয়ান সিনেমাটি তৈরি হবে ক্রীড়াজগতের কোনো এক বিশেষ কাহিনির ওপর ভিত্তি করে। এরই মধ্যে প্রি-প্রোডাকশন শুরু হয়েছে। এ সিনেমায় রাশা থাডানি অভিনয় করবেন প্রধান নারী চরিত্রে। নির্মাতাদের সঙ্গে প্রাথমিক কথাবার্তা হয়েছে। সব ঠিক থাকলে শিগগির চুক্তি স্বাক্ষর করবেন রাভিনাকন্যা।

অন্যদিকে বলিউডেও রাশার একটি সিনেমা চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ওটিটি প্লে। ওই সিনেমায় রাশার নায়ক হবেন অজয় দেবগনের ভাইপো আমান দেবগন। এটি আমানেরও প্রথম সিনেমা। এই দুই নতুন মুখ নিয়ে একটি অ্যাকশন-অ্যাডভেঞ্চার সিনেমা বানাতে চলেছেন অভিষেক কাপুর। আমান ও রাশা এখন অ্যাকশন দৃশ্যগুলোর জন্য প্রশিক্ষণ নিচ্ছেন। এখন দেখার বিষয়, অভিষেকের সিনেমাটি দিয়েই কি অভিষেক হবে রাশার; নাকি তার আগেই রামচরণের নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করবেন রাভিনাকন্যা?

রাশা থাডানিসম্প্রতি এক সাক্ষাৎকারে রাভিনা ট্যান্ডন জানিয়েছেন, মেয়ে রাশা অভিনয় করতে চাইলেও তাঁকে আগে লেখাপড়া শেষ করার পরামর্শ দিয়েছেন তিনি। রাভিনা বলেন, ‘রাশা লেখাপড়ায় বেশ ভালো। অভিনয়টা ওর প্যাশন। আমি বারণও করছি না। তবে আগে লেখাপড়া শেষ করতে হবে। বিনোদনজগৎ অনিশ্চয়তায় ভরা। ওর সিনেমা যদি বাণিজ্যিক সাফল্য না-ও পায়, তাহলে ওর কাছে সুযোগ থাকবে অন্য কোনো পেশা বেছে নেওয়ার।’

২০০৪ সালে ফিল্ম ডিস্ট্রিবিউটর অনিল থাডানিকে বিয়ে করেন রাভিনা। রাশা তাঁদেরই মেয়ে। কাজ শুরু না করলেও এখন থেকেই সোশ্যাল মিডিয়া সেনসেশন রাশা। ইনস্টাগ্রামে তাঁকে ফলো করেন প্রায় আট লাখ নেটিজেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

সাতকানিয়ায় ডাকাত পড়েছে বলে মাইকে ঘোষণা দিয়ে মারধর, নিহত ২

ইউএনওর সামনেই ৪ জামায়াত নেতাকে পেটালেন বিএনপি নেতারা

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত