Ajker Patrika

মারা যাওয়ার আগে যে অনুভূতি হয়

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৯: ১৬
মারা যাওয়ার আগে যে অনুভূতি হয়

মানুষ যখন মারা যান এর ঠিক আগমুহূর্তে আসলে কী ঘটে? দীর্ঘদিন ধরেই এ প্রশ্নের উত্তর খুঁজে চলেছেন বিজ্ঞানীরা। সম্প্রতি কানাডার একদল গবেষক পেয়েছেন অদ্ভুত কিছু উত্তর। মারা যাওয়ার ঠিক আগমুহূর্তে মস্তিষ্কে যে তরঙ্গ দেখা যায়, তা স্বপ্ন দেখা কিংবা অতীত স্মৃতি স্মরণ করার সময়কার তরঙ্গের মতো। অর্থাৎ মারা যাওয়ার আগে হুট করেই জীবনের এক ঝলক এসে হানা দেয় মস্তিষ্কে।

কানাডার ভ্যাঙ্কুভারের গবেষণা দলটির সদস্য আজমল জেমার সংবাদমাধ্যম বিবিসিকে জানান, একটি গবেষণার অংশ হিসেবে মস্তিষ্কের তরঙ্গ পরিমাপ করতে তারা ৮৭ বছর বয়সী এক মৃগী রোগীকে পর্যবেক্ষণ করছিলেন। কিন্তু স্নায়ুবিক তথ্য নেওয়ার সময় লোকটি মারাত্মক হার্ট অ্যাটাকে মারা যান। অপ্রত্যাশিত এ ঘটনার পর কাকতালীয়ভাবে মারা যাওয়ার আগের সময়কার মস্তিষ্কের তরঙ্গ পেয়ে যান তারা।

গত মঙ্গলবার ফ্রন্টিয়ার্স ইন এইজিং নিউরোসায়েন্স সাময়িকীকে প্রাপ্ত তথ্য প্রকাশ করে গবেষণা দলটি। এতে বলা হয়, মানুষ স্বপ্ন দেখা কিংবা অতীত স্মৃতি স্মরণ করার সময় তার মস্তিষ্কে যে তরঙ্গ দেখা যায়, ওই ব্যক্তি মারা যাওয়ার ৩০ সেকেন্ড আগে ঠিক সেই অনুভূতি হয়েছিল। এর আগে কখনোই এ জাতীয় তথ্য পাওয়া যায়নি বলে দাবি তাদের।

তার মানে কি আমরা ওই সময় প্রিয়জন কিংবা সুখের স্মৃতির ঝলক ফিরে পাব? এমন প্রশ্নের উত্তরে আজমল জেমার বলেন, এটি নিশ্চিত করে বলা অসম্ভব। কার জীবনে কী স্মরণীয়, তা বলা মুশকিল। লুইসভিল বিশ্ববিদ্যালয়ের এ নিউরোসার্জন বলেন, ঠিক কখন মানুষ মারা যায়—এ নিয়ে রহস্যও এখন আরও ঘনীভূত হলো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত