আজকের পত্রিকা ডেস্ক
মানুষ যখন মারা যান এর ঠিক আগমুহূর্তে আসলে কী ঘটে? দীর্ঘদিন ধরেই এ প্রশ্নের উত্তর খুঁজে চলেছেন বিজ্ঞানীরা। সম্প্রতি কানাডার একদল গবেষক পেয়েছেন অদ্ভুত কিছু উত্তর। মারা যাওয়ার ঠিক আগমুহূর্তে মস্তিষ্কে যে তরঙ্গ দেখা যায়, তা স্বপ্ন দেখা কিংবা অতীত স্মৃতি স্মরণ করার সময়কার তরঙ্গের মতো। অর্থাৎ মারা যাওয়ার আগে হুট করেই জীবনের এক ঝলক এসে হানা দেয় মস্তিষ্কে।
কানাডার ভ্যাঙ্কুভারের গবেষণা দলটির সদস্য আজমল জেমার সংবাদমাধ্যম বিবিসিকে জানান, একটি গবেষণার অংশ হিসেবে মস্তিষ্কের তরঙ্গ পরিমাপ করতে তারা ৮৭ বছর বয়সী এক মৃগী রোগীকে পর্যবেক্ষণ করছিলেন। কিন্তু স্নায়ুবিক তথ্য নেওয়ার সময় লোকটি মারাত্মক হার্ট অ্যাটাকে মারা যান। অপ্রত্যাশিত এ ঘটনার পর কাকতালীয়ভাবে মারা যাওয়ার আগের সময়কার মস্তিষ্কের তরঙ্গ পেয়ে যান তারা।
গত মঙ্গলবার ফ্রন্টিয়ার্স ইন এইজিং নিউরোসায়েন্স সাময়িকীকে প্রাপ্ত তথ্য প্রকাশ করে গবেষণা দলটি। এতে বলা হয়, মানুষ স্বপ্ন দেখা কিংবা অতীত স্মৃতি স্মরণ করার সময় তার মস্তিষ্কে যে তরঙ্গ দেখা যায়, ওই ব্যক্তি মারা যাওয়ার ৩০ সেকেন্ড আগে ঠিক সেই অনুভূতি হয়েছিল। এর আগে কখনোই এ জাতীয় তথ্য পাওয়া যায়নি বলে দাবি তাদের।
তার মানে কি আমরা ওই সময় প্রিয়জন কিংবা সুখের স্মৃতির ঝলক ফিরে পাব? এমন প্রশ্নের উত্তরে আজমল জেমার বলেন, এটি নিশ্চিত করে বলা অসম্ভব। কার জীবনে কী স্মরণীয়, তা বলা মুশকিল। লুইসভিল বিশ্ববিদ্যালয়ের এ নিউরোসার্জন বলেন, ঠিক কখন মানুষ মারা যায়—এ নিয়ে রহস্যও এখন আরও ঘনীভূত হলো।
মানুষ যখন মারা যান এর ঠিক আগমুহূর্তে আসলে কী ঘটে? দীর্ঘদিন ধরেই এ প্রশ্নের উত্তর খুঁজে চলেছেন বিজ্ঞানীরা। সম্প্রতি কানাডার একদল গবেষক পেয়েছেন অদ্ভুত কিছু উত্তর। মারা যাওয়ার ঠিক আগমুহূর্তে মস্তিষ্কে যে তরঙ্গ দেখা যায়, তা স্বপ্ন দেখা কিংবা অতীত স্মৃতি স্মরণ করার সময়কার তরঙ্গের মতো। অর্থাৎ মারা যাওয়ার আগে হুট করেই জীবনের এক ঝলক এসে হানা দেয় মস্তিষ্কে।
কানাডার ভ্যাঙ্কুভারের গবেষণা দলটির সদস্য আজমল জেমার সংবাদমাধ্যম বিবিসিকে জানান, একটি গবেষণার অংশ হিসেবে মস্তিষ্কের তরঙ্গ পরিমাপ করতে তারা ৮৭ বছর বয়সী এক মৃগী রোগীকে পর্যবেক্ষণ করছিলেন। কিন্তু স্নায়ুবিক তথ্য নেওয়ার সময় লোকটি মারাত্মক হার্ট অ্যাটাকে মারা যান। অপ্রত্যাশিত এ ঘটনার পর কাকতালীয়ভাবে মারা যাওয়ার আগের সময়কার মস্তিষ্কের তরঙ্গ পেয়ে যান তারা।
গত মঙ্গলবার ফ্রন্টিয়ার্স ইন এইজিং নিউরোসায়েন্স সাময়িকীকে প্রাপ্ত তথ্য প্রকাশ করে গবেষণা দলটি। এতে বলা হয়, মানুষ স্বপ্ন দেখা কিংবা অতীত স্মৃতি স্মরণ করার সময় তার মস্তিষ্কে যে তরঙ্গ দেখা যায়, ওই ব্যক্তি মারা যাওয়ার ৩০ সেকেন্ড আগে ঠিক সেই অনুভূতি হয়েছিল। এর আগে কখনোই এ জাতীয় তথ্য পাওয়া যায়নি বলে দাবি তাদের।
তার মানে কি আমরা ওই সময় প্রিয়জন কিংবা সুখের স্মৃতির ঝলক ফিরে পাব? এমন প্রশ্নের উত্তরে আজমল জেমার বলেন, এটি নিশ্চিত করে বলা অসম্ভব। কার জীবনে কী স্মরণীয়, তা বলা মুশকিল। লুইসভিল বিশ্ববিদ্যালয়ের এ নিউরোসার্জন বলেন, ঠিক কখন মানুষ মারা যায়—এ নিয়ে রহস্যও এখন আরও ঘনীভূত হলো।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৮ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৮ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৮ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫