Ajker Patrika

কমেছে নতুন আলুর দাম

সিলেট সংবাদদাতা
আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১১: ৩১
কমেছে নতুন আলুর দাম

শহরতলির টুকেরবাজার এলাকার কৃষক সফিক মিয়া। লাভের আশায় আগাম আলু চাষ করেছিলেন। কিন্তু সে আশায় গুঁড়েবালি। আলু জমি থেকে তোলার আগেই বৃষ্টিতে পানি জমে গেছে খেতে। তাই বাধ্য হয়ে সময়ের আগেই আলু তুলতে হয়েছে তাঁকে। তাতেও রক্ষা নেই। সেই আলুতেও পচন ধরায় পাইকারেরা কিনতে চাচ্ছেন না। বাধ্য হয়ে নিজেই ভারে করে আলু বিক্রি করতে বের হয়েছেন। নগরীর আখালি বাজারে ৩০ টাকা কেজিতে বিক্রি করছিলেন সেই আলু।

সফিক মিয়া বলেন, ‘দুই দিনের বৃষ্টি আমার সব শেষ করে দিল। জমির আলু সময়েরে আগে তুলতে হয়েছে। তার ওপর বেশির ভাগ আলু নষ্ট হয়ে গেছে। এই আলু কোনো পাইকার নেবে না। নিলেও দাম পাব না। তাই নিজেই খুচরা বাজারে আলু বিক্রি করতে বের হয়েছি।’

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে বৃষ্টির কারণে ব্যাপক ক্ষতি হয়েছে আলুচাষিদের। জমিতে পানি জমে যাওয়ায় বেশির ভাগ আলু নষ্ট হয়ে গেছে। এর প্রভাব পড়েছে সবজি বাজারেও। সপ্তাহের ব্যবধানে কেজিতে ৫০ টাকা কমেছে দাম। গত সপ্তাহে যে নতুন আলু ৮০ টাকা কেজি বিক্রি হয়েছে গত বৃহস্পতিবার সে আলু ৩০ টাকা কেজিতে বিক্রি হয়েছে। তবে বেড়েছে পুরোনো আলুর দাম।

গতকাল শুক্রবার নগরীর বন্দরবাজার, রিকাবীবাজার, আম্বরখানা, সোবহানীঘাট, আখালি, মদীনামার্কেটসহ বেশ কয়েকটি সবজি বাজারে নতুন আলু বিক্রি করা হয়েছে ৩০ থেকে ৪০ টাকা কেজিতে। পাশাপাশি পুরোনো আলুও বিক্রি করা হয়েছে ৩০ থেকে ৩৫ টাকা কেজিতে। মুদি দোকানগুলোতে পেঁয়াজের দামও বেড়েছে কেজিতে ৫ থেকে ৭ টাকা। গত সপ্তাহে ৩৫ টাকা কেজিতে বিক্রি করা পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ৪০ টাকায়। অন্যান্য সবজির দাম অপরিবর্তিত রয়েছে।

কথা হয় তাবাসসুম বাণিজ্যালয়ের স্বত্বাধিকারী মো. আজমান আলীর সঙ্গে। তিনি বলেন, ‘আমরা সাধারণত মুন্সিগঞ্জের আলু আনি। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে বৃষ্টির কারণে এই আলুর দাম বেড়ে গেছে। গত সপ্তাহে এই আলু পাইকারি বাজারে ১৫ থেকে ১৬ টাকা কেজিতে বিক্রি হয়েছে। তবে এখন এই আলুই পাইকারি বাজারে ২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত