সিলেট সংবাদদাতা
শহরতলির টুকেরবাজার এলাকার কৃষক সফিক মিয়া। লাভের আশায় আগাম আলু চাষ করেছিলেন। কিন্তু সে আশায় গুঁড়েবালি। আলু জমি থেকে তোলার আগেই বৃষ্টিতে পানি জমে গেছে খেতে। তাই বাধ্য হয়ে সময়ের আগেই আলু তুলতে হয়েছে তাঁকে। তাতেও রক্ষা নেই। সেই আলুতেও পচন ধরায় পাইকারেরা কিনতে চাচ্ছেন না। বাধ্য হয়ে নিজেই ভারে করে আলু বিক্রি করতে বের হয়েছেন। নগরীর আখালি বাজারে ৩০ টাকা কেজিতে বিক্রি করছিলেন সেই আলু।
সফিক মিয়া বলেন, ‘দুই দিনের বৃষ্টি আমার সব শেষ করে দিল। জমির আলু সময়েরে আগে তুলতে হয়েছে। তার ওপর বেশির ভাগ আলু নষ্ট হয়ে গেছে। এই আলু কোনো পাইকার নেবে না। নিলেও দাম পাব না। তাই নিজেই খুচরা বাজারে আলু বিক্রি করতে বের হয়েছি।’
ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে বৃষ্টির কারণে ব্যাপক ক্ষতি হয়েছে আলুচাষিদের। জমিতে পানি জমে যাওয়ায় বেশির ভাগ আলু নষ্ট হয়ে গেছে। এর প্রভাব পড়েছে সবজি বাজারেও। সপ্তাহের ব্যবধানে কেজিতে ৫০ টাকা কমেছে দাম। গত সপ্তাহে যে নতুন আলু ৮০ টাকা কেজি বিক্রি হয়েছে গত বৃহস্পতিবার সে আলু ৩০ টাকা কেজিতে বিক্রি হয়েছে। তবে বেড়েছে পুরোনো আলুর দাম।
গতকাল শুক্রবার নগরীর বন্দরবাজার, রিকাবীবাজার, আম্বরখানা, সোবহানীঘাট, আখালি, মদীনামার্কেটসহ বেশ কয়েকটি সবজি বাজারে নতুন আলু বিক্রি করা হয়েছে ৩০ থেকে ৪০ টাকা কেজিতে। পাশাপাশি পুরোনো আলুও বিক্রি করা হয়েছে ৩০ থেকে ৩৫ টাকা কেজিতে। মুদি দোকানগুলোতে পেঁয়াজের দামও বেড়েছে কেজিতে ৫ থেকে ৭ টাকা। গত সপ্তাহে ৩৫ টাকা কেজিতে বিক্রি করা পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ৪০ টাকায়। অন্যান্য সবজির দাম অপরিবর্তিত রয়েছে।
কথা হয় তাবাসসুম বাণিজ্যালয়ের স্বত্বাধিকারী মো. আজমান আলীর সঙ্গে। তিনি বলেন, ‘আমরা সাধারণত মুন্সিগঞ্জের আলু আনি। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে বৃষ্টির কারণে এই আলুর দাম বেড়ে গেছে। গত সপ্তাহে এই আলু পাইকারি বাজারে ১৫ থেকে ১৬ টাকা কেজিতে বিক্রি হয়েছে। তবে এখন এই আলুই পাইকারি বাজারে ২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।’
শহরতলির টুকেরবাজার এলাকার কৃষক সফিক মিয়া। লাভের আশায় আগাম আলু চাষ করেছিলেন। কিন্তু সে আশায় গুঁড়েবালি। আলু জমি থেকে তোলার আগেই বৃষ্টিতে পানি জমে গেছে খেতে। তাই বাধ্য হয়ে সময়ের আগেই আলু তুলতে হয়েছে তাঁকে। তাতেও রক্ষা নেই। সেই আলুতেও পচন ধরায় পাইকারেরা কিনতে চাচ্ছেন না। বাধ্য হয়ে নিজেই ভারে করে আলু বিক্রি করতে বের হয়েছেন। নগরীর আখালি বাজারে ৩০ টাকা কেজিতে বিক্রি করছিলেন সেই আলু।
সফিক মিয়া বলেন, ‘দুই দিনের বৃষ্টি আমার সব শেষ করে দিল। জমির আলু সময়েরে আগে তুলতে হয়েছে। তার ওপর বেশির ভাগ আলু নষ্ট হয়ে গেছে। এই আলু কোনো পাইকার নেবে না। নিলেও দাম পাব না। তাই নিজেই খুচরা বাজারে আলু বিক্রি করতে বের হয়েছি।’
ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে বৃষ্টির কারণে ব্যাপক ক্ষতি হয়েছে আলুচাষিদের। জমিতে পানি জমে যাওয়ায় বেশির ভাগ আলু নষ্ট হয়ে গেছে। এর প্রভাব পড়েছে সবজি বাজারেও। সপ্তাহের ব্যবধানে কেজিতে ৫০ টাকা কমেছে দাম। গত সপ্তাহে যে নতুন আলু ৮০ টাকা কেজি বিক্রি হয়েছে গত বৃহস্পতিবার সে আলু ৩০ টাকা কেজিতে বিক্রি হয়েছে। তবে বেড়েছে পুরোনো আলুর দাম।
গতকাল শুক্রবার নগরীর বন্দরবাজার, রিকাবীবাজার, আম্বরখানা, সোবহানীঘাট, আখালি, মদীনামার্কেটসহ বেশ কয়েকটি সবজি বাজারে নতুন আলু বিক্রি করা হয়েছে ৩০ থেকে ৪০ টাকা কেজিতে। পাশাপাশি পুরোনো আলুও বিক্রি করা হয়েছে ৩০ থেকে ৩৫ টাকা কেজিতে। মুদি দোকানগুলোতে পেঁয়াজের দামও বেড়েছে কেজিতে ৫ থেকে ৭ টাকা। গত সপ্তাহে ৩৫ টাকা কেজিতে বিক্রি করা পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ৪০ টাকায়। অন্যান্য সবজির দাম অপরিবর্তিত রয়েছে।
কথা হয় তাবাসসুম বাণিজ্যালয়ের স্বত্বাধিকারী মো. আজমান আলীর সঙ্গে। তিনি বলেন, ‘আমরা সাধারণত মুন্সিগঞ্জের আলু আনি। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে বৃষ্টির কারণে এই আলুর দাম বেড়ে গেছে। গত সপ্তাহে এই আলু পাইকারি বাজারে ১৫ থেকে ১৬ টাকা কেজিতে বিক্রি হয়েছে। তবে এখন এই আলুই পাইকারি বাজারে ২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
৪ দিন আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪